HindiVyakran

  • नर्सरी निबंध
  • सूक्तिपरक निबंध
  • सामान्य निबंध
  • दीर्घ निबंध
  • संस्कृत निबंध
  • संस्कृत पत्र
  • संस्कृत व्याकरण
  • संस्कृत कविता
  • संस्कृत कहानियाँ
  • संस्कृत शब्दावली
  • Group Example 1
  • Group Example 2
  • Group Example 3
  • Group Example 4
  • संवाद लेखन
  • जीवन परिचय
  • Premium Content
  • Message Box
  • Horizontal Tabs
  • Vertical Tab
  • Accordion / Toggle
  • Text Columns
  • Contact Form
  • विज्ञापन

Header$type=social_icons

  • commentsSystem

Bengali Essay on "My Best friend", "আমার প্রিয় বন্ধু রচনা" for Class 5, 6, 7, 8, 9 & 10

Bengali Essay on "My Best friend", "আমার প্রিয় বন্ধু রচনা" for Class 5, 6, 7, 8, 9 & 10: ববি আমার প্রিয় বন্ধু। প্রথম থেকেই সে আমার সহপাঠী ছিল। সে একটা ভালাে এবং সম্মানিত পরিবারের সন্তান। তাঁর বাবা-মা দুজনেই সুপ্রতিষ্ঠিত। ববি সর্বদাই আমাদের বিভাগে প্রথমে থাকে। খেলা এবং তর্কের ব্যাপারে সে খুবই আগ্রহী। সে একজন সুবক্তা এবং সে সর্বদাই পুরস্কৃত হয়। আমাদের স্কুলের কয়েকজন জনপ্রিয় ছাত্রের মধ্যে সে একজন। তার সুন্দর মন এবং সৎ চরিত্রের জন্য ছাত্ররা তাকে খুবই পছন্দ করে।

Bengali Essay on "My Best friend", "আমার প্রিয় বন্ধু রচনা" for Class 5, 6, 7, 8, 9 & 10

Twitter

Advertisement

Put your ad code here, 100+ social counters$type=social_counter.

  • fixedSidebar
  • showMoreText

/gi-clock-o/ WEEK TRENDING$type=list

  • गम् धातु के रूप संस्कृत में – Gam Dhatu Roop In Sanskrit गम् धातु के रूप संस्कृत में – Gam Dhatu Roop In Sanskrit यहां पढ़ें गम् धातु रूप के पांचो लकार संस्कृत भाषा में। गम् धातु का अर्थ होता है जा...

' border=

  • दो मित्रों के बीच परीक्षा को लेकर संवाद - Do Mitro ke Beech Pariksha Ko Lekar Samvad Lekhan दो मित्रों के बीच परीक्षा को लेकर संवाद लेखन : In This article, We are providing दो मित्रों के बीच परीक्षा को लेकर संवाद , परीक्षा की तैयार...

RECENT WITH THUMBS$type=blogging$m=0$cate=0$sn=0$rm=0$c=4$va=0

  • 10 line essay
  • 10 Lines in Gujarati
  • Aapka Bunty
  • Aarti Sangrah
  • Akbar Birbal
  • anuched lekhan
  • asprishyata
  • Bahu ki Vida
  • Bengali Essays
  • Bengali Letters
  • bengali stories
  • best hindi poem
  • Bhagat ki Gat
  • Bhagwati Charan Varma
  • Bhishma Shahni
  • Bhor ka Tara
  • Boodhi Kaki
  • Chandradhar Sharma Guleri
  • charitra chitran
  • Chief ki Daawat
  • Chini Feriwala
  • chitralekha
  • Chota jadugar
  • Claim Kahani
  • Dairy Lekhan
  • Daroga Amichand
  • deshbhkati poem
  • Dharmaveer Bharti
  • Dharmveer Bharti
  • Diary Lekhan
  • Do Bailon ki Katha
  • Dushyant Kumar
  • Eidgah Kahani
  • Essay on Animals
  • festival poems
  • French Essays
  • funny hindi poem
  • funny hindi story
  • German essays
  • Gujarati Nibandh
  • gujarati patra
  • Guliki Banno
  • Gulli Danda Kahani
  • Haar ki Jeet
  • Harishankar Parsai
  • hindi grammar
  • hindi motivational story
  • hindi poem for kids
  • hindi poems
  • hindi rhyms
  • hindi short poems
  • hindi stories with moral
  • Information
  • Jagdish Chandra Mathur
  • Jahirat Lekhan
  • jainendra Kumar
  • jatak story
  • Jayshankar Prasad
  • Jeep par Sawar Illian
  • jivan parichay
  • Kashinath Singh
  • kavita in hindi
  • Kedarnath Agrawal
  • Khoyi Hui Dishayen
  • Kya Pooja Kya Archan Re Kavita
  • Madhur madhur mere deepak jal
  • Mahadevi Varma
  • Mahanagar Ki Maithili
  • Main Haar Gayi
  • Maithilisharan Gupt
  • Majboori Kahani
  • malayalam essay
  • malayalam letter
  • malayalam speech
  • malayalam words
  • Mannu Bhandari
  • Marathi Kathapurti Lekhan
  • Marathi Nibandh
  • Marathi Patra
  • Marathi Samvad
  • marathi vritant lekhan
  • Mohan Rakesh
  • Mohandas Naimishrai
  • MOTHERS DAY POEM
  • Narendra Sharma
  • Nasha Kahani
  • Neeli Jheel
  • nursery rhymes
  • odia letters
  • Panch Parmeshwar
  • panchtantra
  • Parinde Kahani
  • Paryayvachi Shabd
  • Poos ki Raat
  • Portuguese Essays
  • Punjabi Essays
  • Punjabi Letters
  • Punjabi Poems
  • Raja Nirbansiya
  • Rajendra yadav
  • Rakh Kahani
  • Ramesh Bakshi
  • Ramvriksh Benipuri
  • Rani Ma ka Chabutra
  • Russian Essays
  • Sadgati Kahani
  • samvad lekhan
  • Samvad yojna
  • Samvidhanvad
  • Sandesh Lekhan
  • sanskrit biography
  • Sanskrit Dialogue Writing
  • sanskrit essay
  • sanskrit grammar
  • sanskrit patra
  • Sanskrit Poem
  • sanskrit story
  • Sanskrit words
  • Sara Akash Upanyas
  • Savitri Number 2
  • Shankar Puntambekar
  • Sharad Joshi
  • Shatranj Ke Khiladi
  • short essay
  • spanish essays
  • Striling-Pulling
  • Subhadra Kumari Chauhan
  • Subhan Khan
  • Suchana Lekhan
  • Sudha Arora
  • Sukh Kahani
  • suktiparak nibandh
  • Suryakant Tripathi Nirala
  • Swarg aur Prithvi
  • Tasveer Kahani
  • Telugu Stories
  • UPSC Essays
  • Usne Kaha Tha
  • Vinod Rastogi
  • Wahi ki Wahi Baat
  • Yahi Sach Hai kahani
  • Yoddha Kahani
  • Zaheer Qureshi
  • कहानी लेखन
  • कहानी सारांश
  • तेनालीराम
  • मेरी माँ
  • लोककथा
  • शिकायती पत्र
  • सूचना लेखन
  • हजारी प्रसाद द्विवेदी जी
  • हिंदी कहानी

RECENT$type=list-tab$date=0$au=0$c=5

Replies$type=list-tab$com=0$c=4$src=recent-comments, random$type=list-tab$date=0$au=0$c=5$src=random-posts, /gi-fire/ year popular$type=one.

  • अध्यापक और छात्र के बीच संवाद लेखन - Adhyapak aur Chatra ke Bich Samvad Lekhan अध्यापक और छात्र के बीच संवाद लेखन : In This article, We are providing अध्यापक और विद्यार्थी के बीच संवाद लेखन and Adhyapak aur Chatra ke ...

' border=

Join with us

Footer Logo

Footer Social$type=social_icons

  • loadMorePosts
  • relatedPostsText
  • relatedPostsNum

okbangla

আমার প্রিয় বন্ধু অনুচ্ছেদ, Bengali essay on my best friend

আমার প্রিয় বন্ধু অনুচ্ছেদ

জীবনে চলার পথে বহু মানুষের সাথে আমাদের বন্ধুত্ব গড়ে ওঠে। কিন্তু সময়ের সাথে সাথে বেশিরভাগ বন্ধুই হারিয়ে যায়, অনেকের সাথে আর সম্পর্কই থাকে না। তবে নতুন বন্ধু পেয়ে পুরোনো বন্ধুকে অবহেলা করা উচিত নয়। কিন্তু একটা কথা বলতেই হয় যে, জীবনে নতুন বন্ধুদের আগমন ও পুরনো বন্ধুদের হারিয়ে যাওয়ার মাঝে কিছু বন্ধু এমনও থাকে যারা আমাদের জীবনে ও মনে বিশেষ জায়গা দখল করে নেয়, এদেরকেই আমরা প্রিয় বন্ধু মনে করি। 

আমার প্রিয় বন্ধু, My best friend

আমার প্রিয় বন্ধুর নাম হলো রূপম। রূপমের সঙ্গে আমার পরিচয় হয়েছিল ষষ্ঠ শ্রেণীতে পড়াকালীন সময়ে। দিনটির কথা আজও আমার স্পষ্ট মনে আছে। সেদিন সকালে স্কুলে যাওয়ার আগে থেকেই মুষলধারে বৃষ্টি পরছে, কিন্তু এদিকে আমি স্কুল যাওয়ার জন্য উদগ্রীব হয়ে ঘরে বসে আছি।

সেদিনটি ছিল ষষ্ঠ শ্রেণিতে আমার প্রথম ক্লাস। যাইহোক, কিছুক্ষণ পর বৃষ্টি থামলে আমি কোনরকমে স্কুলে পৌঁছে যাই এবং নির্দিষ্ট কক্ষে ঢুকে বসার পর পাশে দেখি এক অচেনা ছেলে বসে আছে। তাকে তার নাম জিজ্ঞেস করে জানতে পারলাম যে ওর নাম রূপম।

আমার প্রিয় বন্ধু

সেই দিন ক্লাসের ফাঁকে ওর সাথে অনেক কথা হয়, টিফিন বেলায় আমরা একসাথে খাবারও খেয়েছিলাম এবং স্কুলের মাঠে ফুটবল খেলেছি। এরপর থেকে রোজ আমরা পাশাপাশি বসতে শুরু করি এবং সেই থেকেই ধীরে ধীরে রূপমের সাথে আমার ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে ওঠে। এখন আমরা স্কুলে সবসময় একসাথে থাকি। এমনকি আমার সব কোচিং ক্লাসেও আমরা একসাথে পড়তে যাই।

 প্রিয় বন্ধু এবং সর্বক্ষণের সাথী, best friend is a companion forever 

আমাদের জীবনে থাকা ভালো বন্ধুদের মধ্যে সবাই তো আর সমানভাবে আমাদের মনে জায়গা করতে পারে না, কোন একজন থাকে যে আমাদের সবচেয়ে কাছের বন্ধু হয়ে ওঠে। বলতে গেলে সে হয় আমাদের সর্বক্ষণের সাথী। আমার ক্ষেত্রে রূপম সেই জায়গা করে নিয়েছে আমার জীবনে। সেই আমার সর্বক্ষণের সাথী।

প্রিয় বন্ধু তো এমনই একজন যার সাথে আমাদের অজান্তেই এমন এক হৃদ্যতার সম্পর্ক গড়ে ওঠে যে মনের কোণে চলতে থাকা যেকোন কথা তাকে না বলা অবধি যেন মন হাঁসফাঁস করে। আমিও রূপম আমার মনের সব কথা খুলে বলতে পারি, কখনই কোনো দ্বিধা বোধ হয় না। সে খুব অল্প সময়ের মধ্যেই আমার মনের এক বিশাল জায়গা দখল করে নিয়েছে। সকলের জীবনেই একজন প্রিয় বন্ধু থাকে, তেমনই আমার জীবনের এমন প্রিয় একজন বন্ধু হল রূপম।

প্রিয় বন্ধু এবং সর্বক্ষণের সাথী

রূপমকে ছাড়া আমার স্কুলে যেতেই ভালো লাগে না, খেলা করতেও ভালো লাগে না। আগে আমার এমন কোনো প্রাণের বন্ধু ছিল না, কিন্তু রূপম যে কি করে আমার এত ভালো বন্ধু হয়ে উঠলো তা আমি নিজেও জানি না। 

রূপম কেন আমার প্রিয়, Why Rupam is my best friend 

প্রত্যেকের জীবনে যে প্রিয় বন্ধুটি থাকে সে বিভিন্ন কারণের জন্যই আমাদের প্রিয় হয়ে ওঠে। আমি আর রূপম দুজন দুজনের প্রিয় বন্ধু হয়ে ওঠার পেছনেও কয়েকটি বিশেষ কারণ রয়েছে। সেই কারণগুলোর মধ্যে প্রথম হচ্ছে, আমরা পরস্পরকে বন্ধু হিসেবে ভীষণ ভালোবাসি। পড়াশোনা ও খেলাধুলার বিষয়েও আমাদের উৎসাহ একই রকম।

আমরা দুজনেই ফুটবল খেলা পছন্দ করি। অন্যদিকে স্কুলে ও কোচিং ক্লাসে সব সময় একসাথে সময় কাটানোর মাধ্যমে আমাদের বন্ধুত্ব প্রগাঢ় হয়েছে, একজন অপরজনকে খুব ভালো চিনি এবং পরস্পরের ইচ্ছা অনিচ্ছা নিয়েও অবগত। তাছাড়া আমি আর রূপম দুজনেই পরস্পরের বাবা মা কে যথেষ্ট সম্মান ও শ্রদ্ধা করি। আমার মা বাবা রূপমকে যতটা আদর করে, ঠিক সেভাবেই তার মা বাবাও আমায় ততটাই ভালোবাসে। আমাদের বন্ধুত্বের কারণে আমাদের মা বাবার মধ্যেও এক মধুর সম্পর্ক গড়ে উঠেছে।

আমাদের বন্ধুত্ব, our friendship

আমার আর রূপমের বন্ধুত্ব এককথায় অনবদ্য। আমরা স্কুলে সবকিছু একসাথে করি এবং কোচিং ক্লাসেও সবসময় একসাথে থাকি, একসাথে বসি, একসাথে পড়াশুনা করি। আমাদের বাড়িও খুব কাছাকাছি, সে কারণে উভয়ের বাড়িতেই পরস্পরের যাতায়াত রয়েছে। 

আমাদের অনেক ছোটো ছোটো ঝগড়া হয়, কিন্তু আমরা সেই রাগ মনে রাখি না, কারণ আমরা দুজনেই মনে করি যে বন্ধুকে মনের কথা না লুকিয়ে বলে দেওয়া উচিত, তাই আমাদের মধ্যে হওয়া ঝগড়া অভিমান আমাদের সম্পর্ককে হানি পৌঁছাতে পারেনি। স্কুলে যাওয়ার সময় আমরা প্রতিদিন একসাথে সাইকেল চালিয়ে যাই এবং ফেরার সময় একসাথে বাড়ি ফিরি।

আমাদের বন্ধুত্ব

তাছাড়া পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন সমস্যার আমরা একসাথে বসে সমাধান করি, আমরা দুজন পরস্পরকে পড়ার ক্ষেত্রেও যথাসাধ্য সাহায্য করে থাকি। পরীক্ষার আগে আমরা একসাথে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নিই। এছাড়াও রূপম ও আমার দুজনেরই ইচ্ছে বড় হলে ভবিষ্যতে একসাথে দূরে কোথাও ঘুরতে যাব।

রূপমের সাথে স্মরনীয় একটি ঘটনা, A memorable incident with Rupam 

আমাদের বন্ধু জীবনে প্রতিদিন এমন কত ঘটনা ঘটে যেগুলি স্মৃতি হয়ে থেকে যায়। রূপমের সাথেও আমার এমন অনেক স্মৃতি আছে। আনন্দ দুঃখ মিলিয়ে সব স্মৃতি। কিন্তু সেইসব ঘটনাবলীর সংখ্যা সময়ের সাথে সাথে এতটাই বেড়ে গেছে যে সবকিছু মনে রাখা সম্ভব হয়ে ওঠেনা। কিন্তু বিশেষ কিছু ঘটনা এমনও থাকে যা চিরদিন স্মরণীয় হয়ে থেকে যায়। এমন একটি দিনের কথা আমার এখনো মনে আছে। সেই দিনটি ছিল রবিবার; স্কুল ছুটির দিন।

কোচিং ক্লাস সেরে আমরা দুজনে বিকেল বেলা রোজকার মতন মাঠে ফুটবল খেলতে গিয়েছিলাম। খেলতে খেলতে হঠাৎ মাঠে থাকা একটি গর্তে আমার পা পড়ে যায়, যায় ফলে আমার পা মচকে গিয়েছিল এবং আমি অসহ্য যন্ত্রণায় মাঠে পড়ে গেলাম, এদিকে আমার আকুতি শুনে রূপম সঙ্গে সঙ্গে খেলা থামিয়ে আমার কাছে দৌড়ে আসে। আমার পায়ের অবস্থা দেখে সে দৌড়ে গিয়ে সামনেরই এক দোকান থেকে বরফ এনে আমার পায়ে লাগিয়ে দিল।

আমাদের বন্ধু জীবনে প্রতিদিন এমন কত ঘটনা ঘটে যেগুলি স্মৃতি হয়ে থেকে যায়

তারপর খেলার অন্য সাথীদের সাহায্য নিয়ে আমায় তুলে ওর সাইকেলের পেছনে বসিয়ে বাড়িতে নিয়ে এলো। বাড়িতে এসে সে আমার বাবা মা কে সব কথা বললো, তারা আমায় তৎক্ষণাৎ ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন, রূপম তখনও ছিল আমার সঙ্গে। ডাক্তারের কাছে গেলে তিনি এক্স-রে পরীক্ষা করানোর জন্য বলেন, পরীক্ষায় ধরা পরল আমার পায়ের একটি হাড়ে সামান্য চিড় ধরেছে। তারপর ওষুধপত্র নিয়ে সবাই বাড়ি ফিরলাম, সেই থেকে আমি প্রায় একমাস মাঠে খেলতে যেতে পারিনি, স্কুলেও যেতে পারিনি, সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ ছিল আমার জন্য।

এই একমাস ধরে প্রত্যেকদিন স্কুল থেকে ফিরতে রূপম সরাসরি আমার বাড়িতে চলে আসত, স্কুলে কি পড়ানো হয়েছে সব কিছু আমার বুঝিয়ে দিত, এরপর আমরা সারা বিকেল গল্প করতাম, সন্ধ্যেবেলা একসাথে পড়াশোনা করতাম, তারপর বাবা রাতের দিকে ওকে ওর বাড়িতে পৌঁছে দিয়ে আসতেন। মাঝে মাঝে ওর মা বাবাও আমায় দেখতে আসতো। তখন আমার মনে হয়েছিল অনেক ভাগ্য করে এমন বন্ধু পেয়েছি। এই বন্ধুত্বে যেন কখনো চিড় না ধরে।

শেষ কথা, To conclude

আমার এবং রূপমের এই বন্ধুত্ব চিরন্তন। আমার বিশ্বাস আমরা কোন দিন একে অপরের থেকে মানসিকভাবে দূরে চলে যাব না। মনে মনে তাই এই স্থির করেছি যে আমরা নিজেদের মধ্যে কোনদিন দূরত্ব তৈরি হতে দেবো না। ভবিষ্যতে আমরা যখন নিজেদের পায়ে দাঁড়াবো, তখন একসাথে দূরে কোথাও বেড়াতে যাব। সব সময় এবং সব পরিস্থিতিতে আমরা পরস্পরের পাশে থাকার চেষ্টা করবো। এইভাবে চিরকাল আমরা ভালো ও খারাপ সময়ে একে অপরের পাশে থেকে বন্ধুত্বের আসল অর্থকে সার্থক করে তোলার চেষ্টা করবো

  • 1 আমার প্রিয় বন্ধু, My best friend
  • 2 প্রিয় বন্ধু এবং সর্বক্ষণের সাথী, best friend is a companion forever
  • 3 রূপম কেন আমার প্রিয়, Why Rupam is my best friend
  • 4 আমাদের বন্ধুত্ব, our friendship
  • 5 রূপমের সাথে স্মরনীয় একটি ঘটনা, A memorable incident with Rupam
  • 6 শেষ কথা, To conclude

Oindrila Banerjee

Oindrila Banerjee, a master's graduate in Modern History from Calcutta University, embodies a diverse range of passions. Her heart resonates with the rhythm of creative expression, finding solace in crafting poetic verses and singing melodies. Beyond her academic pursuits, Oindrila has contributed to the educational realm, serving as a teachers' coordinator in a kindergarten English medium school. Her commitment to nurturing young minds reflects her belief in the transformative power of education. Oindrila's guiding principle in life, encapsulated in the motto, "There are two ways of spreading light: to be the candle or the mirror that reflects it,"

Recent Posts

বাংলাদেশী পপ গায়ক আসিফ আকবর এর জীবনী, Biography of Bangladeshi pop-singer Asif Akbar in Bengali

বাংলাদেশী পপ গায়ক আসিফ আকবর এর গান আমরা সকলেই শুনেছি। গায়ক হিসেবে তাঁর...

কষ্টের পিক ছেলে, ছেলেদের কষ্টের ছবি

মানুষের জীবন বিভিন্ন আবেগের সমষ্টি, তার মধ্যে অন্যতম বেদনাদায়ক আবেগ হলো...

WriteATopic.com

My Best Friend Essay

বাংলায় আমার সেরা বন্ধু রচনা বাংলায় | My Best Friend Essay In Bengali

বাংলায় আমার সেরা বন্ধু রচনা বাংলায় | My Best Friend Essay In Bengali - 2100 শব্দসমূহে

বন্ধুত্ব এমন একটি সম্পর্ক যা পরিবার বা রক্তের সম্পর্ক না হওয়া সত্ত্বেও তাদের চেয়ে কম বিশ্বস্ত নয়। সত্যিকারের বন্ধুত্ব করা প্রত্যেকের জন্য একটি খুব কঠিন কাজ, তবে যদি কেউ সত্যিকারের বন্ধুত্ব খুঁজে পায়, তবে সে বিশাল জনতার মধ্যে খুব ভাগ্যবান ব্যক্তি। এটি জীবনের একটি ঐশ্বরিক এবং সবচেয়ে মূল্যবান উপহার। সত্যিকারের বন্ধুত্ব খুব কমই নির্ধারিত হয় এবং জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি হিসেবে গণ্য হয়। আমিও সমান ভাগ্যবান কারণ আমার ছোটবেলা থেকে আমার একজন ভালো বন্ধু আছে।

আমার সেরা বন্ধুর উপর ছোট এবং দীর্ঘ রচনা

প্রবন্ধ 1 (250 শব্দ).

আমার বেস্ট ফ্রেন্ডের নাম জ্যোতি। সে আমার সবচেয়ে ভালো বন্ধু এবং আমার খুব যত্ন নেয়। তিনি আমার সাথে ভাল আচরণ করেন এবং সর্বদা সাহায্য করেন। আমি ক্লাস 6 এ তার সাথে দেখা করি এবং তারপর আমরা দুজনেই ভালো বন্ধু হয়ে যাই। সে আমার সত্যিকারের বন্ধু কারণ সে আমাকে খুব ভালো বোঝে এবং আমার প্রতিটি প্রয়োজনের যত্ন নেয়। আমি তাকে অনেক পছন্দ করি. তার মতো বন্ধু আমার আগে ছিল না।

সে আমার বাসায় আসে আমিও তার বাসায় যাই। আমাদের বাবা-মা আমাদের দুজনকেই খুব ভালোবাসেন এবং আমাদের বন্ধুত্ব লালন করেন। তিনি আমার কাছে মূল্যবান এবং আমি কখনই তার বন্ধুত্ব হারাতে চাই না। যখনই আমি ক্লাসে আসতে পারি না, সে আমাকে বাকি সব ক্লাস এবং হোমওয়ার্ক শেষ করতে সাহায্য করে।

সে অনেক কিছুতেই আমার মতো। সে কখনই আমার সাথে তর্ক করে না এবং আমি আটকে যাই এমন কিছু ভালভাবে ব্যাখ্যা করে। সে খুব খোলা মনের মেয়ে এবং আমার খারাপ আচরণের জন্য কখনই খারাপ লাগে না। তিনি খুব বিনোদনমূলক প্রকৃতির এবং তার অবসর সময়ে তার কথাবার্তা এবং রসিকতা দিয়ে আমাকে হাসায়। তিনি খুব মিষ্টি এবং কমনীয়, এবং তার কথা বলার উপায় এবং হাসি দিয়ে সবাইকে মোহিত করে।

সে সবসময় আমাকে ক্লাসরুম এবং পরীক্ষায় ভালো করতে অনুপ্রাণিত করে। তিনি খেলাধুলা এবং একাডেমিক কার্যক্রমে ভাল। তিনি তার সমস্ত কঠিন কাজ সঠিকভাবে করার জন্য আমার কাছ থেকে পরামর্শ নেন। আমাদের কঠিন সময়ে, আমরা দুজনেই নিজেদের মধ্যে সবকিছু শেয়ার করি। আমরা ক্লাস পরীক্ষা এবং প্রধান পরীক্ষা উভয় ক্ষেত্রেই সবসময় ভালো করি।

You might also like:

  • 10 Lines Essays for Kids and Students (K3, K10, K12 and Competitive Exams)
  • 10 Lines on Children’s Day in India
  • 10 Lines on Christmas (Christian Festival)
  • 10 Lines on Diwali Festival

রচনা 2 (300 শব্দ)

আমার ছোটবেলা থেকে অনেক বন্ধু আছে কিন্তু রুশি আমার চিরকালের সেরা বন্ধু। সে আমার বাড়ির পাশের অ্যাপার্টমেন্টে তার বাবা-মায়ের সাথে থাকে। তিনি স্বভাবগতভাবে একটি মিষ্টি এবং সাহায্যকারী মেয়ে। আমাদের সকলের সঠিক দিকনির্দেশনা পেতে এবং জীবনে এগিয়ে যাওয়ার জন্য সত্যিকারের বন্ধুত্বের খুব প্রয়োজন। একটি ভাল এবং সত্যিকারের বন্ধু খুঁজে পাওয়া একটি খুব কঠিন কাজ যদিও কিছু ভাগ্যবান মানুষ এটি খুঁজে পায়।

তিনি আমার সমস্ত বন্ধুদের মধ্যে প্রথম ব্যক্তি যার সাথে আমি আমার সমস্ত অনুভূতি শেয়ার করতে পারি। সে খুব ভালো প্রকৃতির এবং সবাইকে সাহায্য করে। তিনি ক্লাস মনিটর এবং তার মত সব ক্লাস শিক্ষক। খেলাধুলা ও পড়াশোনায় সে খুব ভালো করে। তিনি খুব ভাল ব্যক্তিত্বের অধিকারী এবং অভাবী লোকদের সাহায্য করতে পছন্দ করেন।

তিনি খুব বন্ধুত্বপূর্ণ প্রকৃতির এবং উষ্ণতার সাথে সাথে পায়। তিনি ইতিবাচক চিন্তা করেন এবং আমাকে সব সময় অনুপ্রাণিত করেন। সে খুব নম্রভাবে কথা বলে এবং আমার এবং অন্যদের সাথে কখনও মারামারি করে না। সে কখনই মিথ্যা বলে না এবং ভাল আচরণ করে না। তিনি খুব মজার মানুষ এবং যখনই আমরা দুঃখ পাই তখন তিনি মজার জোকস এবং গল্প বলতে পছন্দ করেন। সে একজন সহানুভূতিশীল বন্ধু এবং সর্বদা আমার যত্ন নেয়। তার জীবনে কঠিন যেকোনো কিছু করার ক্ষমতা আছে এবং আমি সব সময় তার ছোট-বড় অর্জনের জন্য প্রশংসা করি। পড়াশুনা, খেলাধুলা এবং অন্যান্য কাজে খুব ভালো বলে সে স্কুলের খুব বিখ্যাত ছাত্রী।

সে সবসময় ক্লাস টেস্ট এবং মেইন পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পায়। পরীক্ষার সময়, তিনি যে কোনও বিষয় খুব সহজেই ব্যাখ্যা করেন। তার খুব ভালো পর্যবেক্ষণ শক্তি এবং দক্ষতা রয়েছে। যখনই শিক্ষক ক্লাসে কিছু ব্যাখ্যা করেন, তিনি খুব দ্রুত তা বুঝতে পারেন। তিনি একজন খুব ভালো ফুটবল খেলোয়াড় এবং স্কুল ও জেলা পর্যায়ে অনেক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কারও জিতেছেন।

প্রবন্ধ 3 (400 শব্দ)

আমার জীবনে সবসময় একজন বন্ধু ছিল যার নাম আশুতোষ। আমার জীবনে বিশেষ কিছু আছে যা আমাকে প্রতিটি কঠিন সময়ে সাহায্য করে। তিনি এমন একজন যিনি আমাকে সঠিক পথ দেখান। তার ব্যস্ত সময়সূচী সত্ত্বেও, তিনি সবসময় আমার জন্য সময় আছে. সে আমার প্রতিবেশী তাই স্কুল পাশ করেও আমরা বন্ধু। যখনই আমরা স্কুল থেকে ছুটি পাই, আমরা একসাথে পিকনিকে যাই। আমরা দুজনেই একে অপরের সাথে এবং পরিবারের সাথে আমাদের উত্সব উদযাপন করি।

আমরা একসাথে রামলীলা ময়দানে রামলীলা মেলা দেখতে যাই এবং অনেক মজা করি। আমরা দুজনেই সবসময় স্কুলের পাঠক্রম বহির্ভূত কার্যক্রমে অংশগ্রহণ করি। আমরা দুজনেই বাড়িতে ক্রিকেট খেলতে এবং ক্যারাম খেলতে পছন্দ করি। তিনি আমার কাছে একজন বন্ধুর চেয়েও বেশি কারণ যখনই আমি কঠিন পরিস্থিতিতে থাকি তখনই তিনি আমাকে সঠিক পথ দেখান।

  • 10 Lines on Dr. A.P.J. Abdul Kalam
  • 10 Lines on Importance of Water
  • 10 Lines on Independence Day in India
  • 10 Lines on Mahatma Gandhi

সে আমার জীবনে খুব স্পেশাল। আমি তাকে ছাড়া কিছুই করি না। তিনি সর্বদা ভাল মেজাজে থাকেন এবং ভুল পথে কখনই আপস করেন না। তিনি সর্বদা সঠিক জিনিসগুলি করেন এবং ক্লাসের প্রত্যেককে সঠিক জিনিসগুলি করতে অনুপ্রাণিত করেন। তিনি তার কঠিন পরিস্থিতিতেও হাসিখুশি থাকেন এবং তার কষ্ট কখনোই তার মুখে আসতে দেন না। তিনি একজন ভাল উপদেষ্টা, তিনি যে কোনও কিছু ব্যাখ্যা করতে পছন্দ করেন। তিনি তার বাবা-মা, দাদা-দাদি এবং পরিবারের অন্যান্য সদস্যদের যত্ন নেন। তিনি সর্বদা তাদের এবং সমাজের অন্যান্য প্রবীণদের আদেশ পালন করেন। আমি যখন পঞ্চম শ্রেণীতে ছিলাম তখন তার সাথে প্রথম দেখা হয়েছিল এবং এখন আমরা দুজনেই অষ্টম শ্রেণীতে একই শ্রেণীতে পড়ি।

তিনি খুব লম্বা এবং আমার অন্যান্য সহপাঠীদের থেকে খুব আলাদা দেখতে। একবার কোনো কারণে খুব মন খারাপ হয়েছিল। ৬ষ্ঠ শ্রেণীর প্রয়োজনীয় সব বই কিনতে পারিনি। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন কি হয়েছে তাই আমি তাকে আমার পুরো ঘটনাটি বললাম। তিনি বললেন, এতদিন এত ছোট একটা জিনিসের জন্য মন খারাপ করছো। তিনি হাসতে লাগলেন এবং বললেন ঘাবড়াবেন না আমি স্কুলে এবং বাড়িতে আপনার সাথে সব বই শেয়ার করতে পারি। সারা বছরের জন্য আপনাকে একটি বই কিনতে হবে না।

এরপর তিনি তার কৌতুক ও গল্প দিয়ে আমাকে হাসাতেন। আমি কখনই সেই মুহূর্তটি ভুলতে পারি না যখন তিনি আমাকে সাহায্য করেছিলেন এবং তিনি আমাকে সাহায্য করার জন্য সর্বদা প্রস্তুত। তিনি খুব ব্যবহারিক এবং ব্যক্তিগত এবং পেশাগত জীবন মিশ্রিত করেন না। তিনি সবসময় আমাকে গণিতের প্রশ্ন সমাধানে সাহায্য করেন। আমাদের বিভিন্ন পছন্দ এবং অপছন্দ রয়েছে তবুও আমরা সেরা বন্ধু।

সম্পর্কে তথ্য:

বন্ধুত্বের উপর রচনা

  • 10 Lines on Mother’s Day
  • 10 Lines on Our National Flag of India
  • 10 Lines on Pollution
  • 10 Lines on Republic Day in India

বাংলায় আমার সেরা বন্ধু রচনা বাংলায় | My Best Friend Essay In Bengali

bangla-kobita-blog-logo-underlined

Bangla Kobita Blog

৮০+ সেরা বন্ধু এবং বন্ধুত্ব নিয়ে উক্তি (Friend & Friendship Quotes In Bengali)

আজকাল ভালো বন্ধু খুঁজে পাওয়া খুব কঠিন, তাইনা? কিন্তু যদি আপনার কাছে ভালো বন্ধু থাকে, যে চিরদিন আপনার পাশে থাকে। তাহলে কতইনা ভালো হয়, কি বলেন?

আজগে আমি আপনার সঙ্গে বন্ধু এবং বন্ধুত্ব নিয়ে কিছু সেরা উক্তি শেয়ার করছি যা আপনি স্ট্যাটাস বা ক্যাপশন হিসাবেও দিতে পারেন। তো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক।

bondhu-ebong-bondhuto-niye-ukti

#১. ❝বন্ধুত্ব এমন এক সিমেন্ট যা  বিশ্বকে একত্রে ধরে রাখতে পারে।❞

– উড্রো উইলসন

#২. ❝বন্ধুত্ব এমন এক সোনালি সুতো যা হৃদয়কে আবদ্ধ করে।❞

Please enable JavaScript

Humix

– জন এভেলিন

#৩. ❝প্রকৃত বন্ধুত্বের চেয়ে মূল্যবান এই পৃথিবীতে আর কিছুই নেই।❞

– টমাস অ্যাকুইনাস

#৪. ❝বন্ধুত্ব ব্যাখ্যা করা বিশ্বের সবচেয়ে কঠিন জিনিস। এটি স্কুলে শেখার কিছু নয়। আপনি যদি বন্ধুত্বের অর্থ না শিখে থাকেন তবে আপনি সত্যিই কিছুই শিখেননি।❞

– মোহাম্মদ আলি

#৫. ❝বন্ধুত্ব হচ্ছে আশ্রয়দাতা গাছের মতো।❞

– স্যামুয়েল টেইলর কলেরিজ

আরও পড়ুন: বন্ধু নিয়ে সেরা কবিতা

#৬. ❝যে কেউ দুঃখকষ্টে সহানুভূতি প্রকাশ করতে পারে তবে সত্যিকারের বন্ধুই কেবল বন্ধুর সাফল্যে খুশি হতে হতে পারে।❞

– অস্কার ওয়াইল্ড

#৭. ❝বন্ধুত্বের মধুরতায় হাসি তামাশা থাকুক, কারণ শিশিরের ছোট্ট ফোঁটায় হৃদয় তার সকালে খুঁজে পায় এবং সতেজ হয়। ❞

– খলিল জিবরান

bondhu-ebong-bondhuto-niye-ukti

#৮. ❝সত্যিকারের বন্ধু এমন একজন যে সর্বাবস্থায় আপনার পাশে আছে ।❞ 

– লেন ওয়েইন

#৯. ❝ একজন মানুষের সমস্ত সম্পদের মধ্যে সব থেকে মূল্যবান সম্পদ হলো বন্ধুত্ব।❞

– চার্লস ডারউইন

#১০.  ❝প্রকৃত বন্ধু দুঃসময়ে ভালোবাসা প্রকাশ করে, সুসময়ে নয়।❞

– ইউরিপিডিস

আরও পড়ুন:👉 ভালোবাসা নিয়ে কিছু উক্তি

#১১. ❝বন্ধু হলো এমন একজন যে আপনাকে খুব ভালো করে জানে এবং যাই হোক না কেন আপনাকে পছন্দ করে।❞

– গ্রেগ ট্যাম্বলিন

#১২. ❝বন্ধুত্ব আনন্দকে দ্বিগুন করে এবং দুঃখকে দূরীভূত করে।❞

– মার্কাস ট্যালিয়াস সিসরো

bondhu-ebong-bondhuto-niye-ukti

#১৩. ❝আমি একা আলোতে হাটার চেয়ে অন্ধকারে বন্ধুর সাথে হাঁটতে চাই।❞

– হেলেন কেলার

#১৪. ❝আমার সব থেকে সেরা বন্ধু সে-ই, যে আমার থেকে সেরাটা বের করে আনতে পারে।❞

– হেনরি ফোর্ড

 #১৫. ❝সত্যিকারের বন্ধুত্ব হচ্ছে সুস্বাস্থ্যের মতো, একবার হারিয়ে গেলে তার মূল্য বোঝা যায়।❞ 

– চার্লস কালেব কল্টন

#১৬. ❝ সত্যিকারের বন্ধু পাশে থাকলে কোনকিছুকে আর ভয় লাগে না।❞

– বিল ওয়াটারসন

#১৭. ❝এমন একদল বন্ধুর সন্ধান করুন যারা আপনাকে চ্যালেঞ্জ জানায় এবং অনুপ্রাণিত করে; তাদের সাথে প্রচুর সময় ব্যয় করুন এবং এটি আপনার জীবন বদলে দেবে।❞

– অ্যামি পোহলার

#১৮. ❝যখন আপনার পাশে সঠিক বন্ধু থাকে সমর্থন করার জন্যে তখন যেকোনো কিছুই সম্ভব। ❞ 

– মিস্টি কোপল্যান্ড

#১৯. ❝জীবনের সব থেকে বড় উপহার হলো বন্ধুত্ব এবং এটি আমি পেয়ে গেছি।❞

– হুবার্ট  এইচ  হামফ্রে

#২০. ❝আপনি যখন কোনো  জড়িয়ে কেলেঙ্কারীতে পড়বেন তখন আপনার প্রকৃত বন্ধু কারা তা খুঁজে পাবেন।❞

– এলিজাবেথ টেইলর

আরও পড়ুন:👉 স্বার্থপরতা নিয়ে উক্তি

#২১. ❝বন্ধু হলো এমন একজন যে জানে আপনি কেমন আছেন, বোঝে আপনি কোথায় ছিলেন এবং সর্বাবস্থায় আপনাকে গ্রহণ করে ও বেড়ে উঠতে সাহায্য করে।❞

– উইলিয়াম শেক্সপিয়ার

#২২. ❝নতুন বন্ধুদের সম্পর্কে দুর্দান্ত জিনিস হ’ল তারা আপনার আত্মায় নতুন শক্তি নিয়ে আসে।❞

– শানা রদ্রিগেজ

#২৩. ❝সত্যিকারের বন্ধু হলো সেই যে আপনার ব্যর্থতাকে উপেক্ষা করে এবং সফলতাকে গ্রহণ করে।❞ 

#২৪. ❝আসল বন্ধুত্ব সত্যিকারের কবিতার মতো অত্যন্ত বিরল – এবং মুক্তোর মতো মূল্যবান।❞

– তাহার বেন জেলুন

bondhu-ebong-bondhuto-niye-ukti

#২৫. ❝বন্ধু ছাড়া জীবন একটা ভয়ানক ,কুৎসিত, জঘন্য জায়গা।❞

– সারাহ ডেসেন

#২৬. ❝বন্ধুত্ব দুটি জিনিস দ্বারা নির্মিত – শ্রদ্ধা এবং বিশ্বাস। উভয়ই থাকতে হবে এবং এটি পারস্পরিক হতে হবে। আপনি কারও প্রতি শ্রদ্ধা রাখতে পারেন, কিন্তু যদি বিশ্বাস না থাকে তবে বন্ধুত্ব চূর্ণ হয়ে যায়।❞

– স্টেগ লারসন

#২৭. ❝বন্ধুর মাঝে আমি নিজের দ্বিতীয় সত্তাকে খুঁজে পাই।❞

– ইসাবেল নর্টন

#২৮. ❝একজন বন্ধু আপনাকে এমন জিনিস বলতে পারে যা আপনি নিজের কাছে বলতে চান না।❞

– ফ্রান্সিস ওয়ার্ড ওয়েলার

#২৯. ❝ বন্ধুরা হলো এমন সব বিরল মানুষ যারা জিজ্ঞাসা করে আমরা কেমন আছি এবং এর উত্তরের অপেক্ষায় থাকে ।❞

– এড কানিংহাম

#৩০. ❝বন্ধু হলো এমন এক আত্মীয় যা আপনি নিজের জন্যে পছন্দ করতে পারবেন।❞

– ইউস্টেচ ডেক্যাম্পস

#৩১. ❝একটি গোলাপে আমার একটি বাগান হতে পারে, কিন্তু একটি বন্ধু আমার পুরো পৃথিবী।❞

– লিও বাসকাগলিয়া

#৩২. ❝একজন বন্ধু মনের খবর জানে এবং যখন আমাদের স্মৃতি ব্যর্থ হয় তখন তা পাঠ করে শোনায়।❞ 

– ডোনা রবার্টস

আরও পড়ুন:👉 স্মৃতি নিয়ে উক্তি

#৩৩. ❝বন্ধুত্বটা অনেকটা এমন যে , আপনি সকাল ৪ টা থেকে কল করতে পারবেন, কিন্তু বিভ্রান্তিতে পরবেন না।❞

– মারলিন ডায়েট্রিচ

#৩৪. ❝এটা সত্যি যে, দুর্দান্ত বন্ধু খুঁজে পাওয়া কঠিন, ছেড়ে যাওয়াও কঠিন এবং ভুলে যাওয়া অসম্ভব।❞

– জি রেন্ডলফ

#৩৫. ❝সত্যিকারের বন্ধুরা কখনও আলাদা হয়ে যায় না। হয়ত কিছুটা দূরত্বের সৃষ্টি  হয় তবে কখনও মন থেকে মুছে যায় না।❞

#৩৬. ❝কোনও বন্ধুত্বই কোন দুর্ঘটনা নয়।❞

#৩৭. ❝সত্যিকারের বন্ধুত্ব হীরার মতো – উজ্জ্বল, সুন্দর, মূল্যবান এবং সর্বদা শৈল্পিক হয়।❞

– নিকোল রিচি

#৩৮. ❝সময় বন্ধুত্বে দূরত্ব তৈরি করে না, বা বিচ্ছেদও করে না❞

– টেনেসি উইলিয়ামস

#৩৯. ❝পৃথিবী কেন এত জটিল, যখন বন্ধুত্বের মতো এত সহজ উপহারটি আমাদের হাতে রয়েছে।❞

– মারিয়া শ্রীবর

#৪০. ❝বন্ধুত্ব হলো একটি  পরিবারের মতো।❞

– জেস সি স্কট

#৪১. ❝সত্যিকারের বন্ধুরা সবসময় আত্মার সাথে একত্রে মিশে  থাকে।❞

– এলএম মন্টগোমারি

#৪২. ❝আমার পিছনে চলো না; আমি নেতৃত্ব দিতে পারবো না। আমার সামনে হেঁটো না; আমি অনুসরণ করতে পারবো না। শুধু বন্ধু হয়ে আমার সাথে হাঁটো।❞

– অ্যালবার্ট ক্যামুস

#৪৩. ❝ভুয়া বন্ধুত্ব একটি দেয়ালে বসবাস করা ছত্রাকের মতো, যা ধীরে ধীরে দেয়ালগুলি ধ্বংস করে দেয়। কিন্তু সত্যিকারের বন্ধুত্ব জীবনকে নতুন মাত্রায় পৌঁছে দেয়।❞

– রিচার্ড বার্টন

#৪৪. ❝সর্বোত্তম বন্ধু হওয়ার একমাত্র উপায় হলো একই মনোভাব পো্ষণ করা ।❞

– রালফ ওয়াল্ডো এমারসন

bondhu-ebong-bondhuto-niye-ukti

#৪৫. ❝বন্ধু হচ্ছে এমন কেউ যে আত্মবিশ্বাস বৃদ্ধি করতে সাহায্য করে।❞

– হাইডি উইলস

#৪৬. ❝সত্যিকারের ভালোবাসা যেমন বিরল, সত্যিকারের বন্ধুত্ব তার থেকেও অধিক দূলর্ভ।❞ 

– জিন ডে লা ফন্টেইন

#৪৭. ❝ অনেক লোক আপনার জীবনে আসবে এবং চলে যাবে তবে কেবল সত্যিকারের বন্ধুরা আপনার হৃদয়ে পদচিহ্ন রেখে যাবে।❞

– এলানোর রুজভেল্ট

#৪৮. ❝ আপনার সঙ্গ ছাড়া আর কিছু চায় না এমন কাউকে খুঁজে পাওয়া কতই না সুন্দর!❞ 

– ব্রিজিট নিকোল

#৪৯. ❝ বন্ধুরা আহত হৃদয়ের ওষুধ এবং একটি আশাবাদী আত্মার জন্য ভিটামিনস্বরুপ।❞ 

– স্টিভ মারাবলি

#৫০. ❝ সত্যিকারের বন্ধুত্বটি তখন হয় যখন দুটি বন্ধু বিপরীত দিকে চলতে পারে, তবুও পাশাপাশি থাকে।❞ 

– জশ গ্রেসন

আরও পড়ুন:👉  ইংরেজি উক্তি বাংলা অর্থ সহ

#৫১. ❝নিকটবর্তী বন্ধুরা হলো জীবনের এক অমূল্য সম্পদ। কখনো তারা আমাদের নিজেদের থেকেও ভালো করে আমাদের জানে। সততার সাথে তারা আমাদের সমর্থন করে এবং পথ দেখায়, আমাদের হাসি ও অশ্রু ভাগ করে নেয়। তাদের উপস্থিতি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা কখনোই একা নই।❞ 

– ভিন্সেন্ট ভ্যান গঘ

#৫২. ❝বন্ধু ও ভালো ব্যবহার আপনাকে এমন জায়গায় নিয়ে যেতে পারবে যেখানে অর্থ যাবে না ।❞ 

– মার্গারেট ওয়াকার

#৫৩. ❝বন্ধু ছাড়া একটি দিন মধু ছাড়া মৌচাকের মতো। ❞

– উইনি দ্য পো

#৫৪. ❝তিনটি জিনিস রয়েছে যা সময়ের সাথে আরও মূল্যবান হয়; জ্বালানোর জন্য পুরানো কাঠ, পড়ার জন্য পুরানো বই এবং উপভোগের জন্য পুরানো বন্ধু।❞

#৫৫. ❝সত্যিকার বন্ধুদের জন্য এমন কিছু নেই যা আমি করব না।❞ 

– জেন অস্টেন

#৫৬. ❝সত্যিকারের বন্ধুত্ব এমন একটি  উদ্ভিদের মত যা খুবই ধীরে বৃদ্ধি পায়।❞

– জর্জ ওয়াশিংটন

#৫৭. ❝একমাত্র সত্যিকারের বন্ধুই আয়নায় আপনার হৃদয় দেখাতে পারবে।❞ 

– ক্রিস্টিন হানাহ

#৫৮. ❝যতক্ষণ আমরা একই আকাশকে নিচে বাস করি এবং একই বাতাসে শ্বাস ফেলি, ততক্ষণ পর্যন্ত আমরা এক সাথে আছি।❞ 

– ডোনা লিন হোপ

আরও পড়ুন:👉 আকাশ নিয়ে উক্তি । Best Sky Quotes In Bengali

#৫৯. ❝যে বন্ধুটি দূরে থাকে সে কখনও কখনও আমার হাতের চেয়েও বেশি কাছের হয়।❞

#৬০. ❝দূরত্ব কি সত্যিকার অর্থেই বন্ধুদের মাঝে বিভেদ তৈরি করতে পারে! আপনি যদি নিজের প্রিয় ব্যক্তিটিকে মন থেকে ভালোবাসেন, তবে আপনি কি ইতিমধ্যে সেখানে পৌঁছান নি?❞

– রিচার্ড বাখ

আপনি Tumi Parbe YouTube Channel এর বন্ধুত নিয়ে সেরা ২০টি বাণী ও উক্তির ভিডিওটিও দেখতে পারেন:

#৬১. ❝সময় পার হওয়ার সাথে সাথে প্রকৃত বন্ধুত্ব ভেঙে দেয়া উচিত নয় এবং স্থান বিচ্ছিন্ন হওয়ার কারণে বন্ধুত্বে দুর্বলতা  তৈরি করা  উচিত নয়।❞

#৬২. ❝দূরত্ব তখন খুবই অল্প মনে হয়, যখন বন্ধুত্বের মর্মাথ তার বেশি অর্থবহ হয়।❞

– টম ম্যাকনিয়েল

#৬৩. ❝যদি কখনো এমন কোনও সময় আসে যখন আমরা একসাথে থাকতে পারছি না, তখন আমাকে মনে করো। আমি সেখানে চিরকাল থাকব।❞

– এ. এ. মিল্নি

#৬৪. ❝আমাদের হৃদয়ে এমন কিছু বন্ধুত্বের দাগ অংকিত রয়েছে যা সময় এবং দূরত্ব দিয়ে কখনই মুছে যাবার নয়।❞

#৬৫. ❝দূরত্ব বা সময়ের গতি কখনোই এমন কোন বন্ধুত্বের মাঝে ফাটল সৃষ্টি করতে পারে না, যারা একে অপরের প্রতি সদয় এবং সন্তুষ্ট।❞

– রবার্ট সাউদি

#৬৬. ❝দূর-দূরান্তে  থাকা বন্ধুত্বের মধ্যে জাদু রয়েছে। তারা আপনাকে অন্য মানুষের সাথে এমনভাবে সম্পর্কযুক্ত করিয়ে দেয় যা আপনার আত্ববিশ্বাসকে আরও বাড়িয়ে দেয়।❞

– ডায়ানা কর্টেস

#৬৭. ❝নিজেকে গুছিয়ে তোলার সর্বোত্তোম উপায় হলো একজন ভালো বন্ধুকে খুঁজে পাওয়া।❞ 

– আন কায়সার স্টার্ন

#৬৮. ❝নতুন লোককে জানা এবং নতুন বন্ধু অর্জন করা জীবনের অন্যতম বৃহৎ আনন্দ। সুতরাং আপনার ভয়কে জয় করুন এবং ভালো কোনো বন্ধুর খোঁজ করুন।❞

– টনি ক্লার্ক

#৬৯. ❝আপনি প্রতিনিয়ত যার যার সাথে সাক্ষাত করেন তাদের প্রতি সত্যই আগ্রহী হন, দেখবেন তারাও আপনার প্রতি সত্যই আপনার আগ্রহী হবে।❞ 

– রাশেদ ওগুনালারু

#৭০. ❝যেহেতু একজন ভালো বন্ধু থাকার চেয়ে উত্তম আর কোনো  সম্পদ নেই, তাই তাদের কখনই হারাতে  দিবেন না।❞ 

– ফ্রান্সেসকো গুইসিয়ার্ডিনি

#৭১. ❝প্রতিটি নতুন বন্ধু এক একটি নতুন অভিজ্ঞতা, এক একটি নতুন স্মৃতির সূচনা।❞

– প্যাট্রিক লিন্ডসে

আরও পড়ুন:👉 মধ্যবিত্ত নিয়ে উক্তি

#৭২. ❝একজন বন্ধু হয়তো কোনো অপরিচিত মুখের পিছনে অপেক্ষা করা ব্যাক্তি।❞

– মায়া অ্যাঞ্জেলো

#৭৩. ❝আপনি আপনার যেসব বন্ধুর সাথে সাক্ষাত করেন তারা এমন কিছু জানেন যা আপনি জানেন না, তবে তা আপনার জানা দরকার। সুতরাং তাদের কাছ থেকে শিখুন।❞ 

#৭৪. ❝নতুন করে শুরু করাকে ভয় পাবেন না। নতুন মানুষ, নতুন শক্তি, নতুন চারপাশ থেকে লজ্জা পাবেন না। সুখের নতুন এই সম্ভাবনাকে জড়িয়ে ধরুন।❞

– বিলি চাপাটা

#৭৫. ❝প্রতিটি নতুন বন্ধুত্ব আপনার জীবনকে আবার নতুন করে উপলব্ধি করাতে পারে, কারণ একটি নতুন বন্ধুত্ব আপনার ভিতরে একটি নতুন দরজার উন্মোচন করে দেয়।❞

– কেট ডিকিমিলো

#৭৬. ❝বন্ধুর চেয়ে ভাল আর কিছুই হতে পারে না, যদি তার সাথে চকোলেট থাকে।❞

– লিন্ডা গ্রেসন

#৭৭. ❝একজন সত্যিকারের বন্ধু এমন কেউ, যিনি ভাবেন যে আপনি একটি ভাল ডিম যদিও তিনি জানেন যে আপনার মাঝে কিছুটা ফাটল রয়েছে ।❞

– বার্নার্ড মেল্টজার

#৭৮. ❝যেসব বন্ধুদের সাথে থাকতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন না, এমন বন্ধুবান্ধব কখনোই তৈরি করবেন না। এমন বন্ধুর খোঁজ করুন যারা আপনাকে কখনো দূরে থাকতে দেয় না।❞

– টমাস জে ওয়াটসন

#৭৯. ❝সত্যিকারের বন্ধুবান্ধবদের মধ্যে সবচেয়ে সুন্দর বিষয়টি  হলো তারা আলাদা না হয়েও আলাদাভাবে বেড়ে উঠতে পারে।❞

– এলিজাবেথ ফোলি

#৮০. ❝প্রতিটি বন্ধু আমাদের মধ্যে একটি বিশ্বের প্রতিনিধিত্ব করে এবং এই বন্ধুত্বের মাধ্যমেই একটি নতুন বিশ্বের জন্ম হয়।❞

– আনাইস নিন

#৮১. ❝জীবনকে আমরা আংশিকভাবে তৈরি করি এবং বাকি অংশ আমাদের বন্ধুদের মাধ্যমে তৈরি হয়।❞

#৮২. ❝আপনি আপনার বন্ধুদের সাথে যা বলেছিলেন বা যা কিছু করেছিলেন তা তারা ভুলে যেতে পারে তবে আপনি যেভাবে তাদের অনুভূতি তৈরি করেছেন তা তারা কখনই ভুলবে না।❞

– কার্ল ডব্লু বুচেনার

কিছু শেষ কথা:

একটা বন্ধু সত্যি আপনার জীবনে অনেক প্রভাব ফেলতে পারে। তাই ভালো বন্ধু খুঁজুন আর যদি আপনার কাছে আগে থেকেই ভালো বন্ধু থাকে তাহলে সেই বন্ধুত্ব টিকিয়ে রাখার চেষ্টা করুন। 

আশা করছি যে এই বন্ধু এবং বন্ধুত্ব নিয়ে উক্তি (Friend & Friendship Quotes In Bengali) আপনার ভালো লেগেছে। যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ব্লগ পোস্টটি শেয়ার করবেন। ধন্যবাদ!

👉 যোগ্যতা নিয়ে উক্তি

👉 বাবা নিয়ে উক্তি

👉 রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি

👉 সুখ নিয়ে উক্তি

👉 মৃত্যু নিয়ে উক্তি

👉 স্বপ্ন নিয়ে উক্তি

Recommended Reading...

hasi-niye-ukti

By Shankhachur

আমি Shankhachur, Bangla Kobita Blog এর ফাউন্ডার। এইখানে আপনি বাংলা কবিতা, বাংলা উক্তি, এবং আরও অনেক পোস্ট পড়তে পারবেন। ধন্যবাদ!

Best Friendship Quotes in Bengali বেস্ট ফ্রেন্ড বন্ধুত্ব ও প্রিয় বন্ধু নিয়ে স্ট্যাটাস ছবি উক্তি ক্যাপশন কবিতা ছন্দ ও কিছু কথা

বেস্ট ফ্রেন্ড, বন্ধুত্ব ও প্রিয় বন্ধু নিয়ে স্ট্যাটাস ছবি উক্তি ক্যাপশন কবিতা ছন্দ ও কিছু কথা Friendship Quotes in Bengali

বন্ধু ও বন্ধুত্বের সম্পর্ক হল মানব সমাজকে দেওয়া ভগবানের শ্রেষ্ঠ উপহার। সত্যিকারের প্রকৃত বন্ধুত্বের সম্পর্ক সৃষ্টি হয় দুজন মানুষের একে ওপরের প্রতি গভীর ভালোবাসা, বিশ্বাস ও ভরসার মাধ্যমে। আর এই সত্যিকারের বন্ধুত্বের কথা মাথায় রেখে আজকের প্রতিবেদনে আপনাদের সামনে উপস্থাপন করছি ১০০০ টি সেরা “ বন্ধু নিয়ে স্ট্যাটাস ছবি উক্তি ক্যাপশন কবিতা ছন্দ ও কিছু কথা ” (Best Friendship Quotes in Bengali)। এই বন্ধুত্ব নিয়ে ক্যাপশন গুলো Copy Paste করে আপনি খুব সহজেই Facebook ও Whatsapp এর মাধ্যমে আপনার বেস্ট ফ্রেন্ডকে পাঠাতে পারবেন।

Note : প্রতিটি ছবির উপরে বামদিকে ↖️ দেওয়া Share button ব্যবহার করে আপনি ছবিগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে Share 🚀 করতে পারবেন।

কলিজার বন্ধু নিয়ে স্ট্যাটাস বাংলা

1. বন্ধু বলে ডেকেছো যাকে, সে কি ভুলতে পারে তোকে, আগেও ছিলাম ভালোবেসে , আজও আছি তোমার পাশে।

কলিজার বন্ধু নিয়ে স্ট্যাটাস বাংলা

2. বেস্ট ফ্রেন্ড হলো সেই, যে আপনাকে মায়ের মতো করে আগলে রাখবে, পিতার মতো করে শাসন করবে, বোনের মতো খুনসুটি, ভাইয়ের মতো জ্বালাতন করবে আর ভালবাসবে প্রিয় মানুষটির থেকেও বেশী।

3. সত্যিকারের বন্ধু জীবন থেকে হারিয়ে যেতে পারে, কিন্তু মন থেকে নয়। সত্যিকারের ভালোবাসার মানুষ জীবন থেকে চলে যেতে পারে, কিন্তু হৃদয় থেকে নয়।

4. বন্ধু তুমি গেলে কোথায় ‘আমায় না বলে’, আজও আমি চেয়ে আছি তোমার পথের পানে চেয়ে, জানি তুমি আসবে ফিরে ‘একদিন হঠাৎ করে’, সে দিনও দেখবে বন্ধু আমি, যাই নি তোমায় ভুলে।

5. আমি সেই বৃষ্টি হতে চাইনা, যে বৃষ্টিতে হয় বন্যা, আমি সেই আকাশ হতে চাইনা, যে আকাশে মেঘ হয়, আমি এমন কোনো বন্ধু চাইনা, যে নতুন কাউকে পেয়ে আমাকে যাবে ভুলে।

6. আমি মুছে দিব তোর চোখের জল, বন্ধু ভেবে আমায় সব কিছু খুলে বল। সুখ দুঃখের সাথী হয়ে রইব তোর সাথে, এটুকু বিশ্বাস থাকলে হাত রাখ হাতে।

7. মানুষের জীবনে এমন কিছু সময় আসে, নিজেকে যখন অসহায় মনে হয়, তখন নিঃস্বাথ্র্ ভাবে যে পাশে দাড়ায় সে হল সত্যিকারের বন্ধু।

8. মেঘের মতো আমি চেয়ে থাকি, চাঁদের মতো হাসি, তারার মতো জ্বলতে থাকি, বৃষ্টির মতো কাঁদি, বন্ধু আমি দূর থেকে শুধু তোমার কথা ভাবি।

9. তোমাকে কাছে না পাওয়ার যন্ত্রনা যে কি বন্ধু, তোমার হলে তুমি বুঝতে, তোমাকে দোষ দিব না, দোষ আমার, আমি তোমাকে আমার ভালোবাসা দিয়ে, পারলাম না আগলে রাখতে। তাই ছুটে চলেছ বহুদূরে….

10. বন্ধু মানে জোসনা ভেজা গলপো বলা রাত.. বন্ধু মানে ভালোবাসার শিক্ত দুটি হাত.. বন্ধু মানে মনের যত গোপন কথা বলা.. বন্ধু মানে তোমার সাথে সারা জীবন চলা…

বন্ধু নিয়ে কবিতা

1. যেমন ছিলাম তেমন আছি, বন্ধু তোমার পাশাপাশি, ভাবছো হয়তো ভুলে গেছি, কেন ভাবছো মিছে-মিছি। যদি তোমায় ভুলে যেতাম, তাহলে কি আর এসএমএস করতাম?

বন্ধু নিয়ে কবিতা

2. বন্ধু মানে অবহেলা নয়, বন্ধুকে আপন করে নিতে হয়, বন্ধু হল সুখ- দুঃখের সাথী।

3. বিধাতার হাতে লিখা, কার সাথে কার হবে দেখা। কেউ যানে না কবে কখন , কার সাথে গিয়ে মিলবে জীবন। তবুও থাকে একটি চাওয়া, মনের মত বন্ধু পাওয়া।

4. রাতের রঙ কালো, জোসনা দেয় আলো। আকাশের রঙ নিল, তারা ঝলে ঝিলমিল। গোলাপের রঙ লাল, আমাদের বন্ধুত্ব থাকবে চিরকাল।

5. প্রানের চেয়ে প্রিয় তুমি বন্ধু আমার, হাজার বছর বেঁচে রবে বন্ধুত্ব দুজনার।

6. ভালো লাগার কিছু স্বপ্ন, মন ছুঁয়ে যায়, ভালো লাগার কিছু গল্প, জীবন রাঙায়, ভালো লাগার কিছু মানুষ, বন্ধু হয়ে রয়, ভুলতে চাইলেও তাকে ভুলার মত নয়।

7. যে তোমার শুখে আনন্দিত হয়, যে তোমার কষ্টে দুঃখ পায়, যে তোমার নিরবতার কারন খোঁজে, সে ই তোমার প্রকৃত বন্ধু।

8. হয়তো সময় যাবে থেমে, হয়তো সুর্য যাবে ডুবে, হয়তো কেউ রবে না পাশে, ভয় পেয় না তুমি হবেনা একা, হাত বাড়ালেই পাবে তুমি তোমার বন্ধুর দেখা।

9. দিন যদি হারিয়ে যায়, দিগন্তের কাছে। ফুল যদি ঝরে যায়, বেলা শেষে। রাত যদি হারিয়ে যায়, তারার দেশে, জেনে রেখো বন্ধু, আমি থেকে যাব তোমার পাশে।

10. প্রকৃত বন্ধু আর ছায়ার মাঝে অনেকটাই মিল আছে। কারণ, প্রকৃত বন্ধু সুখে দুঃখে ছায়ার মতো থাকে পাশে।

Best Friend বন্ধুত্ব নিয়ে ক্যাপশন বাংলা

1. একটা জীবন মানে একটা গল্প, একটা মন মানে একটা ভালোবাসার মন্দির, একটা প্রেম মানে একটা সোনালি স্বপ্ন , একটা মিলন মানে একটা সুখের সর্গ , আর একটা বন্ধু মানে বেঁচে থাকার প্রেরনা।

Best Friend বন্ধুত্ব নিয়ে ক্যাপশন বাংলা

2. যে মানুষ হাজার কষ্টের মাঝেও তার প্রিয় মানুষ টিকে মনে রাখে। সে সত্যিকার অর্থে ঐ প্রিয় মানুষটিকে ভালবাসে। সে তাকে কখনো ভুলতে পারে না। সে হল আমার প্রিয় বন্ধু।

3. বন্ধু যদি হও, মেঘ এর মত, দুরে যেতে দিব না তো, বন্ধু যদি হও, পাখির মতো, উড়ে যেতে দিবো না তো, কি করে বোঝাবো তোমায় মিস করছি কতো।

4. জীবনে যদি কেউ সত্যিই মন দিয়ে বন্ধুত্ব করে, তাহলে তাকে হারিয়ে যেতে দিওনা… কারণ…… চোখের জল হয়তো মোছা যায়, কিন্তু হৃদয়ের কান্না কোনো ভাবেই মুছতে পারবে না।

5. যে মানুষটি তোমার বিপদের সময় এড়িয়ে সুখের সময় কাছে থাকে সে তোমার প্রকৃত বন্ধু হতে পারেনা। বরং যে মানুষটি তোমার বিপদের সময় পাশে থাকে সেই তোমার প্রকৃত বন্ধু।

6. সবাই আমার বুন্ধু নয়। আবার, আমার বন্ধু সবার মত নয়। সে আমার কথা মনে রাখে শত কাজের ভিরে। ফ্রী হলে ডাকিও আমায়, আছি আমি তোমার দুয়ারে।

7. জীবনে যদি এমন একজন বন্ধু না থাকে যার কাছে সমস্ত কথা বলা যায়, তাহলে তা নেশাগ্রস্ততা বা ওবেসিটির মতোই স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকারক।

8. আমাদের সর্ম্পকটার কোন নাম নেই, নেই সংজ্ঞায়িত করার কোন ভাষা, কখনো মনে হয় শুধু ‘বন্ধুত্ব’, কখনো বা ভাবি, না ‘ভালোবাসা’।

9. জীবন হেরে যায় ‘মৃত্যুর’ কাছে, ‘সুখ’ হেরে যায় ‘দুঃখের’ কাছে, ‘ভালবাসা’ হেরে যায় ‘অভিনয়ের’ কাছে, আর অহংকার হেরে যায় ‘বন্ধুত্বের’ কাছে।

10. ঘুমহীন রাতে, জানালার ধারে, আধ খানি চাদ ওই হাসে, আধ বোঝা চোখে, খুজি চারিদিকে, বন্ধু তুই নেই পাশে।

বন্ধু নিয়ে স্ট্যাটাস ছবি কষ্টের

1. কিছু হয় নি শোনার পরেও, ‘আরে বল না কি হয়েছে’ বলার মতো একজন বন্ধু প্রত্যেকের প্রয়োজন।

বন্ধু নিয়ে স্ট্যাটাস ছবি কষ্টের

2. প্রেম মানে, আমি তোমাকে ছাড়া বাঁচবো না…. আর,বন্ধুত্ব মানে, আমি থাকতে তোর কিছু হতে দেবো না…

3. একটা কথা মানতেই হবে, বন্ধুগুলো ছিলো বলেই অনেক কষ্টের মুহূর্ত হাসিমুখে কাটিয়ে দিতে পেরেছি।

4. তুমি যত বড় হবে, তত বুঝতে পারবে, বন্ধুত্ব একটি আলাদা সম্পর্ক, বন্ধু হারানো সত্যিই খুব কষ্টের… কারণ প্রেমিক প্রেমিকা হারালে তার দুঃখ কাটিয়ে ওঠা যায়, কিন্তু বন্ধু হারালে তার দুঃখ কাটিয়ে উঠতে সারা জীবন লেগে যায়…

5. প্রকৃত বন্ধুত্বের চেয়ে মূল্যবান এই পৃথিবীতে আর কিছুই নেই। – টমাস অ্যাকুইনা

6. সত্যিকারের বন্ধুত্ব আনন্দকে দ্বিগুন করে এবং দুঃখকে দূরীভূত করে।– মার্কাস ট্যালিয়াস সিসরো

7. নতুন বন্ধুদের সম্পর্কে দুর্দান্ত জিনিস হল তারা আপনার আত্মায় নতুন শক্তি নিয়ে আসে। – শানা রদ্রিগেজ

8. আসল বন্ধুত্ব সত্যিকারের কবিতার মতো অত্যন্ত বিরল এবং মুক্তোর মতো মূল্যবান। – তাহার বেন জেলুন

9. সত্যিকারের বন্ধু হলো সেই, তুমি কোনো দিন হাসবে না জেনেও যে তোমায় হাসাতে পারে।

10. চেহারা যদি অচেনা হয়, তাহলে সেটা কোনো বড় বিষয় হয়ে দাঁড়ায় না। কিন্তু বন্ধু যখন অচেনা হয়ে যায় তখন সেটা সত্যিই মনকে কষ্ট দেয়।

বেস্ট ফ্রেন্ড স্ট্যাটাস বাংলা

1. একটি বই একশ বন্ধুর চেয়ে ভালো, একটি বেস্ট ফ্রেন্ড একটি লাইব্রেরির সমান।

বেস্ট ফ্রেন্ড স্ট্যাটাস বাংলা

2. বন্ধু মানে জোসনা ভেজা গল্প বলা রাত.. বন্ধু মানে ভালোবাসায় শিক্ত দুটি হাত.. বন্ধু মানে মনের যত গোপন কথা বলা.. বন্ধু মানে তোমার সাথে সারা জীবন চলা।

3. কে তোমার বেস্ট ফ্রেন্ড সেটা তখনই বুঝবে, যখন তোমার কাউকে খুব প্রয়োজন হবে !!!

4. একটা ভাল গান 5 মিনিটের জন্য, একটা ভাল ছবি 3 ঘন্টার জন্য, একটা ভাল কলেজ 2 বছরের জন্য, আর একটা ভাল বন্ধু সারা জীবনের জন্য।

5. বুকের ভিতর মন আছে, মনের ভিতর তুমি, বন্ধু হয়ে তোমার হৃদয়ে থাকতে চাই আমি।

6. দুঃখ আছে বলে সুখের এত দাম, রাত আছে বলে দিনের এত সুনাম, সূর্য আছে বলে চাঁদের এত অভিমান, আর বন্ধু তোমরা আছো বলে আমি এই কবিতা লিখলাম।

7. রাতে যেমন চন্দ্র থাকে সঃঙ্গে হাজার তাঁরা, কে আছে আর আঁপন আমার বন্ধু তুমি ছাড়া।

8. জন্ম হল জীবনের শুরু, সুন্দর্য হল জীবনের মাধুর্য, প্রেম হল জীবনের অংশ, মৃত্যু হল জীবনের অন্ত, আর বন্ধুত্ব হল জীবনের জীবন।

9. জীবন হল বাঁচার জন্য, মন হল দেবার জন্য, ভালবাসা হল সারা জীবন পাশে থাকার জন্য, বন্ধুত্ব হলো জীবনকে সুন্দর করার জন্য।

Best Friendship Quotes in Bengali

1. কিছু রাত স্বপ্নের, কিছু স্মৃতি কষ্টের, কিছু সময় আবেগের, কিছু কথা হূদয়ের, কিছু মানুষ মনের, কিছু বন্ধু চিরদিনের।

Best Friendship Quotes in Bengali

2. ভালবাসি বাংলা, ভালবাসি দেশ। ভাল থেকো তুমি, আমি আছি বেশ। ভালবাসি কবিতা, ভালবাসি সুর। কাছে থেকো বন্ধু, যেও নাকো দূর।

3. সকাল তো অনেক হয় বর্ষার মতো নয়, সময় তো অনেক হয় গোধূলীর মতো নয়, রাত তো অনেক হয় পূর্ণিমার মতো নয়, বন্ধু তো অনেক হয় তোমার মতো নয়।

4. দুঃখ তুমি প্রমিস করো, আমায় ছুঁবে না। সুখ তুমি প্রমিস কর, আমায় ছাড়বে না। চোখ তুমি প্রমিস কর, আমায় কাঁদাবে না। আর বন্ধু তুমি প্রমিস কর, আমায় ভুলবে না..!!

5. বন্ধুত্ব এবং গোলাপের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হলো এই যে, গোলাপ কিছুক্ষণের জন্য টিকে থাকে… কিন্তু বন্ধুত্ব হলো চিরন্তন !!!

6. বন্ধু মানে সুখের সাথী। বন্ধু মনে রাগ। বন্ধু মানে দুঃখ সূখের সমান সমান ভাগ। বন্ধু মানে হালকা হেসে চোখের কোনের জল। বন্ধু মানে মনে পরলে একটা ছোট কল।

7. তুমি কি জান ফুল কেন ফুটে? ‘তুমি দেখবে বলে’। তুমি কি জান আকাশ কেন কাঁদে? ‘তোমার মন খারাপ বলে’। তুমি কি জান তোমাকে সবাই পছন্দ করে কেন? ‘তুমি খুব ভাল বলে’। তুমি কি জান তুমি এত ভালো কেন? ‘তুমি আমার বন্ধু’ বলে।

8. বুকের ভিতর মন আছে, মনের ভিতর তুমি, বন্ধু হয়ে তোমার হৃদয়ে থাকতে চাই আমি…

9. বন্ধু তুমি আমার হৃদয়ের বাধন, আছো তুমি, থাকবে আমার…. মিশে এ হৃদয়ে সারাটি জীবন। বন্ধু তুমি আমার ভোরের পাখি, হারিয়ে গেলে কভু দূর অজানায় আমায় তুমি খুজে নিবে নাকি? বন্ধু তুমি আমার আশার আলো, দুই নয়নে তুমি ছাড়া আমি….যেন দেখি সব আধার কালো..।

10. বন্ধু তোমায় খুব বেশি মনে পড়ে যেন পৃথিবীর সব হারিয়ে ফেলি, একবার তুমি চোখের আড়াল হলে। বন্ধু তুমি আমার ভালবাসার বাঁধন, আছো তুমি থাকবে ভালবাসায়, আমার হৃদয়ে হাজার জনম জনম।

বন্ধু নিয়ে উক্তি

1. একটা ভালো বই ১০০ জন বন্ধুর সমান, কিন্তু একজন ভালো বন্ধু একটা লাইব্রেরীর সমান। – এপিজে আব্দুল কালাম

2. যদি থাকে বন্ধুর মন, গাং পাড় হইতে কতক্ষন। – জীবনানন্দ দাশ

3. যে সবার বন্ধু সে আসলে কারও বন্ধুই নয়। — অ্যারিস্টোটল

4. একজন ভালো বন্ধুর মত নির্ভরযোগ্য আর বিশ্বস্ত কিছুই নেই। — জেনিফার অ্যানিস্টন

5. উত্তম বন্ধুর পরিচয়ঃ ১. যখন সাক্ষাৎ হয় তখন সে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়। ২. তার পাশে বসলে ঈমান বৃদ্ধি পায়। ৩. তার সাথে কথা বললে নিজের জ্ঞান বৃদ্ধি পায়। ৪. তার কাজ- কর্ম দেখলে আখিরাতের কথা স্মরণ হয়।

6. পুলিশ আপনার বন্ধু, নিরাপত্তার যে কোনো প্রয়োজনে পুলিশের সহায়তা নিন। – বাংলাদেশ পুলিশ

7. সত্যিকারের বন্ধুত্ব হচ্ছে সুস্বাস্থ্যের মতো, একবার হারিয়ে গেলে তার মূল্য বোঝা যায়। – চার্লস কালেব কল্টন

8. নিয়তি তোমার আত্মীয় বেছে দেয়, আর তুমি বেছে নাও তোমার বন্ধু। – জ্যাক দেলিল

9. বন্ধু ছাড়া একটি দিন মধু ছাড়া মৌচাকের মতো। – উইনি দ্য পো

10. তিনটি জিনিস রয়েছে যা সময়ের সাথে আরও মূল্যবান হয়; জ্বালানোর জন্য পুরানো কাঠ, পড়ার জন্য পুরানো বই এবং উপভোগের জন্য পুরানো বন্ধু। – হেনরি ফোর্ড

বন্ধুত্ব নিয়ে কবিতা

1. বন্ধু তুমি একা হলে আমায় দিও ডাক, গল্প করবো তোমার সাথে আমি সারা রাত। তুমি যদি কষ্ট পাও আমায় দিও ভাগ, তোমার কষ্ট শেয়ার করব, হাতে রেখে হাত।

বন্ধুত্ব নিয়ে কবিতা

2. আৱসি, কোলা, লেমন, বন্ধু তুমি কেমন? চিড়া, মুড়ি, খই, বন্ধু তুমি কই?

3. নরমাল হাতের সুইট লেখা, বন্ধু আমি ভেরী একা । চাঁদের গাঁয়ে জোসনা মাখা, মনটা আমার ভিষন ফাকা। ফাকা মনটা পূরণ করো, একটু আমায় স্বরন করো।

4. বন্ধু আমার ‘জানের জান’, SmS শুধু পড়তে চান। লিখতে গেলে ‘মন আনচান’, ব্যালেন্স নিয়ে ‘শুধু টেনশান’। এই করে শুধু ‘টাকা বাচান’, কিপটামী ছেড়ে ‘SmS’ পাঠান।

5. কিছু কিছু পাতা আছে হালকা বাতাসে ঝরে যায়. কিছু কিছু ফুল আছে একটু গরমে শোকিয়ে যায়. আর কিছু কিছু বন্ধু আছে যারা একটুতে অভিমানি হয়।

6. ফুল ফুটে কি হবে, একদিন তো ঝরে যাবে। স্বপ্ন দেখে কি হবে, সকালে তো ভেঙে যাবে। বন্ধু ভেবে কি হবে, বন্ধু তো ভুলে যাবে।

7. আমি ১টা দিন চাই আলোয় আলোয় ভরা। আমি ১টা রাত চাই, অন্ধকার ছারা। আমি ১টা ফুল চাই, সুন্দর সুবাস ভরা। আর ১টা ভাল বন্ধু চাই সবার চেয়ে সেরা।

8. সবাই আমার বুন্ধু নয়, আবার আমার বুন্ধু সবার মত নয়। সে আমার কথা মনে রাখে শত কাজের ভিরে, ফ্রী হলে ডাকিও আমায়, আছি আমি তুমার দুয়ারে।

9. সেই প্রকৃত বন্ধু যে বন্ধুর চোখের প্রথম ফোটা পানি দেখে দ্বিতীয় ফোটা পরার আগে ধরে ফেলে আর ৩য় ফোটা পরার আগে তা হাঁসিতে পরিনত করে।

10. চোখের আড়াল মানে হারিয়ে যাওয়া নয়, হারিয়ে গেলে খুজে নিতে হয়, খুজে না পেলে হাত বাড়াতে হয়, হাত ধরে বুঝে নিতে হয়, আসল বন্ধু কয়জনই বা হয়।

বন্ধু নিয়ে ছন্দ

1. বছরের পর বছর চলে যাবে, চোখের অশ্রু শুকিয়ে যাবে, কিন্তু আমাদের বন্ধুত্ব অটুট থাকবে।

বন্ধু নিয়ে ছন্দ

2. হারিয়ে যাব একদিন আকাশের এককোণে, পাবে না আমায় সেদিন, খুঁজবে সব খানে। হাসবো সেদিন ভাসবো তোমার চোখের জ্বলে, সে দিন বুঝবে বন্ধুত্ব মানে কি?

3. কে গো তুমি, নাম কি গো তোমার, তুমি কী পাগল না পাগলি, পর কী শার্ট না শাড়ি, মুখে কী মেকাপ না দাড়ি, হাতে কি ব্যাসলেট না ঘড়ি, তুমি কি নর না নারী, তুমি কি জিন না পরি, আমি কি তোমার বন্ধু হতে পারি?

4. একদিন হয়তো চলে যাবো পূথিবীর শেষ সিমানায়, সে দিনও দেখবে তুমি আছো তোমার কিনারায়। স্মৃতি হয়তো বলবে কথা, বলব নাকো আমি, পারলে দিও মনে একটু জায়গা, যেথাই থাকব আমি। বন্ধু বলো আমায় মনে রাখবে কি তুমি?

5. নয়ন জলে ভাসিয়ে দু চোখ, কাঁদছো কেনো তুমি, এই দেখো তোমার পাশে দাড়িয়ে আছি আমি। তোমার চোখের এক ফোটা জল পড়বে নাকো নিচে, যতো দিন আমি আছি বন্ধু তোমার পাশে।

6. হারিয়ে গেলে খুঁজে নিও, পথ হারালে খুঁজে দিও, দু;খ পেলে সান্তনা দিও, সুখের সময় সঙ্ঘ দিও, বন্ধু ভেবে একটু খবর নিও।

7. স্বপ্ন মানুষকে জাগায়, স্মৃতি মানুষকে কাঁদায়, ভুল মানুষকে শেখায়, প্রেম মানুষকে ভাসাই, কিন্তু বন্ধুত্ব মানুষকে পাল্টই।

8. হাজার মানুষের মধ্যে তুমি একজন, যাকে বন্ধু ভেবে দিয়েছি এ মন, মনের যত দুঃখ কষ্ট সবই বলছি খুলে, কখনো তুমি বন্ধু যেও না আমায় ভুলে।

9. সময় বলে দেয় কে কার কতটা আপন, সময়ের সাথে বদলে যায় অনেক প্রিয়জন, সময়ের সাথে বোঝা যায় কে আপন কে পর, কে বন্ধু কে বা স্বার্থপর।

10. জেগেছে পাখি গাইবে গান, নতুন দিনের আহবান, জেগেছে সুর্য দিবে আলো, দিনটা তোমার কাটুক ভাল, জেগেছে মাঝি তুলবে পাল, বন্ধুকে জানাই শুভ সকাল।

Funny Friendship Quotes in Bengali

1. শয়তান যখন নিজে আসার সময় পায় না, ঠিক তখনই জীবনে তোর মত কোনো একটা বেস্ট ফ্রেন্ড পাঠিয়ে দেয়।

Funny Friendship Quotes in Bengali

2. মনকে সাহসী কর‌তে‌ সাহায্য করে বন্ধু, অসম্ভবকে সম্ভব করতে সহায়তার হাত বাড়িয়ে দেয় বন্ধু, বন্ধু না থাকলে পুরো জীবনটাই অর্থহীন মনে হয়।

3. বন্ধুত্বের গভীরে জমে থাকা না বলা থেকেই শুরু হয় ভালোবাসা। কিন্তু তাতে বন্ধুত্ব কখনো শেষ হয় না।

4. না বলা কথা না বলাই থাকুক, ভালোবাসা না হোক, বন্ধুত্বই বাঁচুক। মিস ইউ বন্ধু।

5. ফ্রেন্ডশিপ একটি লাইফকে ভালোবাসার চেয়েও গভীরতম ভাবে চিহ্নিত করে। ভালোবাসাতে কষ্ট পেতে হয়, কিন্তু ফ্রেন্ডশিপে কষ্টের কোনও স্থান নেয়।

6. ঝেড়ে ফেলো অভিমান, ছুঁয়ে দেখ এই প্রাণ। বন্ধ দুচোখের নিভু নিভু কালোয়, যে আলোয় ভেসে আসো তুমি। মনে হয়, মিশে যাই, তোমার আরো কাছে।

7. বন্ধুতে আলো, বন্ধুতে ভয়, বন্ধুতে শক্তি, বন্ধুতে জয়।

8. একজন প্রকৃত বন্ধু মানুষের জীবনে স্বাধীনতার বার্তাবাহক হয়ে আসতে পারে, তাইতো বন্ধু এত প্রিয় হয়।

9. বন্ধুত্ব মৃত্যু পর্যন্ত টিকতে পারে, যদি সেটি তেমন বন্ধুত্ব হয়।

10. বন্ধু ছাড়া জীবনটা লবণ আর মিষ্টি বিহীন। কেননা বন্ধু ছাড়া কোন আনন্দই সম্পূর্ণ হয় না।

বন্ধুত্ব নিয়ে ফেসবুক ক্যাপশন বাংলা

1. সুর্যের বন্ধুত্ব সকাল থেকে সন্ধা পর্যন্ত, চাঁদের বন্ধুত্ব সন্ধা থেকে সকাল পর্যন্ত, কিন্তু আমাদের বন্ধুত্ব শুরু থেকে শেষ নিশ্বাস পর্যন্ত।

বন্ধুত্ব নিয়ে ফেসবুক ক্যাপশন বাংলা

2. সকাল হলে এসো তুমি শিশির কণা হয়ে, সন্ধ্যা হলে এসো তুমি রক্ত জবা হয়ে, রাত হলে জ্বলো তুমি জোনাকি হয়ে, সারা জীবন থেকো তুমি আমার বন্ধু হয়ে।

3. রাত সুন্দর চাঁদ উঠলে, দিন সুন্দর সূর্য উঠলে, বাগান সুন্দর ফুল ফুটলে, আর জীবন সুন্দর তোমার মত ভাল একটা বন্ধু থাকলে।

4. আরও একবার না হয় বন্ধু হবো তোর হাতটি ধরে, আরও একবার বাসবো ভালো তোর মত করে, আরও একবার না হয় চিল হলি আমার চিলের কোটায়, আর হারাস না বন্ধু প্লিজ, খুঁজব তোরে কোথায়?

5. বন্ধু তোমায় আকাশ দেব, দেব ফুলের মালা, তুমি শুধু মনে রেখো আমায় সারা বেলা। চোখের কান্না মুছে দেব, দেব তোমায় হাসি, তাই তো বন্ধু আমি তোমায় এতো ভালবাসি।

6. বন্ধু হিসেবে তোমার উপকার করতে না পারি, ক্ষতি করব না, কাছে থাকতে না পারি, দুরে যাব না, মনে রাখতে না পারি, ভুলে যাব না, ভালবাসতে না পারি, ঘ্রণা করব না, আপন করতে না পারি, পর করব না।

7. কে তোমার সব চেয়ে ভাল বন্ধু সেটা তখনই বুঝবে, যখন তোমার কাউকে খুব প্রয়োজন হবে।

8. জীবনের অনেক সুখ দুঃখ আছে, যা বন্ধু ছাড়া অন্য কারো কাছে প্রকাশ করা যায় না, কেননা বন্ধুর মতো কাছের কেউ হয় না।

9. বন্ধুত্ব তৈরী হয় না বরং বন্ধুত্ব গড়ে ওঠে এবং বন্ধুত্ব গড়ে উঠতে সময় লাগে জন্যই হয়তো এই সম্পর্কটি আজীবন স্থায়ী হয়।

10. মাঝে মাঝে বন্ধুত্বের মধ্যেও ভালবাসা সৃষ্টি হযে যায়, যা প্রকাশ করা যায় না, কারন প্রকাশ করলে যদি সেই বন্ধুত্বটাই নষ্ট হয়ে যায়। এভাবে নিজের ভালবাসা প্রকাশ না করে অনেকেই নীরবে ভালোবেসে যায় তার বন্ধু মানুষটিকে!! …..Silent LOVE

প্রিয় বন্ধু নিয়ে কিছু কথা

1. বন্ধু তুমি আপন হয়ে বাধলে বুকে ঘর, কষ্ট পাব আমি যদি করে দাও পর। সুখের নদী হয় না যেন দুঃখের বালু চর, সব সময় নিও প্রিয় বন্ধু আমার খবর..!!

প্রিয় বন্ধু নিয়ে কিছু কথা

2. তুমি কখনও বন্ধুত্বকে কিনতে পারবে না, তুমি এটা উপার্জন করে নাও। কেউ যদি সাহায্যের জন্য আসে, তখন তুমি সত্যিকারের বন্ধু হয়ে যাও।

3. ভালবাসা তৈরী হয় ভাল লাগা থেকে, স্বপ্ন তৈরী হয়,কল্পনা থেকে, অনুভব তৈরী হয় অনুভূতি থেকে, আর বন্ধুত্ব তৈরী হয় মনের গভীর থেকে।

4. ভালো একজন বন্ধু যতোই ভুল করুক, তাকে কখন্ও ভুলে যেও না। কারন, পানি যতোই ময়লা হোক, আগুন নিভাতে সেই পানিই সবচেয়ে বেশি কাজে লাগে।

5. গভীর বন্ধুত্ব তখনই চরম শত্রুতায় রুপ নেয়, যখন একে অপরকে ভুল বুঝে। বাস্তবে এমন কোনো ঘটনা ঘটে না, যার কারনে বন্ধুত্ব নষ্ট হয়ে শত্রুতায় পরিনত হবে। আর যদি এমন কিছু ঘটে, তবে বুঝতে হবে তা বন্ধুত্ত্ব ছিলো না।

6. নদীর পারে আমি একা, নদী চলে আঁকা বাঁকা, আমি বন্ধু বড়ো একা, এখন ভাবছি তোমার কথা, তোমার সাথে আমার কিগো, কখনো দেখা হবে না?

7. ভ্রমন প্রিয় মানুষের কাছে বন্ধুর চেয়ে উত্তম সঙ্গীর কোন বিকল্প হয় না।

8. যার জীবনে একজন প্রকৃত বন্ধু নেই, তার মত দুর্ভাগা পৃথিবীতে আর দ্বিতীয় জন নেই।

9. বন্ধু মানে আপনি স্বাধীন দেশের রাজা, যেখানে আপনি আপনার ভালোবাসা ও সহানুভূতির স্বাধীনতা খুঁজে পেতে পারেন।

10. বন্ধু তুমি আমার হৃদয়ের বাধন, আছো তুমি, থাকবে আমার, মিশে এ হৃদয়ে সারাটি জীবন। বন্ধু তুমি আমার ভোরের পাখি, হারিয়ে গেলে কভু দূর অজানায়, আমায় তুমি খুজে নিবে নাকি? বন্ধু তুমি আমার আশার আলো, দুই নয়নে তুমি ছাড়া আমি যেন দেখি সব আধার কালো। বন্ধু তুমি আমার ফুলের সৌরভ, তোমার জন্য হয় আমার গৌরব।

বন্ধুত্বের স্ট্যাটাস

1. বন্ধুত্ব পৃথিবীর একমাত্র স্থান, যেখানে আমাদের কোন কিছু লুকিয়ে রাখতে হয় না।

বন্ধুত্বের স্ট্যাটাস

2. পৃথিবীতে সবচেয়ে মূল্যবান হলো খাঁটি বন্ধুত্ব। যদি বন্ধু ভালো পাও, তাহলে সেখানে অশ্রুর কোনো ঠাই নেই।

3. আকাশ দেখেছি, নদী দেখেছি, দেখেছি অনেক তারা, দেখিনি আজও ফেসবুকে আমার আসল বন্ধু কারা…!!

4. যে বন্ধু সুদিনে ভাগ বসায়, আর দুর্দিনে ত্যাগ করে চলে যায়, সেই তোমার সবচেয়ে বড় শত্রু..!

5. বন্ধুত্ব সুনীল আকাশের সেই রুপালী চাঁদ, যাকে দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না , বন্ধুত্ব সেই সুন্দর স্মৃতি, যাকে আজীবন মনে রাখা যায়, কিন্তু ভুলা যায় না।

6. মানুষের জীবনেই একাধিকবার প্রেম-ভালোবাসা আসতে পারে, কিন্তু একজন প্রকৃত বন্ধুর কোনো বিকল্প হয় না, কখনো বদলায় না।

7. ‘বন্ধু’… কথাটি খুব ছোট্ট হলেও, গভীরতা আকাশ সমান বিশাল। জীবনের প্রতিটি পদক্ষেপে আমরা একা নয়। চলার পথের বন্ধুর রাস্তা গুলো বন্ধু বিনে চলা প্রায় অসম্ভব। তাই শুধু বন্ধু হলেই পুরন হবে না বন্ধুত্বের পুর্ন দাবী, হতে হবে বন্ধুর মতো বন্ধু। কথায় আছে Friends Never Die অর্থাৎ বন্ধু কখনো মরে না।

8. একজন উত্তম বন্ধু আপনাকে অবশ্যই সঠিক পথ দেখাবে এবং আপনার সাথে সারাটি জীবন পাশাপাশি চলতে চাইবে।

9. বন্ধু মানে ভালোবাসা, সহযোগিতা, পাশাপাশি চলা এবং সারাটি জীবন একসাথে থাকা।

10. পুরো পৃথিবী যখন আপনার মন বুঝবে না, তখন একমাত্র প্রকৃত বন্ধুই আপনার মনের সমস্ত দুঃখ কষ্ট বুঝতে পারবে।

বন্ধু নিয়ে ক্যাপশন

1. সত্যিকারের বন্ধুত্বের চেয়ে মূল্যবান, এই পৃথিবীতে আর কোনো কিছু নাই।

বন্ধু নিয়ে ক্যাপশন

2. একজন মানুষের বন্ধুত্ব, তার সম্পত্তি পরিমাপের অন্যতম চাবিকাঠি ।

3. পুরনো বন্ধুরা আশীর্বাদ স্বরূপ, কারণ তাদের সাথেই একমাত্র তুমি বোকা সাজতে পারো।

4. কোনো মানুষই অপ্রয়োজনীয় নয়, যতক্ষণ তার একটি বন্ধু আছে ।

5. বন্ধুত্বই হলো একমাত্র সিমেন্ট, যা পৃথিবীকে একসাথে ধরে রাখবে পারবে ।

6. আমি আমার বন্ধুর জন্য সবচেয়ে বেশি যা করতে পারি তা হলো শুধু সারাক্ষণ বন্ধু হয়েই থাকা ।

7. যার জীবনে একটা সত্যিকারের বন্ধুত্ব আছে, সে আসলে গুপ্তধন পেয়েছে ।

8. প্রেম একদিন হারিয়ে যায় কিন্তু প্রকৃত বন্ধুত্ব কখনই হারায় না ।

9. বন্ধুত্ব হচ্ছে সেই সোনালী সুতো যা পৃথিবীর সব মানুষের হৃদয় গেঁথে রাখে। – জন এভিলিন

10. আমাদের জীবনে অনেকেই আসে, চিহ্ন রেখে যায় শুধু ভালো বন্ধুরাই। — এলিনোর রুজভেলট

বন্ধুত্ব নিয়ে স্ট্যাটাস

1. বন্ধু তুমি এত ভালো, জীবনে আলো ফিরে আসলো, ভুলে গেছি আধার কালো, তোমার মতো বন্ধুর আলো আমার জীবন জুড়ালো।

বন্ধুত্ব নিয়ে স্ট্যাটাস

2. ফুল ফুটেছে সারি সারি , বন্ধু কবে আসবে বাড়ি , দেখবো তোমায় দুচোখ ভরে, আকব ছবি জতন করে, আসো যদি আমার বাড়ি, খেলবো দুজন লুকোচুড়ি ।

3. যতই আমি থাকি দূরে, তোমায় ভীষণ মনে পড়ে, আছি আমি তোমার ভাবনায় চিন্তায়, তোমার মন আকাশে, কালও ছিলাম আজও আছি, তোমার পাশে পাশে বন্ধু ।

4. সুন্দর এই পৃথিবী, স্নিগ্ধ তার বাতাস, স্বপ্নিল এই জীবন, স্মৃতিময় তার আকাশ, শিশির ভেজা পথ কুয়াশায় ঢাকা, বন্ধু তোমার সাথে কেনো হয় না দেখা?

5. আপনার বিপদের সবাই আপনাকে ছেড়ে চলে যেতে পারে কিন্তু প্রকৃত বন্ধু সেই যে চরম বিপদে আপনাকে পথ দেখাবে এবং আপনাকে ছেড়ে যাবে না।

6. প্রকৃত বন্ধুত্ব হচ্ছে ফসলের মত সময়ের সাথে পরিপক্ক হয় এবং অবশেষে অনেক মূল্যবান হয়ে ওঠে।

7. জীবন হয়তো একদিন শেষ হয়ে যাবে কিন্তু প্রকৃত বন্ধুত্ব কখনোই শেষ হয় না বরং অমরত্ব লাভ করে।

8. জীবনে অনেক বন্ধু পাওয়া যায়। কিন্তু অনেকেই বন্ধু হয়, স্বার্থ উদ্ধারের চিন্তা নিয়ে। অনেক বন্ধু আছে, যারা শুধুই বন্ধু, না সুসময়ের, না অসময়ের। আবার কিছু বন্ধু আছে, যাদের শুধু সুসময়ে খুঁজে পাওয়া যায়। দুঃসময়ের ইঙ্গিত পাওয়ার সাথে সাথেই কেটে পড়ে। তবে এমনও কিছু বন্ধু রয়েছে, যারা সারা জীবন থেকে যায়।

9. বন্ধুত্বের শক্তিশালী বন্ধন আপনাকে সর্বদা শত্রু মুক্ত থাকতে সাহায্য করবে কেননা আপনি নিজেও একজন উত্তম বন্ধু হবেন আর উত্তম বন্ধু কারো শত্রু হতে পারে না।

10. বন্ধুত্ব অনেকটা মুক্ত বিহঙ্গের মত যা আকাশে বিচরণ করার আনন্দ দেয়।

Friendship Quotes in Bengali by Rabindranath Tagore

1. গোলাপ যেমন একটি বিশেষ জাতের ফুল, বন্ধু তেমনি একটি বিশেষ জাতের মানুষ। – রবীন্দ্রনাথ ঠাকুর

Friendship Quotes in Bengali by Rabindranath Tagore

2. আমরা বন্ধুর কাছ থেকে মমতা চাই, সমবেদনা চাই, সাহায্য চাই ও সেই জন্যই বন্ধুকে চাই। – Rabindranath Tagore

Friendship Quotes in Bengali by Rabindranath Tagore

বেইমান অকৃতজ্ঞ স্বার্থপর বন্ধু নিয়ে স্ট্যাটাস, উক্তি, ছবি

1. তারাই প্রকৃত বন্ধু যারা দুঃসময়ে পাশে থাকে।

বেইমান অকৃতজ্ঞ স্বার্থপর বন্ধু নিয়ে স্ট্যাটাস, উক্তি, ছবি

2. সৎ হলে হয়তো তুমি অনেক বন্ধু পাবে না, কিন্তু শ্রেষ্ঠ বন্ধুদেরকে চিনে নিতে পারবে।

3. ভালোবাসার জন্য কখনো নিজের সত্যিকারের বন্ধুত্বকে মরতে দিও না… কারণ জীবনের শেষে দেখবে বন্ধুরাই সাথে রয়ে গেছে, ভালোবাসা নয়।

4. তুমি যত বড় হবে, তত বুঝতে পারবে, প্রকৃত বন্ধুত্ব একটি আলাদা সম্পর্ক, বন্ধু হারানো সত্যিই খুব কষ্টের… কারণ প্রেমিক প্রেমিকা হারালে তার দুঃখ কাটিয়ে ওঠা যায়, কিন্তু বন্ধু হারালে তার দুঃখ কাটিয়ে উঠতে সারাজীবন লেগে যায়।

5. স্বার্থপর বন্ধু রেগে গেলে আমাদের সর্বদা তাকে মানানো উচিত, কারণ সে কিন্তু আমাদের সব রহস্যই জানে

6. বন্ধুত্ব ব্যাখ্যা করা বিশ্বের সবচেয়ে কঠিন জিনিস। এটি স্কুলে শেখার কিছু নয়। আপনি যদি বন্ধুত্বের অর্থ না শিখে থাকেন, তবে আপনি সত্যিই কিছুই শেখেননি।

7. একজন বিশ্বস্ত বন্ধু দশ হাজার আত্মীয়র সমান।— ইউরিপিদিস

8. যারা বন্ধুদের অপমান করে, বন্ধুদের অপমানিত হতে দেখে কাপুরুষের মতো নীরব থাকে, তাদের সঙ্গে সংসর্গ করো না। – সিনেকা

9. দুর্ভাগ্যবান তারাই যাদের প্রকৃত বন্ধু নেই। – এরিস্টটল

10. যখন অচেনা কারোর সাথে দেখা করবে, তখন দূর থেকেই বন্ধুত্ব রাখবে। কারণ অনেক সময় গলা জড়িয়ে ধরা সেই অজানা বন্ধু, তোমার বিপদ ডেকেও আনতে পারে।

11. সাফল্য আমাদের নতুন বন্ধু দেয়, কিন্তু ব্যর্থতা দেখিয়ে দেয় কে প্রকৃত বন্ধু।

বন্ধু নিয়ে ফেসবুক স্ট্যাটাস

1. বন্ধু মানে অনেক আনন্দ, স্বাধীনতা, মুক্তি, খুনসুটি, ভালোবাসা আর পৃথিবীর সমস্ত ভালো কিছুর সমন্বয়।

বন্ধু নিয়ে ফেসবুক স্ট্যাটাস

2. জিনিসের পরিবর্তন হতে পারে, অর্থের অপচয় হতে পারে, জীবিকার পরিবর্তন হতে পারে, কিন্তু কলিজার বন্ধুত্বের পরিবর্তন হয় না।

3. আসল বন্ধুত্ব গুলো, ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়াতে বাঁধা থাকে না! সেগুলো হৃদয়ে থাকে।

4. আপনি পৃথিবীতে অমরত্ব পেতে পারেন যদি আপনার বন্ধু একজন কবি হয়।

5. বন্ধুত্ব হল পাখির দুইটি ডানার মতো, কেননা একটি ডানা ছাড়া পাখি কখনই সুবিশাল আকাশে উড়তে পারে না।

6. সত্যিকারের বন্ধু সেই যে আপনাকে বিপথে যাওয়া থেকে আটকাবে এবং একজন উত্তম অভিভাবক হিসেবে সঠিক পথ দেখাবে।

7. কিছু বন্ধুত্ব টম ও জেরির মতো, তারা একে অপরকে জ্বালাতন করে, দুষ্টুমি করে, মারপিট করে, কিন্তু একে অন্যকে ছাড়া বাঁচতে পারে না।

8. আপনার সমস্ত জ্বালাতন কেবল একজন প্রকৃত বন্ধুই সহ্য করবে।

9. আপনার জীবনটা সত্যিই অপূর্ণ রয়ে যাবে যদি না আপনার একজন মনের মতো বন্ধু না থাকে।

10. বন্ধু কখনও অবহেলা নয়, বন্ধুকে হ্রদয় মাঝে গেথে রাখতে হয়। বন্ধু হলো সুখ – দুঃখের সাথী।

11. ব্যর্থতাও সুন্দর লাগে যখন পাশে বন্ধুরা থাকে, সাফল্যও কষ্ট দিতে পারে যখন বেস্ট ফ্রেন্ডদের সাথে তা তুমি উদযাপন করতে না পারো।

আশা করি আজকের প্রতিবেদন ‘ প্রিয় বন্ধু নিয়ে স্ট্যাটাস বাংলা Best Friendship Quotes in Bengali ‘ পরে আপনি আপনার বেস্ট ফ্রেন্ডকে পাঠানোর জন্য পছন্দের ‘বন্ধুত্ব ও প্রিয় বন্ধু নিয়ে স্ট্যাটাস ছবি উক্তি ক্যাপশন কবিতা ছন্দ ও কিছু কথা Best Friendship Quotes in Bengali’ পেয়ে গিয়েছেন এবং ফেসবুক ও Whatsapp এ Share করেছেন।

সবার সাথে শেয়ার করুন (Share) :

  • Click to share on WhatsApp (Opens in new window)
  • Click to share on Facebook (Opens in new window)
  • Click to share on Twitter (Opens in new window)
  • Click to share on Telegram (Opens in new window)
  • Click to share on Pinterest (Opens in new window)
  • Click to share on LinkedIn (Opens in new window)
  • Click to share on Reddit (Opens in new window)
  • Click to share on Tumblr (Opens in new window)
  • Click to email a link to a friend (Opens in new window)
  • Click to print (Opens in new window)

আপনি এই লেখাগুলো পড়তে পারেন:

Leave a comment cancel reply.

Save my name, email, and website in this browser for the next time I comment.

Notify me of follow-up comments by email.

Notify me of new posts by email.

Best Friend Paragraph

Do you want to know the secret to having a lifelong best friend? Have you been struggling to maintain close friendships? Building and sustaining strong relationships can be challenging, but the rewards are immeasurable. In this article, we will explore the key ingredients to nurturing meaningful bonds and creating lasting connections with your best friend.

What Is a Best Friend?

A best friend is someone who truly knows and supports you, bringing out the best in you. They are there for you through all the ups and downs, offering a listening ear and a shoulder to lean on. A true best friend is like family , a bond built on trust and shared experiences that cannot be replaced.

My best friend and I were on a road trip when my car broke down. Despite the inconvenience, we turned it into an unforgettable adventure, making the most of the situation and strengthening our friendship along the way.

Why Is Having a Best Friend Important?

Why Is Having a Best Friend Important ?

Having a best friend is crucial for emotional support, sharing experiences, and creating lasting memories. They offer a sense of belonging and companionship, which can greatly improve mental well-being. A pro-tip: Foster a strong and enduring friendship by communicating openly and actively listening to one another.

What Makes a Good Best Friend?

Having a best friend is a special bond that brings joy and comfort to our lives. But what qualities make someone a good best friend? In this section, we will explore the key components that make a strong and lasting friendship. From trust and loyalty to shared interests and support, we’ll delve into the essential aspects of a true best friend. Get ready to reflect on your own friendships and see what makes them truly special.

1. Trust and Loyalty

  • Build trust by being honest, reliable, and consistent.
  • Demonstrate loyalty by standing by your friend, especially during difficult times.

2. Good Communication

  • Active Listening: Practice attentive listening, showing interest and providing feedback.
  • Clarity and Transparency: Express thoughts and feelings clearly to avoid misunderstandings.
  • Empathy: Understand your friend’s perspective and emotions when communicating.
  • Respect: Value your friend’s opinions and avoid interrupting during conversations.

Did you know that good communication is linked to stronger and more fulfilling friendships?

3. Shared Interests and Hobbies

  • Engage in activities you both enjoy, such as hiking, cooking, or playing sports.
  • Explore new hobbies together, like painting, gardening, or attending music events.
  • Share interests by joining clubs or classes in areas like photography, book clubs, or dance.
  • Organize regular outings to indulge in mutual hobbies, fostering a deeper connection through shared interests and hobbies.

4. Support and Encouragement

  • Be a consistent source of emotional support, showing empathy and understanding.
  • Provide encouragement by acknowledging achievements and offering positive reinforcement.
  • Act as a motivator, helping individuals stay focused on their goals and aspirations.
  • Assist in problem-solving and decision-making, offering guidance and constructive advice.

How Do You Know If Someone Is Your Best Friend?

When it comes to friendship, there is no one-size-fits-all definition of a best friend. However, there are certain qualities and experiences that can indicate a strong and meaningful bond. In this section, we’ll discuss the key elements that make a best friend, including their deep understanding of who you are, their acceptance of your true self, and their unwavering support in both good times and bad. Let’s explore the signs that someone is more than just a friend, but a true best friend.

1. They Know You Better Than Anyone Else

  • They have a deep understanding of your preferences, dislikes, and quirks.
  • They are able to comprehend your emotions, reactions, and thought process in different situations.
  • They possess insight into your past experiences, struggles, and achievements.

2. You Can Be Yourself Around Them

  • Be open and genuine in expressing thoughts and feelings.
  • Share your true interests, passions, and quirks.
  • Feel comfortable discussing personal matters without fear of judgment.
  • Engage in activities that reflect your authentic self.

Pro-tip: Embrace vulnerability and encourage your best friend to do the same, fostering a deeper bond based on mutual trust and acceptance.

  • You Can Be Yourself Around Them

3. They Are There for You Through Thick and Thin

A best friend’s unwavering support during challenging times is crucial. Whether facing personal struggles or celebrating victories, they offer consistent presence and encouragement. This steadfastness fosters trust and strengthens the bond.

Pro-tip: Remember, being there for your best friend through thick and thin is a two-way street. It’s important to reciprocate their support and be a pillar of strength in their times of need as well.

The Benefits of Having a Best Friend

Having a best friend is a special and cherished bond that can bring countless benefits to one’s life. In this section, we will explore the various ways in which having a best friend can positively impact our well-being and happiness. From providing emotional support to boosting self-esteem and creating lifelong memories, having a best friend is truly invaluable. Let’s dive into the many benefits that come with having a best friend by your side.

1. Emotional Support

  • Offer a listening ear and validate their feelings when providing emotional support .
  • Express empathy and understanding without judgment to create a safe space for them.
  • Be present and available for them during difficult times, offering comfort and reassurance.
  • Encourage them to seek professional help if needed and provide resources for mental health support.

2. Increased Happiness and Well-being

  • Practice gratitude daily, which is linked to increased happiness and well-being.
  • Engage in regular physical activity or exercise to release endorphins and boost overall well-being.
  • Cultivate strong social connections through activities like volunteering, which can enhance happiness and well-being.
  • Set and pursue personal goals to experience a sense of purpose and fulfillment, contributing to increased happiness and well-being.

3. Improved Self-Esteem

  • Practice Self-Compassion : Embrace your flaws and be kind to yourself.
  • Set Realistic Goals : Achieving small milestones bolsters confidence and contributes to improved self-esteem.
  • Seek Positive Affirmations : Surround yourself with supportive, uplifting individuals who can help boost your self-esteem.
  • Engage in Self-Care : Prioritize activities that bring joy and relaxation and help improve your self-esteem.

4. Lifelong Memories and Adventures

  • Create a memory jar to store keepsakes from your lifelong adventures together.
  • Plan annual trips to explore new destinations, creating a tradition of shared experiences.
  • Document your adventures through photos or a shared diary to reminisce in the future.
  • Engage in novelty activities like skydiving or hiking to create unforgettable memories.

How to Be a Good Best Friend

Being a best friend is more than just a title, it is a role that requires effort and dedication. In this section, we will discuss the qualities and actions that make for a good best friend. From listening and being there for your friend, to being honest and respectful, to showing appreciation and gratitude, and finally, to having fun and creating memories together – we will cover all the essential elements of being a great best friend. So let’s dive in and discover how to be the best friend anyone could ask for.

1. Listen and Be There for Them

  • Empathize: Actively listen without judgment.
  • Be available: Offer your time and presence when needed.
  • Validate feelings: Acknowledge their emotions and experiences.
  • Respect boundaries: Understand when they need space.

Once, my friend Emily faced a tough decision. I listened, comforted her, and showed her that I was there for her. Ultimately, our bond grew stronger, and she knew I’d always be there for her.

2. Be Honest and Respectful

  • Be truthful: Always communicate honestly without misleading or deceiving your best friend.
  • Show respect: Respect their boundaries, opinions, and feelings, fostering a healthy and trusting relationship.

3. Show Appreciation and Gratitude

  • Express gratitude: Regularly thank your friend for their support and companionship.
  • Give thoughtful gifts: Show appreciation through meaningful presents that reflect their interests and preferences.
  • Verbal affirmations: Vocalize your gratitude by acknowledging their positive impact on your life.
  • Acts of kindness: Perform small gestures to demonstrate your appreciation and care for your friendship.

4. Have Fun and Create Memories Together

  • Organize fun outings: Plan activities such as picnics, movie nights, or road trips to create lasting memories.
  • Celebrate milestones: Commemorate important events like birthdays or anniversaries with meaningful and enjoyable experiences.
  • Create traditions: Establish routines, like a yearly camping trip or holiday gatherings, to bond and make memories together.

Last summer, my best friend and I went on a spontaneous road trip, visiting quirky roadside attractions and trying local delicacies. It was an adventure filled with laughter and unforgettable moments, strengthening our bond. We had an incredible time and created unforgettable memories together, solidifying our friendship even more.

Frequently Asked Questions

What should i include in a best friend paragraph.

A best friend paragraph should include details about your friendship, what makes your friend special, and why they are important to you. You can also include specific memories or inside jokes that showcase your bond.

How can I make my best friend paragraph stand out?

To make your best friend paragraph stand out, try to be genuine and heartfelt in your writing. Include specific examples and experiences that highlight your friendship and show your friend how much they mean to you.

Can I use a best friend paragraph for any occasion?

Yes, a best friend paragraph can be used for any occasion where you want to express your love and appreciation for your friend. It can be used for birthdays, holidays, or just because.

What if I have more than one best friend?

If you have more than one best friend, you can either write separate paragraphs for each friend or combine them into one paragraph. Just be sure to give each friend their own special shoutout and mention what makes each of them unique.

Should I share my best friend paragraph with my friend?

Absolutely! Your best friend will appreciate hearing how much they mean to you and it will strengthen your bond even more. Plus, it’s always nice to receive heartfelt words from someone you care about.

Can I add a best friend paragraph to a gift or card?

Yes, a best friend paragraph can be a great addition to a gift or card. It adds a personal touch and shows your friend how much you care about them. They will appreciate the extra effort you put into expressing your love and friendship.

Related posts:

  • Premature Marriage Paragraph
  • Preparation For SSC Exam Email
  • Best Of Luck Meaning In Bengali
  • International Mother Language Day Paragraph
  • Early Marriage Paragraph For HSC
  • Water Pollution Paragraph For Class 9
  • City Life And Country Life Paragraph

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Save my name, email, and website in this browser for the next time I comment.

Bengalimasti

101 Short Bengali Friendship Quotes for Best Friends

Alo

  • March 30, 2021
  • Bangla Quotes

আপনার Best Friends জানানো অসম্ভব যে আপনি তাদের কতটা ভালোবাসেন। বন্ধুত্ব আর একটি শব্দ হল ভালোবাসা। তাই আমরা কিছু সেরা Bengali Friendship Quotes ও Friendship Quotes in Bengali শেয়ার করেছি। True friendship grows as the tree grows slowly. আপনি যদি Bengali Friendship Quotes পছন্দ করেন তবে আপনি Friendship Quotes in Bengali আপনার বন্ধুদের সাথে ভাগ করতে পারেন খুব সহজে কপি করবেন এবং ফেসবুকে হোয়াটসঅ্যাপ শেয়ার করে নেবেন। তা ছাড়াও আরও best friend quotes in B engali রয়েছে এই গুলি পড়ে পারেন।

Bengali Friendship Quotes

ভাবছি বেস্ট ফ্রেন্ডের বিয়েটা জোর । করেই দিয়ে দেব নাহলে এই জন্মে ওর বিয়ে বােধহয় হবে না: আর আমার খাওয়া হবে না ।
বন্ধুত্ব কখনো হারায় না হারিয়ে যায় সেই মানুষটা যে বন্ধুত্ব মূল্য দিতে পারে না
ডিয়ার বেস্টফ্রেন্ড , যদি যাস ভুলে ক্যালাবাে চাঁদা তুলে ।
তোমার যত সুখ আছে আমায় কিছু দিও, আমার কিছু দুঃখ আছে আপন করে নিও। তোমার আকাশ মেঘলা হলে আমায় খবর দিও, বৃষ্টি হয়ে ঝড়বো আমি বন্ধু ভেবে নিও।।
দুঃখকে delete করো ভালোবাসাকে save করো বাজে বন্ধু cut করো ভালো বন্ধু copy করো কষ্ট joy করো সুখ enjoy করো ভালোবাসা মূল্যায়ন করো না বুঝলে আবার পড়ো
রাতের তারা দেখলে পরে বন্ধু তোমায় মনে পরে, হয়তো আমার হৃদয়ের কোনে তুমি আছো আমার মনে, তাই বন্ধু তোমার আসা তোমায় জানাই আমার ভালোবাসা॥
হৃদয় যদি সহজ হয় সব চাওয়া পূর্ণ হয়, প্রেম যদি real হয় একদিন তার হবেই জয়, যদি তোমার মত বন্ধু রয় Impossible কিছুই নয়॥
বন্ধু আমি আছি সাথে, খুঁজে দেখো আশেপাশে। যদি আমায় পরে মনে, চেয়ে দেখো দূর গগনে। বন্ধু তুমি থেকো “ভালো”, জীবনে আসুক শুধুই “আলো”॥
আকাশ জুড়ে বৃষ্টি আর বৃষ্টি ভেজা মন, মন চাইছে খুশি থাকুক আমার আপনজন, নীল রঙে আকাশ এখন মেঘে ঢাকা কালো, আমি আছি দারুন, বন্ধু তুমি থেকো ভালো।
“দুর্ভাগ্যবান তারাই যাদের প্রকৃত বন্ধু নেই – এরিস্টটল “
“বন্ধু কি? এক আত্মার দুইটি শরীর। – এরিস্টটল “
“তুমি যদি সত্যিকার অর্থেই শান্তি চাও, তোমাকে তোমার শত্রুদের সাথে কাজ করতে হবে, তাহলেই সে তোমার সহকর্মী হতে পারবে – নেলসন ম্যান্ডেলা “
“অন্ধকারে একজন বন্ধুর সঙ্গে হাঁটা আলোতে একা হাঁটার চেয়ে ভালো – হেলেন কেলার “
“যে তোমার দোষ ধরে বন্ধু সেই জন, সম্মুখে তারিফ করে দুষমন সে জন – হযরত ওমর ফারুক (রাঃ) “
“শত্রুকে যদি একবার ভয় কর তবে বন্ধুকে অন্তত দশবার ভয় করিও, কারণ বন্ধু যদি কোনোসময় শত্রু হয় তখন তার কবল হইতে মুক্তি পাওয়া সম্ভব হইবে না – ইবনুল ফুরাত “
“আগন্তুকের কোনো বন্ধু নেই, আরেকজন আগন্তুক ছাড়া – শেখ সাদি “
“নিয়তি তোমার আত্মীয় বেছে দেয়, আর তুমি বেছে নাও তোমার বন্ধু – জ্যাক দেলিল “
“কখনো কোন বন্ধুকে আঘাত করো না, এমনকি ঠাট্টা করেও না – সিসেরো “
“বন্ধুদের মধ্যে সবকিছুতেই একতা থাকে – প্লেটো “
“যদি থাকে বন্ধুর মন গাং পাড় হইতে কতক্ষন – জীবনানন্দ দাশ মনে রেখো তোমার শত্রুর শত্রু তোমার বন্ধু, আর তোমার শত্রুর বন্ধু তোমার শত্রু – হযরত আলী (রাঃ) “
“যে আমার দোষ দেখে অনুগ্রহ করে তা আমাকে জানায় তাঁর প্রতি আল্লাহর করুণা অশেষ ধারায় বর্ষিত হোক – হযরত ওমর ফারুক (রাঃ) “
“আমার সব থেকে ভালো বন্ধু হল আয়না, কারন আমি যখন কাঁদি তখন সে হাঁসে না – চার্লি চ্যাপলিন “
“গোলাপ যেমন একটি বিশেষ জাতের ফুল, বন্ধু তেমনি একটি বিশেষ জাতের মানুষ – রবীন্দ্রনাথ ঠাকুর “
“বিশ্বস্ত বন্ধু হচ্ছে প্রাণরক্ষাকারী ছায়ার মতো। যে তা খুঁজে পেলো, সে একটি গুপ্তধন পেলো। – নিটসে “

Friendship quotes in Bengali

Bengali Friendship Quotes

“কিছু রাত স্বপ্নের, কিছু স্মৃতি কষ্টের, কিছু সময় আবেগের, কিছু কথা হৃদয়ের, কিছু মানুষ মনের, কিছু বন্ধু চিরদিনের. – সংগৃহিত “
“দুঃখ তুমি প্রমিস করো, আমায় ছোবে না। সুখ তুমি প্রমিস কর, আমায় ছাড়বে না। চোখ তুমি প্রমিস কর, আমায় কাঁদাবে না। আর বন্ধু তুমি প্রমিস কর, আমায় ভুলবে না..!! – সংগৃহিত “
“বন্ধুত্ব এবং গোলাপের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হলো এই যে, গোলাপ কিছুক্ষণের জন্য টিকে থাকে… কিন্তু বন্ধুত্ব হলো চিরন্তন !!! – সংগৃহিত “
“বুকের ভিতর মন আছে, মনের ভিতর তুমি , বন্ধু হয়ে তোমার হৃদয়ে থাকতে চাই আমি… – সংগৃহিত “
“তুমি কখনও বন্ধুত্বকে কিনতে পারবে না,তুমি এটা উপার্জন করে নাও। কেউ যদি সাহায্যের জন্য আসে,তখন তুমি সত্যিকার বন্ধু হয়ে যেও। – সংগৃহিত “
“বন্ধু তো সবারই থাকে, তবে জড়িয়ে ধরে কাঁদতে পারার মত বন্ধু খুব কমই থাকে। – সংগৃহিত “
“ভালবাসা তৈরী হয় ভাল লাগা থেকে,’ ‘স্বপ্ন তৈরী হয়,কল্পনা থেকে’ ‘অনুভব তৈরী হয় অনুভূতি থেকে,’’আর বন্ধুত্ব তৈরী হয়মনের গভীর থেকে। – সংগৃহিত “
“সেই প্রকৃত বন্ধু যে বন্ধুর চোখের প্রথম ফোটা পানি দেখে দ্বিতীয় ফোটা পরার আগে ধরে ফেলে আর ৩য় ফোটা পরার আগে তা হাঁসিতে পরিনত করে. – সংগৃহিত “
“সবাই আমার বুন্ধু নয়। আবার, আমার বুন্ধু সবার মত নয়। সে আমার কথা মনে রাখে শত কাজের ভিরে। ফ্রী হলে ডাকি ও আমায়, আছি আমি তুমার দুয়ারে। – সংগৃহিত “
“প্রত্যেক নতুন জিনিসকেই উৎকৃষ্ট মনে হয়। কিন্তু, বন্ধুত্ব যতই পুরাতন হয়,ততই উৎকৃষ্ট ও দৃঢ় হয়। – এরিস্টটল “
“আমরা বন্ধুর কাছ থেকে মমতা চাই, সমবেদনা চাই, সাহায্য চাই ও সেই জন্যই বন্ধুকে চাই – রবীন্দ্রনাথ ঠাকুর “
“আমার ভালো বন্ধুদের কথা মনে করে আমি যতোটা সুখী হতে পারি, অন্য কোনোভাবে ততোটা সুখী হতে পারি না- উইলিয়াম শেক্সপিয়র “
“বন্ধুদের সংখ্যার ওপর সত্যিকারের বন্ধুত্ব নির্ভর করে না। বরং এটি বন্ধুদের বিশ্বাস ও পছন্দের ওপর নির্ভর করে। – স্যামুয়েল জনস্টন “
“যদি তুমি মানুষকে বিচার করতে যাও তাহলে ভালবাসার সময় পাবে না – মাদার তেরেসা “

Friendship Quotes in Bengali

“বন্ধুত্ব একমাত্র সিমেন্ট যা সবসময় পৃথিবীকে একত্র রাখতে পারবে – উইড্রো উইলসন “

Best friend quotes in Bengali

Bengali Friendship Quotes

যদি থাকে বন্ধুর মন গাং পাড় হইতে কতক্ষন – জীবনানন্দ দাশ
“বন্ধু পাওয়া যায় সেই ছেলেবেলায় স্কুল-কলেজেই। প্রাণের বন্ধু। তারপর আর না। আর না? সারা জীবনে আর না? জীবন জুড়ে যারা থাকে তারা কেউ কারো বন্ধু নয়। তারা দু’রকমের। এনিমি আর নন-এনিমি। নন-এনিমিদেরই বন্ধু বলে ধরতে হয়। – শিবরাম চক্রবর্তী “
“কাউকে সারা জীবন কাছে পেতে চাও? তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রাখো। কারণ প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কোনদিন হারায় না – উইলিয়াম শেক্সপিয়র “
“দু’টি দেহে একটি আত্মার অবস্থানই হলো বন্ধুত্ব – এরিস্টটল “
“প্রকৃতির সর্বশ্রেষ্ঠ সৃষ্টির নাম বন্ধুত্ব – এমারসন “
“আমলকি পেয়ালের কুঞ্জে, কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে জানি কোন সুরে মোরে ভরালে গো বন্ধু – গৌরী প্রসন্ন মজুমদার “
“আমার ভালো বন্ধুদের কথা মনে করে আমি যতোটা সুখী হতে পারি, অন্য কোনোভাবে ততোটা সুখী হতে পারি না – উইলিয়াম শেক্সপিয়র “

bangla friendship kobita

“একজন সত্যিকারের বন্ধু তোমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে – অস্কার ওয়াইল্ড “
“আমাদের রহস্যময়তার পরীক্ষণে প্রাপ্ত সবচেয়ে সৌন্দর্যময় জিনিসগুলো হলো শিল্প, বিজ্ঞান এবং বন্ধুত্ব – অ্যালবার্ট আইনস্টাইন “
“বন্ধুত্ব গড়তে ধীরগতির হও। কিন্তু বন্ধুত্ব হয়ে গেলে প্রতিনিয়তই তার পরিচর্যা করো। – সক্রেটিস “
“সত্যিকারের বন্ধুত্ব গাছের ধীরে ধীরে বেড়ে ওঠার মতো বাড়ে – জর্জ ওয়াশিংটন “
“বন্ধুত্ব হচ্ছে ডানা বিহীন ভালোবাসা – লর্ড “
“আমার বন্ধুর জন্যে সবচেয়ে বেশি যা করতে পারি তা হলে শুধু বন্ধু হয়ে থাকা। তাকে দেয়ার মতো কোন সম্পদ আমার নেই। সে যদি জানে যে আমি তাকে ভালবেসেই সুখী, সে আর কোন পুরস্কারই চাইবে না। এক্ষেত্রে বন্ধুত্ব কি স্বর্গীয় নয়? – হেনরি ডেভিড থিওরো “
“কোন মানুষই অপ্রয়োজনীয় নয় যতোক্ষন তার একটিও বন্ধু আছে – রবার্ট লুই স্টিভেন্স “
“বিশ্বস্ত বন্ধু হচ্ছে প্রাণরাকারী ছায়ার মতো। যে তা খুঁজে পেলো, সে একটি গুপ্তধন পেলো। – নিটসে “
“গোপনীয়তা রক্ষা না করে চললে, বন্ধুত্ব টিকে না – চার্লস হেনরি ওয়েব “
“আহ্, কী ভালোই না লাগে – পুরনো বন্ধুর হাত – মেরি এঙলেবাইট “
“বন্ধুত্ব ও সম্মান ছাড়া সম্পর্ক টিকিয়ে রাখার মানে হয়না – সুবর্ণা মুস্তাফা “
“প্রকৃত বন্ধু হলো সেই যে তোমার পাশে থাকবে, যখন সারা বিশ্ব চলে যাবে অন্য পাশে। – ওয়াল্টার উইনচেল “
“সত্যিকারের বন্ধুত্বের চেয়ে মূল্যবান কোনো কিছু এ পৃথিবীতে নেই। – থমাস একুইন্স “
“পুরনো বন্ধুরা আশীর্বাদ স্বরূপ। কারণ তুমি তাদের সাথেই বোকা সাজতে পারো। – রাল্ফ ওয়াল্ডো এমারসন “
“বন্ধুত্বের সম্পর্ক একটি মধুর দায়িত্ব, সুযোগ নয়। – খলিল গিব্রেন “
“জীবনে বন্ধু পাওয়ার একমাত্র উপায় হচ্ছে নিজে একজন বন্ধু হওয়া। – রাল্ফ ওয়াল্ডো এমারসন “
“বন্ধুত্ব হলো দুটি শরীরে এক মন। – ম্যানচিয়াস “
“সত্যিকারের বন্ধুত্ব ভালো স্বাস্থ্যের মতো। যতক্ষণ না হারিয়ে যায় তার গুরুত্ব খুব কম উপলব্দি করা যায়। – চার্লস ক্যালেব কোল্টন”
“আগুন্তক বলে কিছু নেই. কেবল বন্ধু, যাদের সাথে এখনো তোমার সাক্ষাৎ হয়নি। – উইলিয়াম কটলার ইয়েটস “
“জীবনের সবচেয়ে বড় উপহার হচ্ছে বন্ধুত্ব, এবং আমি তা গ্রহণ করেছি। – হাবার্ট এইচ হামফ্রে “
“বন্ধুত্ব এবং ভালো ব্যবহার তোমাকে সেখানে নিয়ে যাবে, যেখানে অর্থ তোমায় নিয়ে যেতে পারবে না। – মার্গারেট ওয়াকার “
“একজন মানুষের বন্ধুত্ব তার সম্পত্তি পরিমাপের অন্যতম মাপকাঠি। – চার্লস ডারউইন “
“আমি মুছে দিবো তোর চোখের জল, বন্ধু ভেভে সব কিছু আমায় খুলে বল। সুখ দুঃখের সাথী হয়ে রব তোর সাথে, এইটুকু বিশ্বাস থাকলে হাত রাখ হাতে। – সংগৃহিত “
“আমি ১টা দিন চাই আলয় আলয় ভরা। আমি ১টা রাত চাই, অন্ধকার ছারা। আমি ১টা ফুল চাই, সুন্দর সুবাস ভরা। আর ১টা ভাল বন্ধু চাই সবার চেয়ে সেরা… – সংগৃহিত “
“এক চোখ কখনো অন্য চোখ কে দেখতে পায়না তবুও এক চোখের কিছু হলে অন্য চোখ অশ্রু না ঝরিয়ে পারেনা। .. বন্ধু হলে এমনি হওয়া উচিত!! – সংগৃহিত “
“বন্ধু তুমি একা হলে আমায় দিও ডাক, গল্প করব তোমার সাথে আমি সারারাত ‘তুমি যদি কষ্ট পাও, আমায় দিও ভাগ, তোমার কষ্ট শেয়ার কর,হাতে রেখে হাত……… – সংগৃহিত “
“ভালো বন্ধুকে কখনো সন্দেহ করোনা, কারণ সন্দেহ থেকে জন্ম নেয় অবিশ্বাস। আর অবিশ্বাসের কারণে ভেঙ্গে যায়? মধুর মত মিষ্টি একটা বন্ধুত্ব। – সংগৃহিত “

Bondhutto quotes for Facebook and Whatsapp

“আগুন কখনো আগুন কে পোড়াতে পারেনা .পানি কখনো পানিকে ভেজাতে পারেনা . ঠিক তেমনি . একজন সত্যিকারের বন্ধু তার বন্ধুকে কখনো ভুলতে পারেনা।। – সংগৃহিত “
“এতো পর হয়ে গেলাম আমি?পারবে কি আমার মনের দাগটা মুছে দিতে? পেরেছ আমায় ভুলে যেতে। – সংগৃহিত “
জীবন মানে চলতি পথে বন্ধুদের হাতছানি, জীবন মানে স্মৃতিপতে তার উদাস ছবিখানি; জীবন মানে সব হারিয়েও ছোট্ট একটি আশা, জীবন মানে ভিড়ের মাঝে চেনা ভালোবাসা;
যদি মন কাঁদে, আমি আসবো বর্ষা হয়ে। যদি মন হাসে, আমি আসবো রোদ্দূর হয়ে। যদি মন ওরে, আমি আসবো পাখি হয়ে। যদি মন খোঁজে, আমি আসবো বন্ধু হয়ে॥
বন্ধু মানে খেলার সাথী একটু একটু রাগ, বন্ধু মানে সুখ-দুঃখ ৫০-৫০ ভাগ… বন্ধু মানে চোখের কোণে একটু খানি জল, বন্ধু মানে হটাৎ করে একটা missed-call…
তুমি আছ বলে মন ফুরফুরে, সাথে Chips আর Kurkure; তুমি হাসো বলে বৃষ্টি রিমঝিম, সাথে ice-cream আর multi-gym, তুমি বন্ধু বলে এতো পাগলামি, তুমি যানো না তুমি কত দামি।
কাছে থাকা নয়….. পাশে থাকার নাম বন্ধুত্ব। মিথ্যে বলে মন ভোলানো নয়, সত্যি বলে সাহস জোগানোর নাম বন্ধুত্ব। ভুল দেখে দুরে যাওয়া না ভুল শুধরে দিয়ে ভালোবাসারর নাম বন্ধুত্ব। সময়ের সাথে পাল্টে যাওয়া না সময়কে পাল্টা জবাব দেওয়ার নাম বন্ধুত্ব, আজকোর এই বেপরোয়া ব্যস্ত জীবনেও পরোয়া করে কেমন আছিস…. জানতে চাওয়ার নাম বন্ধুত্ব। শুধু ফটোসেশনের আলোর ছটায় কাঁধে হাত রাখা না একাকীত্বের অন্ধকারে হাতটা… কাঁধে রাখার ইচ্ছেটাই বন্ধুত্ব। শুভ বন্ধু দিবস

bengali friendship quotes images

আমি বাড়ি ফিরলাম… বাবা বলল- কোথায় ছিলিস? আমি বললাম- বন্ধুর বাড়িতে। বাবা আমার সামনে ১০ টা বন্ধুকে ফোন করলো। চার জন বন্ধু বলল- হ্যাঁ কাকু এখানেই ছিলো… তিন জন বলল- ছিলো, এই মাত্র বেরোল… দুজন বলল- এখানেই আছে, দেবো? একজন তো বাবার মাথা ঘুরিয়ে দিলো! ও আমার গলাতে বলল- হ্যাঁ বাবা বলো… এই শুনে বাবা বলল… “সত্যিই! জীবনে বন্ধু মেলে না, বন্ধুতেই জীবন মেলে…”
চলো, পুরোনো বন্ধুর দরজায় কড়া নেড়ে দেখি, দেখি, সে আজও উড়তে পারে কিনা নাকি তার দু ডানায় সময়ের ক্লান্তি। দেখি, সে আজও অট্টহাসিতে ফেটে পড়ে নাকি ঠোঁট চেপে মুচকি হাসে। গোপন থেকে গোপনতম খবর জানায় অক্লেশে, না শুধুই তার সফলতার আখ্যান শোনায়, হঠাৎ আমাদের দেখে, আমাদের হয়ে ওঠে নাকি ঘড়ির দিকে তাকিয়ে আমাদের ফিরে যাওয়ার মুহূর্ত গোনে। চলো, আজ বরং কিছু পুরোনো বন্ধুদের হৃদয়ে কড়া নেড়ে দেখি॥ (মূল কবিতাঃ চলো কুছ পুরানে দোস্তোঁ কে দরওয়াজে খটখটাতে হ্যায় – গুলজার)
বন্ধু যেন তোকে শত জন্ম পাই, বন্ধুত্বর হাত ধরে এক সাথেই চলেতে চাই। পাগল করেছিস আমায় বন্ধুত্বর ডাকে, পাগলি তুই বন্ধু হয়েই থাকিস আমারি সাথে।
ভালোবাসা + যত্ন = মা ভালবাসা + ভয় = বাবা ভালবাসা + মারামারি = ভাই ভালবাসা + সাহায্য = বন ভালবাসা + জীবন = স্বামী/স্মৃতি/zee bangla ভালবাসা + যত্ন + ভয় + সাহায্য + মারা মারি + জীবন = বন্ধু
দিন যদি চলে যায় দিগন্তের কাছে, রাত যদি চলে যায় তারাদের দেশে, ফুল যদি ঝরে যায় দিনের শেষে, আমি বন্ধু থেকে যাব তোমার পাশে।
কে জানে কবে হবে দেখা, আমার হাতে আছে কি সে ভাগ্যের রেখা! তাই বারে বারে চেয়ে দেখি রাস্তায়, যদি বন্দু আবার তোমার দেখা পায়।
বিশ্বাস নিয়ে চলা O = অশ্রু মুছে ফেলা N = নতুন কিছু পাওয়া D = দুঃখ ভুলে যাওয়া H = হারানো কিছু দিন U = উপভোগের কিছু ঋণ তাই ভুলে যেওনা কোনো দিন।।
চলার পথে বেঁচে থাকার গান, আমি তোমার প্রাণ। হারানো সেই পথের বাঁকে লুকোনো এক ছবি, পুরোনো সেই স্মৃতির ভিড়ে বন্ধু আছে সবই।।
নদীর পাড়ে আমি একা নদী চলে আঁকা বাঁকা আমি বন্ধু বড় একা এখন ভাবছি তোমার কথা । তোমার সাথে আমার কি কখনো হবে না দেখা ?
প্রকৃত Best Friend তাে তারাই । যারা প্রতিনিয়ত ঝগড়া করে কিন্তু । ছেড়ে যায় নাহ
কিছু মানুষকে বোঝা খুব কঠিন মাঝে মাঝে তাদের খুব আপন মনে হবে মনে হবে সে আপনার সবচেয়ে কাছের ও নিঃসার্থ বন্ধু, কিন্তু তা না, তাঁরা আসলে কারো জীবনে আপন হয়ে আসে সবচেয়ে বড় ক্ষতিটা করার জন্য তাঁরা হচ্ছে বন্ধু রুপী শত্রু ।

Bengali Friendship quotes in English Font

bengali friendship quotes images

“Prem korle ‘Parishaan’ hoe jai Biye korle ‘Sharabi’ hoe jai Divorce dile ‘Devdas’ hoe jai Aur Friendship korle “Mobbile Te Balance” ses hoe jai!!! ???? Happy Friendship Day “
“Sopno Ghera Meger Kole Amar Jaoa Asa. Shisir Veja Dokhina Bayu Amar Valobasha, Nodir Pare Shanto Bikal Shital Kore Mon, R Keu Noy Sei Ami, Tomar Aponjon”
“Kotoi sopno dekhechilo Tomae mon cheyechilo Hese hridoy bolechilo Tomakei se chai Aaj sopno mritopray Hridoy je venge jai Tomai chere onno kichu E mon na chai”
“Nodir pare ami eka.. nodi chole aka-baka.. ami bondhu boro eka.. Ekhon vabci tomar kotha.. tomar sathe amar ki kokhono hobe na dekha.? “ Happy Friendship Day ”
“Bondhu mane duto ridoyer taan. Bondhu mane misty oviman. Bondhu mane sukh dukkher gan. Bondhu mane dui ta jibon er ekkta jeno pran !”
“Dekhini tomar mukh shunini tomar kotha. Shudu payechi tomar sms. Hesechi r vebechi tomar mon koto sundor , really i miss you friend”
“JODI AMI NAI BA THAKI, VABCHO TOMAY DEBO FAKI? TAKIYE DEKHO AKASH PANE , KHOSBE TARA TOMAR TANE, BONDHU CHOK KHOLO EBAR, CHILAM-ACHI-THAKBO 2MAR”
“Amar 1ta bondhu ache. Misty tar hasi, Nijer thekeo take ami onek valobashi, Take jodi dekhte chao, Hate 1ta ayna nao, Ebar ki take dekhte pao?”
“Janalay dariye dokhin hawa jhiri jhiri dakche Hotath darun valo lagche Mayabi haowa bolna giye kane kane Amar priyo bondhu take miss korchi proti khone”
“Swapno ghera megher kole amar jaoya asa. sisir veja dakhin bayu amar valobasa, nodir pare shanto bikal sital kore mon, r keu noi sei ami, tomar aponjon.”
“Boshe achi ekla ami nijhum niralay Porche mone koto kotha bhabchi ami tai Bondhu chara amar mon ekla hoye jay Bondhu tumi theko valo sudhui eta chai.”
“Majhe majhe akasher chad lukiye jay megher arale Kichu shopno bheshe jaay shagorer jole Kichu smriti pushe rakhi moner ogochore Keu bhalobeshe chole jai dure But bondhu theke jay hridoyer majhe.”
“Bondhu amar mon bojho Moner majhe amay rakho Chokher dike aktu takou Chokh bolbe akta kothai Hridoy shonabi gaan Bondhu tumi shudhu amar jan…”
“Valobasha chara jibon hoi na. Proshno chara uttor hoy na. Meg chara bristy hoi na. R 2may chara bondhutto hoi na..!”
“Beche Thakar Anuprerona Tumi, Mon Chute Jai Tomar Proti, Akasher dike Takiye boli Tumi amar Sei Priyo Bondhuti.”
“Life is very simple, Love is no matter, Fillingin is just time, Missing is one time, But Friendship is all time” Don’t break it any time…*”
“Praner cheye priyo 2me bondu amar , hajar bochor beche robe bondhutto dujonar!!!!”
“Jibon Hariye Jai, Sriti Noy. Manush Bodle Jai, Mon Noy. Ami Hariye Geleo, Nei Voi. Karon Bondu Hariye Jai, Bondutto Noy. ““ Happy Friendship Day ”
“Bondhu mane obohela noi, bondhuttoke apon kore nitehoi, bondhu holo sukh dukkher sathi, emon bondhu rekho na je tomar kore khoti…”
“Ek sohore Love & friendship bash korto. Ek din tara rasthay hatchilo . Hotath love drain e pore gelo, kintu friendship jump. b’coz love is ondho & frndship is powerful!! “ Happy Friendship Day ”
“Bristee Vejaa amar akaas, Monta tai vishon udaas, Udaas meghar sathe misti kaadon, Dui noyone ojhor srabon, Aami achi jemo temo, Bandhu tumi acho kemo?”

Question:- bondhu mane ki?

Answer: Du’ti dehe ekati atmara abasthana’i halo bandhutba

তো তোমাদের কেমন লাগলো এই  Bengali Friendship Quotes ও best friend quotes in bengali  নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুকে আর হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে তোমাদের কেমন লাগলো |তোমাদের মনে পছন্দের  quotes  লিঙ্কটাতে দেওয়া আছে ক্লিক করুন |

Also, Read more / আরো দেখুন

  • বন্ধুত্ব ও বন্ধু নিয়ে উক্তি
  • বন্ধু নিয়ে স্ট্যাটাস
  • বন্ধু নিয়ে কবিতা
  • বন্ধু এবং বন্ধুত্ব নিয়ে ক্যাপশন

Related Posts

Happy Republic Day Quotes in Bengali

2023 Happy Republic Day Quotes, SMS, Status in Bengali

  • July 18, 2023

Subhash Chandra Bose Jayanti Quotes in Bengali

Bengali Subhash Chandra Bose Jayanti 2023: Best Inspirational Quotes, status in Bengali

ভালোবাসার উক্তি ছবিসহ

50+ আসাধারন ভালোবাসার উক্তি | Bengali love Quotes

Thanks for the post

Welcome Keep Visit ❤️❤️

Awesome write-up. I am a regular visitor of your web site and appreciate you taking the time to maintain the nice site. I will be a regular visitor for a really long time.

Peggy Yagi Thank You So much ❤️❤️

Leave a Reply Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

Name  *

Email  *

Add Comment  *

Save my name, email, and website in this browser for the next time I comment.

Post Comment

Switch to the dark mode that's kinder on your eyes at night time.

Switch to the light mode that's kinder on your eyes at day time.

450+ Best Friend Caption Bangla (সেরা বন্ধু ক্যাপশন)

Read, download or send this collection of best friend caption bangla to your friends and loved ones..

' src=

Best friends hold a special place in our hearts, and these best friend caption Bangla provide a unique opportunity to showcase our emotions through words. Crafting the right caption is essential to add a touch of nostalgia or share a hilarious memory.

Friendship is a priceless bond that brings joy, support, and companionship. These “best friend caption Bangla” offer myriad options to capture your friendship’s essence. Let’s explore some delightful friends caption Bangla that will resonate with your best friend and evoke a sense of warmth and nostalgia.

When expressing the depth of our friendship, using the right words can make a significant impact. These Bangla captions for best friends will help you find the perfect words to celebrate and cherish your friendship. We’ve covered all, from heartwarming to funny Bangla captions .

Best friend caption Bangla

কখনও কখনও শুধুমাত্র একজন সত্যিকারের বন্ধু আপনার প্রয়োজন।
অবিস্মরণীয় স্মৃতি!
বয়স যতই হোক না কেন, বন্ধুরাই আসল সোনা।
স্মৃতিগুলো আমাদের তৈরি।
আমি আমার বন্ধুদের একা একা বোকা জিনিস করতে দেই না।
বড় জাহাজ এবং ছোট জাহাজ আছে। তবে সবার সেরা জাহাজ বন্ধুত্ব।
আমার জীবনে আমার একমাত্র বন্ধু আছে এবং সে যথেষ্ট।
বন্ধুত্ব হল দুটি হৃদয়ের মধ্যে রংধনু।
আপনার ভাইব আপনার উপজাতিকে আকর্ষণ করে।
যারা আপনার খারাপ সময়কে আপনার ভালো সময়ে পরিণত করতে পারে তারাই বন্ধু।
আমার প্রিয় মানুষের সাথে!
সর্বদাই চিরদিনের জন্য.
দুই দেহে এক মন।
বন্ধুত্ব আবেগের আরেকটি শব্দ।
সত্যিকারের বন্ধুত্বের চেয়ে মূল্যবান হওয়ার মতো এই পৃথিবীতে আর কিছুই নেই।
অন্য মায়ের কাছ থেকে ভাই।
সেরা বন্ধুদের সেরা কথোপকথন আছে।
যখন জিনিসগুলি কঠিন হয় তখন বন্ধুরা আপনাকে সাহায্য করে।
কফি এবং বন্ধুরা নিখুঁত মিশ্রণ তৈরি করে।
বন্ধুরা তারার মতো… আপনি তাদের সর্বদা দেখতে পান না, তবে সর্বদা সেখানে থাকেন।

Bangla caption for friends (সেরা বন্ধু ক্যাপশন)

আমরা যেভাবে ধাপে বসে অন্যদের মন্তব্য করেছিলাম তা আমি ভুলতে পারি না
বন্ধু কম আছে, কিন্তু সেরা.
খাবার গেটে আমার সেরা বন্ধুদের খাবার চুরি করার কথা মনে করিয়ে দেয়
আপনি যদি নিজের সাথে বন্ধুত্ব করেন তবে আপনি কখনই একা থাকবেন না।
চকোলেট ছাড়াও, আপনি আমার প্রিয়।
চিরকাল এবং সর্বদা.
একজন বন্ধু এমন একজন যিনি নিজেকে বিশ্বাস করা সহজ করে তোলে।
আমাকে হাসানোর জন্য আপনাকে ধন্যবাদ.
ভাগ্যবান তারা যারা এই নকল পৃথিবীতে সত্যিকারের একজন বিশ্বস্ত বন্ধু খুঁজে পায়।
আমার বন্ধু হতে তোমাকে পাগল হতে হবে না। আমি তোমাকে প্রশিক্ষণ দেব।
আমি জানি না তোমার মতো একজন সেরা বন্ধু পাওয়ার জন্য আমি কী করেছি।
পঞ্চাশ শত্রুর প্রতিষেধক হল এক বন্ধু।
অপরাধে আমার সঙ্গীর সাথে দেখা করুন!
আমি সেই রাতগুলিকে ভালবাসি যা আমি কখনও ভুলব না এমন বন্ধুদের সাথে আমি মনে রাখতে পারি না।
কোন মানুষই ব্যর্থ নয় যার বন্ধু আছে।
সেরা বন্ধুরা অন্তত এক ঘন্টার জন্য আপনার গোপনীয়তা রাখে।
এটা আমার কাছে শুধু স্কুল নয় এটা সেই অধ্যায় যা আমি কখনই শেষ করতে চাইনি
ছোটবেলার স্কুলের বন্ধুরা আমাদের কাছে খুব স্পেশাল।

এছাড়াও পড়ুন:  240+ Funny Caption Bangla for Everyone (মজার ক্যাপশন)

Bangla funny caption for friends

শুক্রবার – আমার দ্বিতীয় প্রিয় F শব্দ।
আমি আমার সেরা বন্ধুর আকারে একটি নতুন অধ্যায় খুলেছি।
প্রিয় কর্ম, আমি আপনার মিস করা লোকদের একটি তালিকা পেয়েছি।
আপনি যেমন আছেন বন্ধুরা সবসময় আপনাকে ভালোবাসবে।
আমার জীবনে খণ্ডকালীন মানুষের জন্য আমার সময় নেই।
সবচেয়ে ভালো সম্পর্ক হলো বন্ধুত্ব আর বন্ধু হলো জীবন।
বন্ধুত্ব হল এমন লোকদের খুঁজে বের করা যারা আপনার ধরনের পাগল।
সত্যিকারের বন্ধুত্বকে আলাদা করতে পারে এমন কিছুই এই পৃথিবীতে এখনও তৈরি হয়নি।
একক বন্ধু দিয়েও একটা পৃথিবী তৈরি করা যায়!
কখনও কখনও আপনার সেরা বন্ধুর সাথে থাকা আপনার প্রয়োজনীয় সমস্ত থেরাপি।
আমাদের সকলের এমন একজন বন্ধু আছে যে কখনই ফিসফিস করতে শিখেনি।
সত্যিকারের বন্ধুত্ব সম্পর্কে সবচেয়ে ভাল জিনিস হল আনুষ্ঠানিকতার জন্য কোন স্থান নেই।
সেরা বন্ধুরা ভাল সময়কে আরও ভাল এবং কঠিন সময়কে সহজ করে তোলে!
আমার জন্য আমার বন্ধু = সেরা উপদেষ্টা।
আপনার যদি পাগল বন্ধু থাকে তবে আপনার যা যা প্রয়োজন তা আপনার কাছে রয়েছে।
হ্যাঁ, আমার একটা নোংরা মন আছে এবং আমার সেরা বন্ধু এটা জানে।

Beautiful best friend caption Bangla

আপনি কখনই সত্যিকারের সুখ জানেন না যদি তারা চলে যায়
মুহূর্তের না জিনিস সংগ্রহ.
আমি নিজের জন্য একটি খুব সুন্দর জীবন তৈরি করতে যাচ্ছি, যাই হোক না কেন।
ফ্ল্যাটের একটি ঘরে স্টিলেটো হও।
একটি নদী কাঁদুন, একটি সেতু তৈরি করুন, এটির উপরে উঠুন।
আমি আপনার প্রেমে পড়েছিলাম কারণ আপনি এমন মিলিয়ন জিনিস যা আপনি জানেন না আপনি করছেন।
প্রকৃত বন্ধু হল দুটি দেহের একটি আত্মা।
আপনি যত বেশি বয়সী হবেন, তত বেশি নিয়ম তারা চেষ্টা করতে চলেছেন।
পালানোর জন্য এর চেয়ে ভালো গ্রুপ আর নেই।
আপনি যদি কাউকে হারালেই ভালোবাসেন তবে এই সময় আপনি তাকে চিরকাল ভালোবাসবেন।
আচ্ছা, তারা যদি একজন মানুষকে চাঁদে বসাতে পারে তবে তাদের সবাইকে কেন নয়
আমি শান্ত থাকতে পারি না কারণ আমার ছুটি শেষ পর্যন্ত এখানে।
ভাল ভদ্র মহিলা খুব কমই ইতিহাস তৈরি করে.
এমনকি আমি আপনাকে যে ফটোগুলি দেখতে খারাপ তা পাঠাব।
কখনো কখনো উড়তে পারার আগে পড়ে যেতে হয়।
আমাদের সবচেয়ে খারাপ আচরণের উপর।
আমি মৃত্যুর দিন পর্যন্ত স্বপ্নদর্শী থাকব
আপনার ভিতরের যোদ্ধা আপনাকে এর মাধ্যমে পাবেন।
বন্ধুরা বন্ধুদের একা একা বোকা জিনিস করতে দেয় না।
আপনি কি কখনও ভাবছেন যে এই একটি জিনিস না ঘটলে জীবন কতটা ভিন্ন হত?
একটি আনন্দদায়ক দিন মূল বিষয়গুলিকে দূরে রাখে।

Bangla caption for friends group

বন্ধুত্ব হল অদ্ভুত কাউকে খুঁজে পাওয়া।
ভাল সময় + পাগল বন্ধু = মহান স্মৃতি!
সত্যিকারের বন্ধুত্বের চেয়ে মূল্যবান হওয়ার মতো এই পৃথিবীতে আর কিছুই নেই
আমি সত্যিই অন্য স্কোয়াড আমাদের অতিক্রম করার চেষ্টা করতে দেখতে পাচ্ছি না।
প্রত্যেক মেয়েরই একজন ছেলের বেস্ট ফ্রেন্ড দরকার।
বন্ধুত্বই একমাত্র ফুল যা সব ঋতুতেই ফুটে
সত্যিকারের বন্ধুদের সাথে জীবন আরও ভাল।
ভালো বন্ধুরা তুষারপাতের মতো। সব ভিন্ন এবং সব সুন্দর.
আপনি মৌলিক লোকদের সাথে মহাকাব্যিক বিষ্ঠা করতে পারবেন না।
আমরা মাতাল ও উচ্ছৃঙ্খলভাবে একসাথে যাই।
ভালোবাসা সুন্দর, বন্ধুত্ব ভালো।
তুমি সবসময় আমার সবচেয়ে ভালো বন্ধু হবে, তুমি আমাকে অনেক বেশি জানো।
বন্ধুরা আমাদের নির্বাচিত পরিবার হয়ে ওঠে!
সবচেয়ে বড় উপহার দোকানে পাওয়া যায় না কিন্তু প্রকৃত বন্ধুদের হৃদয়ে
সবসময় একসাথে ভাল.
সেই মুহূর্তগুলির জন্য বেঁচে থাকুন যা আপনি ভাষায় প্রকাশ করতে পারবেন না।

Best friend caption Bangla for Instagram & Facebook

জলের ধারে জীবন সবসময়ই ভালো হয়, বিশেষ করে কয়েকজন ভালো বন্ধুর সাথে।
এখানে সপ্তাহান্তে, এখানে জীবনের জন্য।
জীবন ছিল ভাল বন্ধু এবং দুর্দান্ত দুঃসাহসিক কাজের জন্য।
বন্ধুদের সাথে বড় মুহূর্ত শেয়ার করুন, ডিভাইস নয়।
ভালো সময় এবং পাগল বন্ধুরা সেরা স্মৃতি তৈরি করে।
আমরা এই যাত্রায় নেই, শুধু নিরাপদে গন্তব্যে পৌঁছানোর জন্য।
আমি ভ্রমণ করতে এবং সুন্দর আত্মার সাথে দেখা করতে চাই। আমি প্রতিটি শহরে বন্ধু চাই.
আপনার যদি কোন গন্তব্য না থাকে, আপনি কখনই হারিয়ে যাবেন না।
বন্ধুরা, সূর্য, বালি এবং সমুদ্র, আমার কাছে গ্রীষ্মের মতো শোনাচ্ছে।
বন্ধুবান্ধব এবং পরিবারের সাথে একত্রিত হওয়া সবসময় আরও মজাদার
যাত্রায় ভালো সঙ্গ পথকে ছোট করে তোলে।
আসুন একসাথে পৃথিবী ঘুরে দেখি! কে আমার সাথে আছে?
ভালো বন্ধুরা আপনাকে যেকোনো জায়গায় অনুসরণ করে।
দ্রুত যেতে চাইলে একা যান। দূরে যেতে চাইলে একসাথে যাও।
আমার আর কোনো ছুটির দরকার নেই, আমার জীবনে অ্যাডভেঞ্চার দরকার।
জীবনে আপনি কোথায় যাচ্ছেন তা নয়, আপনি কার সাথে ভ্রমণ করছেন।
রোদ, বালি, এবং নতুন হাসির সপ্তাহান্তে।

College best friend caption Bangla

আপনি যদি কলেজের ছাত্রাবাসে চোখ বন্ধ করেন, তাহলে মনে হবে আপনি শহরের মাঝখানে বাস করছেন।
বন্ধুরা ভালো ব্রাসের মতো: সহায়ক, খুঁজে পাওয়া কঠিন, হৃদয়ের কাছাকাছি।
ঠিক আছে, কে আবার তাদের মাইক্রোওয়েভ ম্যাক-এন্ড-পনির পুড়িয়েছে?
গোলাপ লাল, কলেজ লম্বা।
আমার নতুন বছর এখানে।
অগোছালো বান এবং জিনিসপত্র সম্পন্ন করা.
সাফল্যের কোন রহস্য নেই। এটি প্রস্তুতি, কঠোর পরিশ্রম এবং ব্যর্থতা থেকে শেখার ফলাফল।
ডর্ম লাইফ আমাকে বেছে নেয়নি, কিন্তু আমি ডর্ম লাইফ বেছে নিয়েছি এবং এটা খারাপ নয়
প্রিয় কলেজ, স্মার্ট মধ্যবিত্ত সাদাদেরও স্কলারশিপ দরকার।
ভালো বন্ধুরা তারার মতো, আপনি সবসময় তাদের দেখতে পান না কিন্তু আপনি জানেন যে তারা সবসময় সেখানে থাকে
বাচ্চাদের মাদক সেবন করবেন না। সবকিছুর জন্য একটি সময় এবং স্থান আছে। একে কলেজ বলে।
পৃথিবীর সবচেয়ে ভালো অনুভূতি হল আপনার জন্য আপনার বাবা-মা হাসছেন এটা জানা।
সব কফি দয়া করে.
এমন লোকদের সাথে থাকুন যারা আপনার মধ্যে সেরাটা বের করে আনে, আপনার মধ্যে চাপ নয়।

Short caption for best friends in Bangla

জীবনের সমস্ত ঋতুর মধ্যে শৈশব সবচেয়ে সুন্দর।
শৈশব সম্পর্কে সবসময় বিশেষ কিছু আছে।
আপনি যদি আপনার শৈশব আপনার সাথে বহন করেন তবে আপনি কখনই বড় হবেন না।
আমার বন্ধুদের সাথে হ্যাং আউট
বন্ধু হতে জন্ম।
আমাদের শৈশব স্মৃতির সবচেয়ে আনন্দের মধ্যে, আমাদের বাবা-মাও খুশি ছিলেন।
একে অপরের বন্ধু।
শৈশবে যা ভালোবাসে তা হৃদয়ে থাকে চিরকাল।
ছোটবেলা থেকেই বন্ধু।
কখনও কখনও ছোট জিনিসগুলি আপনার হৃদয়ে সবচেয়ে বেশি জায়গা করে নেয়
পাগল বন্ধুরা, আমি পাত্তা দিই না।
শৈশবে সর্বদা একটি মুহূর্ত থাকে যখন দরজা খুলে যায় এবং ভবিষ্যতেকে প্রবেশ করতে দেয়।
বন্ধুরা সেই পৃথিবীকে সুন্দর করে।
কখনই না। কখনো। কখনো। একটি গাছ আরোহণ বা sprinklers মাধ্যমে চালানোর ইচ্ছা পরিত্রাণ পেতে.
শৈশব ছিল অসাধারণ।

New best friend caption Bangla (সেরা বন্ধু ক্যাপশন)

এটি আপনাকে বিরক্ত করে না, এটি আপনার বন্ধু নয়।
একই মানসিক ব্যাধি সঙ্গে বন্ধু খুঁজে: অমূল্য!
সেলফি! সারাক্ষণ সেলফি তোলে।
প্রতিদিন একটি সেলফি নেতিবাচকতা দূরে রাখে।
আমি এটা পছন্দ করিনি.
ভালো বন্ধুর সাথে থাকলে মানুষ তার খারাপ সময় ভুলে যায়।
সকালের সেলফি।
আমাকে তোমার বন্ধু বল, নইলে আমি তোমাকে ধ্বংস করব!
ভাল বন্ধু? নাহ। সে আমার বোন.
সুখী হতে পারেনি।
আপনাকে বিরক্ত করতে প্রস্তুত।

Short Best friend captions for pictures

বন্ধুত্ব বড় কিছু নয়। এটি লক্ষ লক্ষ ছোট জিনিস।
বিরল = বন্ধু।
কোনো বন্ধুত্বই দুর্ঘটনা নয়।
সুখ সবসময় বন্ধুদের সাথে আসে।
পাগল বন্ধুরা, আমরা একসাথে থাকার এটাই একমাত্র কারণ।
বন্ধুরা আমাদের হাসাতে এখানে আছে।
এই সেই ব্যক্তি যিনি আমার সমস্ত সমস্যা এক মিনিটের মধ্যে অদৃশ্য করে দেন।
আপনি মৌলিক লোকদের সাথে বিষ্ঠাকে এপিক করতে পারবেন না।
বন্ধুদের সাথে নোংরা জিনিস।
11টি অক্ষর, 2টি শব্দ, 1টি অর্থ – সেরা বন্ধু৷
একসাথে ভ্রমণ করুন, একসাথে থাকুন।
বন্ধু ছাড়া শূন্য পৃথিবী।
তুমি যেটা করতে চাও সেটা করো।
আমরা নার্সিং হোমে সমস্যা সৃষ্টিকারী বৃদ্ধ মহিলা হব।
একটি বিশেষ খুঁজে পাওয়া কঠিন.
আপনি যদি আপনার মতো একজন পাগল খুঁজে পান তবে তাকে আপনার বন্ধু করুন।
সত্যিকারের বন্ধু বলতে কোন শব্দ নেই।

Bangla Short caption for best friends

কেউ আমাদের পছন্দ করতে হবে না. আমরা একজন আরেকজনকে পছন্দ করি.
তুমি সোনা, কঠিন সোনা।
সেরা বন্ধুর সাথে হাসতে হাসতে আপনি যে পেটে ব্যথা পান তার তুলনা আর কিছুই নয়।
বন্ধুরা তোমাকে খাবার কিনে দেয়। সেরা বন্ধুরা আপনার খাবার খায়।
একজন বন্ধু আপনাকে সরাতে সাহায্য করবে। একজন সেরা বন্ধু আপনাকে একটি মৃতদেহ সরাতে সাহায্য করবে।
সত্যিকারের বন্ধুরা একে অপরকে বিচার করে না। তারা একসাথে অন্যদের বিচার করে।
আমরা সর্বদা সেরা বন্ধু থাকব যতক্ষণ না আমরা পুরানো এবং বার্ধক্যপ্রাপ্ত না হই তারপর আমরা নতুন বন্ধু হতে পারি।
বন্ধুরা এই পৃথিবীকে সুন্দর করে।
প্রতিটি সফল মহিলার পিছনে একজন সেরা বন্ধু থাকে যা তাকে পাগল ধারণা দেয়।
লোকেরা এটিকে তাদের সময় সার্থক করার জন্য তাকাবে।
ঈশ্বর আমাদের সেরা বন্ধু বানিয়েছেন কারণ তিনি জানতেন যে আমাদের মায়েরা আমাদের বোন হিসাবে পরিচালনা করতে পারে না।
একজন মেয়ে বয়ফ্রেন্ড ছাড়া বাঁচতে পারে, কিন্তু বেস্ট ফ্রেন্ড ছাড়া সে বাঁচতে পারে না।
আপনার ঘর পরিষ্কার থাকলে সেরা বন্ধুরা পাত্তা দেয় না। আপনি ওয়াইন আছে যদি তারা যত্ন.
আমরা সব আইসক্রীম জন্য চিত্কার.
চকলেটের সাথে বন্ধু না হলে বন্ধুর চেয়ে ভালো কিছু নেই।
শনিবারে আমরা পায়জামা পরি।
আপনি আমার সেরা বন্ধু কারণ আমি অন্য কারও সাথে এত অদ্ভুত হতে সাহস করব না।

One line caption for best friend in Bangla

জীবনকে খুব বেশি গুরুত্ব সহকারে নিবেন না। কেউ জীবিত বের হয় না।
বন্ধুরা কফির মতো, খুব আসক্তি।
আমাকে তোমার চেয়ে ভালো বোঝে আর কেউ নেই।
আমার সেরা বন্ধু শুধু মুখের অভিব্যক্তি দিয়ে যোগাযোগ করতে পারে।
আমি সদয় ছিল, কিন্তু এখন আমার বন্ধুর মুখোমুখি.
আমার শুধু একজন সত্যিকারের বন্ধু দরকার, যাকে আমি বিশ্বাস করতে পারি।
আমি কখনই আমার বন্ধুদের অদ্ভুত জিনিসগুলি করতে দেব না।
আমার বন্ধু হতে তোমাকে পাগল হতে হবে না। আমি আপনাকে পথে প্রশিক্ষণ দেব।
বন্ধুদের সাথে একটি ভ্রমণ স্বর্গে একটি ট্রিপ.
আমরা উচ্চ বিদ্যালয়ে বন্ধুরা চিরতরে থাকতে পারি!
আপনার কঠিন সময়ে, আপনার সেরা বন্ধুদের কাছে যাবেন না।
আপনার বন্ধুদের বিরক্ত করতে থাকুন, এবং তাদের একা হতে দেবেন না।

One Word Best friend caption Bangla

F.R.I.E.N.D.S.
কেন এত পাগল.
নিজের উপর বিশ্বাস রাখো.
চিন্তা করুন.
আপনার আগে চিন্তা করুন.
মজার ক্যাপশন
ক্যাপশন জন্য কোন প্রয়োজন.

If you enjoyed reading these best friend caption Bangla for girls and boys, let us know in the comment box below or by sharing it on your  Facebook  profile. If you find these short best friend caption Bangla helpful, please share them with your friends and loved ones on Twitter, Instagram, WhatsApp or Facebook. Thank you!

bangla best friend caption bangla caption bangla caption for friend bangla caption for friends bangla funny caption for friends best friend caption bangla best friend caption for facebook best friend captions for instagram best friend captions for pictures birthday caption for friend bangla caption caption bangla caption for facebook caption for friends caption for friends group caption for friends group photo fb caption bangla friend friends caption bangla funny captions for friends instagram captions instagram captions for friends one line caption for best friend short caption for best friends short caption for friends

' src=

Written by Charvi

Leave a reply cancel reply.

' src=

Your email address will not be published. Required fields are marked *

Save my name, email, and website in this browser for the next time I comment.

By using this form you agree with the storage and handling of your data by this website. *

Post Comment

GIPHY App Key not set. Please check settings

Sad Caption Bangla

240+ Sad Caption Bangla for Fb & Ig (দুঃখজনক ক্যাপশন)

saree caption bangla

230+ Beautiful Saree Caption Bangla (শাড়ির ক্যাপশন)

© Banglachic.com 2024 . All Rights Reserved.

essay on my best friend in bengali

Friendship Quotes in Bengali | বন্ধুত্বের স্ট্যাটাস ও ক্যাপশন

You are currently viewing Friendship Quotes in Bengali | বন্ধুত্বের স্ট্যাটাস ও ক্যাপশন

  • Post author: abhi chavan
  • Post category: Bengali Quotes
  • Post last modified: November 27, 2022

আপনারা যদি কিছু অসাধারণ বন্ধুত্বের সেরা উক্তি ( friendship quotes in bengali ) জন্য খোঁজ করেন, তাহলে আপনাদেরকে জানাই যে আপনারা একদম সঠিক জগাই এসেছেন। এই পোস্টটিতে আমরা বন্ধুদের নিয়ে কিছু বিখ্যাত মানুষদের উক্তি ও কিছু মজার ফ্রেন্ডশিপ স্ট্যাটাস (Friendship Status in Bengali), বন্ধুত্বের ক্যাপশন ( Bangla Friendship Caption ) এবং বন্ধুত্বের নিয়ে কিছু কথা লেখা হয়েছে যা আপনারা নিশ্চই পছন্দ করবেন। এছাড়া এই পোস্ট থেকে এই বন্ধুত্বের উক্তির ছবি গুলি ডাউনলোড করে আপনার প্রিয় বন্ধুর সাথে ও সোশ্যাল নেটওয়ার্কে শেয়ার করতে পারেন।

আসল বন্ধুত্ব কি ? – “যে ভালো কাজে উৎসাহ দেয়, খারাপ কাজে বাধা দেয়, সব সময় সৎ পরামর্শ দেয়, আর বিপদে সবসময়ে যাকে পাশে পাওয়া যায়।”

Bengali Friendship Quotes – এই দুনিয়ায় হাজার সম্পর্কের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক হলো সবথেকে মধুর। ভালোবাসা এবং বন্ধুত্বের মধ্যে পার্থক্য হলো যে ভালোবাসা সোনার মতন যা এক যার ভেঙে গেলে আবার গড়া যাই কিন্তু বন্ধুত্ব হিরে যা এক বার ভেঙে গেলে আর ঠিক করা যাই না। আজকাল আসল বন্ধু খুঁজে পাওয়া খুব কঠিন, তাই আমাদের যদি কোনো আসল বন্ধু থাকে তাহলে তাকে আমাদেরকে যত্ন করে রাখা উচিত। মনে রাখা দরকার একজন সত্যিকারের বন্ধুই আমাদেরকে নানা রকমের বিপদে সাহায্যর হাত বাড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুত থাকে।

Bengali Friendship Quotes

Friendship Quotes in Bengali for Status

বন্ধুত্বের সেরা উক্তি – Friendship Quotes in Bengali

Bangla Friendship Status

রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত বন্ধুত্বের উক্তি

Friendship Quotes in Bengali Rabindranath Tagore

বাংলাতে বন্ধুত্বের নিয়ে কিছু উক্তি

Bangla Bondhutter Ukti

Bondhutter Quotes Bangla – বিখ্যাত বন্ধুত্বের বাণী ও উক্তি

বন্ধুত্বের সম্পর্কটি যে কত মধুর তা বিভিন্ন কবি ও বিখ্যাত মানুষরা তাদের উক্তির মাধ্যমে আমাদের কাছে তুলে ধরেছে। সেই সমস্ত Bengali Friendship Quotes আজ আমরা জানবো।

আরও পড়ুন – Bangla Funny Status

Famous Bengal Quotes in Bengali about Friendship

Bangla Quotes for Friend – বন্ধুত্বের উক্তি

Bengali Quotes on Friendship by Rabindranath Tagore

Bangla Bondhutter Bani

Bengali Quotes on Friendship – Bondhutter Bani

প্রকৃত বন্ধুর জন্য স্ট্যাটাস

Bengali Quotes for Friendship – বন্ধুত্বের সেরা উক্তি

বন্ধুত্ব নিয়ে কিছু বিখ্যাত উক্তি ও বাণী

বন্ধুত্বের কিছু বিখ্যাত বাণী – Bengali Quotes for Friend

Best Friendship Quotes in Bengali for Status

Friendship Quotes in Bengali Language

বাংলা বন্ধুত্বের উক্তি – Friendship Quotes in Bengali

Bangla Bondhutter Ukti, Quotes on Friend in Bengali Medium

Bengali Quotes About Friendship

Bengali Quotes About Friendship

Emotional Friendship Quotes in Bengali

Friendship status in Bengali

এতক্ষন আমরা কিছু বিখ্যাত bengali friendship quote s ব্যাপারে পড়লাম, আমরা আশা করি তোমাদেরকে বন্ধুত্বের উক্তির সংগ্রহটি খুব ভালো লেগেছে। এইবার আমরা কিছু নতুন Bengali Friendship Status তোমাদের কাছে প্রস্তুত করতে চলেছি।

Friendship status in Bengali

Funny Friendship Status in Bengali

Bangla Bondhutter Status for WhatsApp

Bengali Friendship Quotes for WhatsApp Status

Best Friendship Status in Bengali Medium for Whatsapp

বন্ধুত্ব নিয়ে স্ট্যাটাস – Bangla Status on Friendship

Bangla Friendship Quotes for Status

বেস্ট ফ্রেন্ড নিয়ে স্ট্যাটাস

Bangla Sad Status About Friendship – বন্ধুত্বের বাংলা স্ট্যাটাস

essay on my best friend in bengali

Sad Friendship Quotes in Bengali

স্বার্থপর বন্ধুত্ব নিয়ে স্ট্যাটাস

Sharthopor Bondhu Status Bangla

Bengali Sad Love Quotes on Friendship

Friendship Caption in Bengali for Fb

Friendship Shayari in Bengali

বন্ধুত্ব নিয়ে কিছু সেরা লাইন ও ক্যাপশন

Bangla Bondhutter Shayari, Few Lines on Friendship in Bengali Font

বন্ধুত্ব নিয়ে কিছু সেরা লাইন

Best Bangla Caption about Friendship

Friendship Captions in Bengali

স্কুলের বন্ধুদের জন্য সেটা বাংলা ক্যাপশন

Bengali Friendship Quotes and Status for Captions

বেস্ট ফ্রেন্ড বাংলা ক্যাপশন

Friendship Shayari Bangla >>

নমস্কার বন্ধু, আমরা নিশ্চিত যে তোমাদের এই বন্ধুত্বের উক্তি ( Friendship Quotes in Bengali ) গুলি খুব ভালো লেগেছে। তোমরা এই বন্ধুত্বের স্ট্যাটাস ( Bangla Friendship Status ) গুলিকে তোমাদের প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, তাতে তোমাদের বন্ধু খুব খুশী হবে এবং তোমাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্কটি আরো গভীর হবে।

You Might Also Like

বিখ্যাত শিক্ষামূলক উক্তি ও বাণী ২০২১ (শিক্ষামূলক বাণীর ছবি).

Read more about the article ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন এর বাণী ও উপদেশ

ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন এর বাণী ও উপদেশ

Read more about the article রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমের উক্তি ও কবিতা | Rabindranath Tagore Love Quotes

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমের উক্তি ও কবিতা | Rabindranath Tagore Love Quotes

  • Love Shayari
  • Hindi Quotes
  • Bengali Caption
  • Privacy Policy

My Friend Essay in English & Bengali for Class 3

Posted on 5th Feb 2022 12:59:35 AM Essay , Composition

Introduction : I am student in Class Three. I have a friend. He also reads in my class. His name is Mahmud. Mahmud is one of the best friends of mine.

Qualities : Mahmud is a good student. He is also a good sportsman. He is intelligent. He is very active. He is liked by all. He always does well in the examinations. He is kind to poor and the helpless.

Reasons of choice : He has such qualities which charmed me much at the first sight. He is faithful. He is so sincere to me that he keeps nothing hidden in him to me. He stands by me at the time of my need. So, I choose him as my friend.

Conclusion : I am proud that I have a good friend like him. He loves me very much. I also love him so.

আমার বন্ধু রচনা

সূচনা : আমি তৃতীয় শ্রেণীর একজন ছাত্র। আমার একজন বন্ধু আছে। সেও আমার শ্রেণীতে পড়ে। তার নাম মাহমুদ। আমার সহপাঠিদের মধ্যে মাহমুদ আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু।

গুণাবলী : মাহমুদ একজন ভালাে ছাত্র। সে একজন ভালাে খেলােয়াড়ও। সে বুদ্ধিমান সে খুবই কর্মঠ। সে সবার প্রিয়। সে সব পরীক্ষায় ভালাে করে। সে গরীব ও অসহায় মানুষের প্রতি দয়াবান।

পছন্দের কারণ : তার এমন গুণ আছে, যা আমাকে খুবই মুগ্ধ করেছিল। সে বিশ্বস্ত। সে আমার প্রতি এমন আন্তরিক যে সে আমার কাছে কিছুই গােপন করে না। সে আমার প্রয়ােজনে আমার পাশে এসে দাঁড়ায়। তাই, আমি তাকে সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে গ্রহণ করি ।

উপসংহার : তার মতাে বন্ধু পেয়ে আমি গর্বিত। সে আমাকে অত্যন্ত ভালােবাসে। আমিও তাকে তেমনি ভালােবাসি।

My , Best , Friend , Good , Student , Intelligent , Very , Active , Examinations , Helpless , Proud , Sincere , Class , Three , Essays , Writing

Share on Facebook

  • Our School Essay in English & Bengali for Class 3
  • Paper Essay in English & Bengali for Class 3

Recent Post

  • My Brother Paragraph for Class 3 10 Lines in English
  • My Mother Paragraph for Class 3 14 Lines in English
  • My Family Paragraph for Class 3 10 Lines in English
  • My Birthday Celebration Paragraph 13 Lines in English
  • Write a Paragraph about My Self for Class 3 in 103 words
  • Write a Paragraph about My Best Friend for Class 3 in 61 words
  • English to Bengali Word Meanings for Letter S
  • Word Meaning | শব্দ বা শব্দার্থ
  • History of Bengali Grammar | বাংলা ব্যাকরণের ইতিহাস
  • Abbreviation | শব্দ সংক্ষেপ | সংক্ষিপ্তকরণ | সমাহার | সংক্ষেপণ | সঙ্কোচন
  • Bangladesh at a glance | এক নজরে বাংলাদেশ | সাধারণ জ্ঞান - বাংলা
  • Write a Paragraph about Our Classroom for Class 2 in 85 words
  • Mughal Empire | মুঘল আমল | সাধারণ জ্ঞান - বাংলা
  • Rivers of Bangladesh | বাংলাদেশের নদনদী | সাধারণ জ্ঞান - বাংলা
  • United States of America (USA) | মার্কিন যুক্তরাষ্ট্র/আমেরিকা | সাধারণ জ্ঞান - বাংলা
  • Mathematics
  • General Knowledge
  • Application
  • Parts of Speech
  • Composition
  • Translation

Confirm Password *

By registering, you agree to the Terms of Service and Privacy Policy . *

Username or email *

Forgot Password

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.

Sorry, you do not have a permission to ask a question, You must login to ask question.

Bengali Forum Logo

Bengali Forum

বিভিন্ন বিষয়ের উপর বাংলা রচনা | bengali essay online.

essay on my best friend in bengali

  • 16 Questions
  • 418 Answers
  • 14 Best Answers
  • 2,117 Points

বাংলা রচনা:

1. বিজ্ঞান মনস্কতা | Scientific Attitude Essay

2. সমাজসেবা ও ছাত্রসমাজ রচনা | Essay on Social Work and Students

3. সমাজসেবা ও ছাত্রসমাজ রচনা | Essay on Social Work and Students

4. শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা | Role of Mass Media in Education Essay

5. ভয়ংকর এক প্রাকৃতিক বিপর্যয় | Prakritik Biporjoy Essay in

6. জাতীয় সংহতি ও বিচ্ছিন্নতাবাদ | Jatiya Sanhati Essay in Bengali or National Integration Essay

7. ক্রিকেট খেলা | Essay on Cricket in Bengali language

8. গ্রন্থাগার বা লাইব্রেরী | Library Essay in Bengali language

9. বাংলাদেশের নদ নদী | Bangladesher Nod Nodi Essay

10. আমার প্রিয় গ্রন্থ । আমার প্রিয় বই | amar priyo grontho essay in bengali

আরও রচনা দেখুন এখানে

You must login to add an answer.

Add Bengali Forum to your Homescreen!

Essay on My Best Friend for Students and Children

500+ words essay on my best friend.

Friendship is one of the greatest blessings that not everyone is lucky enough to have. We meet a lot of people in the journey of life but there are only a few who leave a mark on us. My best friend is one such person who has been able to make a positive impact on my life. We have been a part of each other’s lives for the longest time and our friendship is still developing. She has been with me through all the thicks and thins. Most importantly, I feel extremely fortunate to have someone as a best friend in my life. In this essay on my best friend, I will tell you about how we became friends and about her best qualities.

Essay on my best friend

Our Friendship

Our friendship started when my best friend came in as a new admission to our class. Both of us were hesitant to talk to each other at first, but gradually we developed a bond. I remember the first time my best friend tried to talk to me; I rolled my eyes because I thought there was no use and we wouldn’t hit it off. However, to my surprise, we became best friends by the end of the session year.

We learned so many things about each other and found out that our taste in music and fashion was so similar. Since then, there was no stopping us. We spent all our time together and our friendship became the talk of the class. We used to help each other out in studies and visited each other’s homes as well. We made sure to have lunch together on Sundays. We also used to watch movies and cartoons together.

On our summer break, we even went to summer camp together and made a lot of memories. Once during the summer holidays, she also accompanied me to my maternal grandparents’ home. We had a fabulous time there. Moreover, we even invented our own handshake which only both of us knew. Through this bond, I learned that family doesn’t end with blood because my best friend was no less than my family. Friendship is one relationship that you choose, unlike all other relationships.

Get the huge list of more than 500 Essay Topics and Ideas

Qualities of My Best Friend

I feel one of the main reasons why I formed such a bond with my best friend was because of the qualities she possesses. Her courage always inspired me to raise my voice against injustice as she always stood up to her bullies. She is also one of the smartest minds in class who doesn’t only excel academically but also in life. I have never seen a dancer as good as my best friend, the accolades she has won are proof of her talent.

Above all, I feel the quality that appeals to me the most is her compassion . Whether it’s towards humans or animals, she always keeps the same approach. For instance, there was an injured stray dog that was wailing in pain, my best friend did not only get him treated but she also adopted him.

essay on my best friend in bengali

Similarly, she saw a poor old woman on the streets one day and she only had money for her lunch. My best friend did not hesitate once before giving all of it to the poor lady. That incident made me respect her even more and inspired me to help the underprivileged more often.

Get English Important Questions here

In short, the bond I share with my best friend is one of my most prized possessions. Both of us inspire each other to become better humans. We push each other to do our best and we are always there in need. A best friend is indeed a precious gem and I am fortunate to have found that gem of my life.

Download Toppr – Best Learning App for Class 5 to 12

FAQs on Essay on My Best Friend

Q.1 Why is it important to have a best friend?

A.1 It is important for everyone to have a best friend as they are our well-wishers with whom one can share everything. In other words, it gets tough to share things with your parents or siblings, but with a best friend, we never hesitate. Additionally, they always support us and boost our confidence.

Q.2 What are the essential qualities of a best friend?

A.2 A best friend should be understanding. One must be able to share anything with them without the fear of being judged. They should be supportive and encouraging of one another. Subsequently, one must always look out for their best friends in times of need.

Q.3. Should you consider all your friends on various Social media as true friends?

A.3  You may have a number of friends on Social media, but they cannot be considered as true friends. Most of them are mere acquaintances. People with whom you talk only occasionally because they are in the same school, college, colony or workplace, but there is no bond of a true friend are acquaintances. A true friend is a person to whom you would go during your hard time seeking help. However, some acquaintances may become friends as time passes by. Thus, we can say that all friends on Social media are not your true friends.

Q.4. Can you have a negative influence on your life due to friends?

A.4  Friends greatly influence one’s life. It is always said that your company defines your character. Friends with good qualities have a positive influence on your life. They motivate you and guide you. Similarly, friends who have bad qualities can negatively influence your life.

Customize your course in 30 seconds

Which class are you in.

tutor

  • Travelling Essay
  • Picnic Essay
  • Our Country Essay
  • My Parents Essay
  • Essay on Favourite Personality
  • Essay on Memorable Day of My Life
  • Essay on Knowledge is Power
  • Essay on Gurpurab
  • Essay on My Favourite Season
  • Essay on Types of Sports

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Download the App

Google Play

Cambridge Dictionary

  • Cambridge Dictionary +Plus

Translation of friendship – English–Bengali dictionary

Your browser doesn't support HTML5 audio

  • Over time , their acquaintance developed into a lasting friendship.
  • In every friendship there has to be some give-and-take.
  • He gets really jealous if his girlfriend strikes up a friendship with another man.
  • Sean and Sarah's friendship blossomed into love .
  • Remember, friendships are a two-way street .

(Translation of friendship from the Cambridge English–Bengali Dictionary © Cambridge University Press)

Examples of friendship

Translations of friendship.

Get a quick, free translation!

{{randomImageQuizHook.quizId}}

Word of the Day

have your hands full

to be so busy that you do not have time to do anything else

Binding, nailing, and gluing: talking about fastening things together

Binding, nailing, and gluing: talking about fastening things together

essay on my best friend in bengali

Learn more with +Plus

  • Recent and Recommended {{#preferredDictionaries}} {{name}} {{/preferredDictionaries}}
  • Definitions Clear explanations of natural written and spoken English English Learner’s Dictionary Essential British English Essential American English
  • Grammar and thesaurus Usage explanations of natural written and spoken English Grammar Thesaurus
  • Pronunciation British and American pronunciations with audio English Pronunciation
  • English–Chinese (Simplified) Chinese (Simplified)–English
  • English–Chinese (Traditional) Chinese (Traditional)–English
  • English–Dutch Dutch–English
  • English–French French–English
  • English–German German–English
  • English–Indonesian Indonesian–English
  • English–Italian Italian–English
  • English–Japanese Japanese–English
  • English–Norwegian Norwegian–English
  • English–Polish Polish–English
  • English–Portuguese Portuguese–English
  • English–Spanish Spanish–English
  • English–Swedish Swedish–English
  • Dictionary +Plus Word Lists
  • English–Bengali    Noun
  • Translations
  • All translations

Add friendship to one of your lists below, or create a new one.

{{message}}

Something went wrong.

There was a problem sending your report.

  • CBSE Class 10th
  • CBSE Class 12th
  • UP Board 10th
  • UP Board 12th
  • Bihar Board 10th
  • Bihar Board 12th
  • Top Schools in India
  • Top Schools in Delhi
  • Top Schools in Mumbai
  • Top Schools in Chennai
  • Top Schools in Hyderabad
  • Top Schools in Kolkata
  • Top Schools in Pune
  • Top Schools in Bangalore

Products & Resources

  • JEE Main Knockout April
  • Free Sample Papers
  • Free Ebooks
  • NCERT Notes
  • NCERT Syllabus
  • NCERT Books
  • RD Sharma Solutions
  • Navodaya Vidyalaya Admission 2024-25
  • NCERT Solutions
  • NCERT Solutions for Class 12
  • NCERT Solutions for Class 11
  • NCERT solutions for Class 10
  • NCERT solutions for Class 9
  • NCERT solutions for Class 8
  • NCERT Solutions for Class 7
  • JEE Main 2024
  • MHT CET 2024
  • JEE Advanced 2024
  • BITSAT 2024
  • View All Engineering Exams
  • Colleges Accepting B.Tech Applications
  • Top Engineering Colleges in India
  • Engineering Colleges in India
  • Engineering Colleges in Tamil Nadu
  • Engineering Colleges Accepting JEE Main
  • Top IITs in India
  • Top NITs in India
  • Top IIITs in India
  • JEE Main College Predictor
  • JEE Main Rank Predictor
  • MHT CET College Predictor
  • AP EAMCET College Predictor
  • GATE College Predictor
  • KCET College Predictor
  • JEE Advanced College Predictor
  • View All College Predictors
  • JEE Main Question Paper
  • JEE Main Cutoff
  • JEE Main Answer Key
  • JEE Main Result
  • Download E-Books and Sample Papers
  • Compare Colleges
  • B.Tech College Applications
  • JEE Advanced Registration
  • MAH MBA CET Exam
  • View All Management Exams

Colleges & Courses

  • MBA College Admissions
  • MBA Colleges in India
  • Top IIMs Colleges in India
  • Top Online MBA Colleges in India
  • MBA Colleges Accepting XAT Score
  • BBA Colleges in India
  • XAT College Predictor 2024
  • SNAP College Predictor
  • NMAT College Predictor
  • MAT College Predictor 2024
  • CMAT College Predictor 2024
  • CAT Percentile Predictor 2023
  • CAT 2023 College Predictor
  • CMAT 2024 Registration
  • TS ICET 2024 Registration
  • CMAT Exam Date 2024
  • MAH MBA CET Cutoff 2024
  • Download Helpful Ebooks
  • List of Popular Branches
  • QnA - Get answers to your doubts
  • IIM Fees Structure
  • AIIMS Nursing
  • Top Medical Colleges in India
  • Top Medical Colleges in India accepting NEET Score
  • Medical Colleges accepting NEET
  • List of Medical Colleges in India
  • List of AIIMS Colleges In India
  • Medical Colleges in Maharashtra
  • Medical Colleges in India Accepting NEET PG
  • NEET College Predictor
  • NEET PG College Predictor
  • NEET MDS College Predictor
  • DNB CET College Predictor
  • DNB PDCET College Predictor
  • NEET Application Form 2024
  • NEET PG Application Form 2024
  • NEET Cut off
  • NEET Online Preparation
  • Download Helpful E-books
  • LSAT India 2024
  • Colleges Accepting Admissions
  • Top Law Colleges in India
  • Law College Accepting CLAT Score
  • List of Law Colleges in India
  • Top Law Colleges in Delhi
  • Top Law Collages in Indore
  • Top Law Colleges in Chandigarh
  • Top Law Collages in Lucknow

Predictors & E-Books

  • CLAT College Predictor
  • MHCET Law ( 5 Year L.L.B) College Predictor
  • AILET College Predictor
  • Sample Papers
  • Compare Law Collages
  • Careers360 Youtube Channel
  • CLAT Syllabus 2025
  • CLAT Previous Year Question Paper
  • AIBE 18 Result 2023
  • NID DAT Exam
  • Pearl Academy Exam

Animation Courses

  • Animation Courses in India
  • Animation Courses in Bangalore
  • Animation Courses in Mumbai
  • Animation Courses in Pune
  • Animation Courses in Chennai
  • Animation Courses in Hyderabad
  • Design Colleges in India
  • Fashion Design Colleges in Bangalore
  • Fashion Design Colleges in Mumbai
  • Fashion Design Colleges in Pune
  • Fashion Design Colleges in Delhi
  • Fashion Design Colleges in Hyderabad
  • Fashion Design Colleges in India
  • Top Design Colleges in India
  • Free Design E-books
  • List of Branches
  • Careers360 Youtube channel
  • NIFT College Predictor
  • UCEED College Predictor
  • NID DAT College Predictor
  • IPU CET BJMC
  • JMI Mass Communication Entrance Exam
  • IIMC Entrance Exam
  • Media & Journalism colleges in Delhi
  • Media & Journalism colleges in Bangalore
  • Media & Journalism colleges in Mumbai
  • List of Media & Journalism Colleges in India
  • CA Intermediate
  • CA Foundation
  • CS Executive
  • CS Professional
  • Difference between CA and CS
  • Difference between CA and CMA
  • CA Full form
  • CMA Full form
  • CS Full form
  • CA Salary In India

Top Courses & Careers

  • Bachelor of Commerce (B.Com)
  • Master of Commerce (M.Com)
  • Company Secretary
  • Cost Accountant
  • Charted Accountant
  • Credit Manager
  • Financial Advisor
  • Top Commerce Colleges in India
  • Top Government Commerce Colleges in India
  • Top Private Commerce Colleges in India
  • Top M.Com Colleges in Mumbai
  • Top B.Com Colleges in India
  • IT Colleges in Tamil Nadu
  • IT Colleges in Uttar Pradesh
  • MCA Colleges in India
  • BCA Colleges in India

Quick Links

  • Information Technology Courses
  • Programming Courses
  • Web Development Courses
  • Data Analytics Courses
  • Big Data Analytics Courses
  • RUHS Pharmacy Admission Test
  • Top Pharmacy Colleges in India
  • Pharmacy Colleges in Pune
  • Pharmacy Colleges in Mumbai
  • Colleges Accepting GPAT Score
  • Pharmacy Colleges in Lucknow
  • List of Pharmacy Colleges in Nagpur
  • GPAT Result
  • GPAT 2024 Admit Card
  • GPAT Question Papers
  • NCHMCT JEE 2024
  • Mah BHMCT CET
  • Top Hotel Management Colleges in Delhi
  • Top Hotel Management Colleges in Hyderabad
  • Top Hotel Management Colleges in Mumbai
  • Top Hotel Management Colleges in Tamil Nadu
  • Top Hotel Management Colleges in Maharashtra
  • B.Sc Hotel Management
  • Hotel Management
  • Diploma in Hotel Management and Catering Technology

Diploma Colleges

  • Top Diploma Colleges in Maharashtra
  • UPSC IAS 2024
  • SSC CGL 2024
  • IBPS RRB 2024
  • Previous Year Sample Papers
  • Free Competition E-books
  • Sarkari Result
  • QnA- Get your doubts answered
  • UPSC Previous Year Sample Papers
  • CTET Previous Year Sample Papers
  • SBI Clerk Previous Year Sample Papers
  • NDA Previous Year Sample Papers

Upcoming Events

  • NDA Application Form 2024
  • UPSC IAS Application Form 2024
  • CDS Application Form 2024
  • CTET Admit card 2024
  • HP TET Result 2023
  • SSC GD Constable Admit Card 2024
  • UPTET Notification 2024
  • SBI Clerk Result 2024

Other Exams

  • SSC CHSL 2024
  • UP PCS 2024
  • UGC NET 2024
  • RRB NTPC 2024
  • IBPS PO 2024
  • IBPS Clerk 2024
  • IBPS SO 2024
  • Top University in USA
  • Top University in Canada
  • Top University in Ireland
  • Top Universities in UK
  • Top Universities in Australia
  • Best MBA Colleges in Abroad
  • Business Management Studies Colleges

Top Countries

  • Study in USA
  • Study in UK
  • Study in Canada
  • Study in Australia
  • Study in Ireland
  • Study in Germany
  • Study in China
  • Study in Europe

Student Visas

  • Student Visa Canada
  • Student Visa UK
  • Student Visa USA
  • Student Visa Australia
  • Student Visa Germany
  • Student Visa New Zealand
  • Student Visa Ireland
  • CUET PG 2024
  • IGNOU B.Ed Admission 2024
  • DU Admission 2024
  • UP B.Ed JEE 2024
  • DDU Entrance Exam
  • IIT JAM 2024
  • IGNOU Online Admission 2024
  • Universities in India
  • Top Universities in India 2024
  • Top Colleges in India
  • Top Universities in Uttar Pradesh 2024
  • Top Universities in Bihar
  • Top Universities in Madhya Pradesh 2024
  • Top Universities in Tamil Nadu 2024
  • Central Universities in India
  • CUET Exam City Intimation Slip 2024
  • IGNOU Date Sheet
  • CUET Mock Test 2024
  • CUET Admit card 2024
  • CUET PG Syllabus 2024
  • CUET Participating Universities 2024
  • CUET Previous Year Question Paper
  • CUET Syllabus 2024 for Science Students
  • E-Books and Sample Papers
  • CUET Exam Pattern 2024
  • CUET Exam Date 2024
  • CUET Syllabus 2024
  • IGNOU Exam Form 2024
  • IGNOU Result
  • CUET Courses List 2024

Engineering Preparation

  • Knockout JEE Main 2024
  • Test Series JEE Main 2024
  • JEE Main 2024 Rank Booster

Medical Preparation

  • Knockout NEET 2024
  • Test Series NEET 2024
  • Rank Booster NEET 2024

Online Courses

  • JEE Main One Month Course
  • NEET One Month Course
  • IBSAT Free Mock Tests
  • IIT JEE Foundation Course
  • Knockout BITSAT 2024
  • Career Guidance Tool

Top Streams

  • IT & Software Certification Courses
  • Engineering and Architecture Certification Courses
  • Programming And Development Certification Courses
  • Business and Management Certification Courses
  • Marketing Certification Courses
  • Health and Fitness Certification Courses
  • Design Certification Courses

Specializations

  • Digital Marketing Certification Courses
  • Cyber Security Certification Courses
  • Artificial Intelligence Certification Courses
  • Business Analytics Certification Courses
  • Data Science Certification Courses
  • Cloud Computing Certification Courses
  • Machine Learning Certification Courses
  • View All Certification Courses
  • UG Degree Courses
  • PG Degree Courses
  • Short Term Courses
  • Free Courses
  • Online Degrees and Diplomas
  • Compare Courses

Top Providers

  • Coursera Courses
  • Udemy Courses
  • Edx Courses
  • Swayam Courses
  • upGrad Courses
  • Simplilearn Courses
  • Great Learning Courses

Access premium articles, webinars, resources to make the best decisions for career, course, exams, scholarships, study abroad and much more with

Plan, Prepare & Make the Best Career Choices

My Best Friend Essay

English Icon

A lot of people come into our lives. Many of them are forgotten, but some have a lasting effect on us. Even though we have many friends, only a small number of them count as our best friends. This article provides students with sample essays on ‘my best friend’ to help them get a head start on their school assignments and projects. These essays can also help with your writing skills, creativity and for you to come up with different ideas while writing essays.

My Best Friend Essay

100 Words Essay on My Best Friend

When two people connect on a deep level, they become friends and become a constant in each other's life. My best friend, Prerna and I are compatible in mind, taste, and temperament and that is essential for true friendship. My life has improved in many ways by having a best friend like her. She helps me with my troubles and makes me feel happy and less stressed. I feel less lonely around Prerna, she provides me comfort and joy. I’m always laughing when I’m around her. She is the funniest person I know. I know I can always count on Prerna for anything I need. I have known her for 5 years and we have made countless memories together.

Also Read | Importance Of Friendship Essay

200 Words Essay on My Best Friend

True friendships are priceless and are of utmost importance in this life. The best friends are without a doubt the best blessings that God has given us. Nothing is better than having a true best friend with whom you can discuss the most important events in your life and turn for support at any time of the day. There is no one who can compare to the unwavering love and honesty that a friend can provide. Best friends give our life meaning and also make it simpler and happier.

Also Read | Best Friend Speech

My best friend is one of my life's greatest treasures. Time passes away swiftly when I’m spending time with him. My best friend, Anmol, is always there for me whenever I need assistance or encouragement. We shared experiences and made memories that I will cherish for the rest of my life. Anmol is the first person I think of in any urgent circumstance. When I am having difficulty, he always helps me by giving me the best ideas. The one person I can rely on completely for the rest of my life is my best friend, Anmol. We both help each other out whenever we can. We spend time almost everyday and find new exciting things to do together—be it trying new cuisines or reading new books.

Also Read | A friend In Need Is A Friend Indeed

500 Words Essay on My Best Friend

Friendship is a wonderful gift in anyone's life. A person meets a variety of people throughout their lifetime. Among these are a handful who share similar tastes and personalities to us. We spend more time with these kinds of people and grow closer to them. A certain form of relationship gradually emerges that proves to have a lasting impact on one's life.

Qualities of My Best Friend

My best friend, Vanshika is the most reliable and supportive person I know. She has so many qualities that I wish to have as well.

Vanshika is someone who is always there for me no matter what. She is the one person I can rely on, and she will always have my back. I can freely share all my secrets with her without any hesitation.

My best friend is always honest with me even if it hurts me sometimes. She never lies to me and always gives me the hard truth. Vanshika is someone who I know has my best interests at heart, and will never do anything to hurt me.

Vanshika is one of those people in my life who is always there for me, both physically and emotionally. If I am feeling down, she will be there to comfort me. And if I need someone to talk to, she will always be there to listen. She is my shoulder to cry on, and a friend who will never judge me.

My best friend, Vanshika, is also someone who I can always have fun with. She is someone who I can laugh and joke with, and she will never get offended. She knows how to have a good time, and is always up for trying new things.

Also, Read | Friendship Day Speech

Reasons Why I Like My Best Friend

I have been blessed with some amazing friends in my life, but there is one friend who always comes to mind when I think about the best of the best. We have been through so many highs and lows together, and she has always been there for me. We have been best friends for over 10 years now, and I can honestly say that she is the most loyal and supportive person I know. She is someone who I can always count on to make me laugh, even when I am feeling down. We have a lot of fun together and can always find something to talk about. I also appreciate her for being honest with me—she will tell me when I am being ridiculous, and I know that I can trust her judgement. I don’t know what I would do without her, and I am so grateful for our friendship.

Also, Read | Friendship Essay

She is always there for me when I need her, and she never hesitates to lend a listening ear or offer words of wisdom. She is also one of the funniest people I know, and I always enjoy spending time with her. We have shared so many memories together over the years, and I know that we will continue to do so for many years to come. I am grateful for my friend’s friendship, and I know that she is a valuable part of my life. She is truly one of a kind, and I am lucky to call her my friend.

Explore Career Options (By Industry)

  • Construction
  • Entertainment
  • Manufacturing
  • Information Technology

Data Administrator

Database professionals use software to store and organise data such as financial information, and customer shipping records. Individuals who opt for a career as data administrators ensure that data is available for users and secured from unauthorised sales. DB administrators may work in various types of industries. It may involve computer systems design, service firms, insurance companies, banks and hospitals.

Bio Medical Engineer

The field of biomedical engineering opens up a universe of expert chances. An Individual in the biomedical engineering career path work in the field of engineering as well as medicine, in order to find out solutions to common problems of the two fields. The biomedical engineering job opportunities are to collaborate with doctors and researchers to develop medical systems, equipment, or devices that can solve clinical problems. Here we will be discussing jobs after biomedical engineering, how to get a job in biomedical engineering, biomedical engineering scope, and salary. 

Ethical Hacker

A career as ethical hacker involves various challenges and provides lucrative opportunities in the digital era where every giant business and startup owns its cyberspace on the world wide web. Individuals in the ethical hacker career path try to find the vulnerabilities in the cyber system to get its authority. If he or she succeeds in it then he or she gets its illegal authority. Individuals in the ethical hacker career path then steal information or delete the file that could affect the business, functioning, or services of the organization.

GIS officer work on various GIS software to conduct a study and gather spatial and non-spatial information. GIS experts update the GIS data and maintain it. The databases include aerial or satellite imagery, latitudinal and longitudinal coordinates, and manually digitized images of maps. In a career as GIS expert, one is responsible for creating online and mobile maps.

Data Analyst

The invention of the database has given fresh breath to the people involved in the data analytics career path. Analysis refers to splitting up a whole into its individual components for individual analysis. Data analysis is a method through which raw data are processed and transformed into information that would be beneficial for user strategic thinking.

Data are collected and examined to respond to questions, evaluate hypotheses or contradict theories. It is a tool for analyzing, transforming, modeling, and arranging data with useful knowledge, to assist in decision-making and methods, encompassing various strategies, and is used in different fields of business, research, and social science.

Geothermal Engineer

Individuals who opt for a career as geothermal engineers are the professionals involved in the processing of geothermal energy. The responsibilities of geothermal engineers may vary depending on the workplace location. Those who work in fields design facilities to process and distribute geothermal energy. They oversee the functioning of machinery used in the field.

Database Architect

If you are intrigued by the programming world and are interested in developing communications networks then a career as database architect may be a good option for you. Data architect roles and responsibilities include building design models for data communication networks. Wide Area Networks (WANs), local area networks (LANs), and intranets are included in the database networks. It is expected that database architects will have in-depth knowledge of a company's business to develop a network to fulfil the requirements of the organisation. Stay tuned as we look at the larger picture and give you more information on what is db architecture, why you should pursue database architecture, what to expect from such a degree and what your job opportunities will be after graduation. Here, we will be discussing how to become a data architect. Students can visit NIT Trichy , IIT Kharagpur , JMI New Delhi . 

Remote Sensing Technician

Individuals who opt for a career as a remote sensing technician possess unique personalities. Remote sensing analysts seem to be rational human beings, they are strong, independent, persistent, sincere, realistic and resourceful. Some of them are analytical as well, which means they are intelligent, introspective and inquisitive. 

Remote sensing scientists use remote sensing technology to support scientists in fields such as community planning, flight planning or the management of natural resources. Analysing data collected from aircraft, satellites or ground-based platforms using statistical analysis software, image analysis software or Geographic Information Systems (GIS) is a significant part of their work. Do you want to learn how to become remote sensing technician? There's no need to be concerned; we've devised a simple remote sensing technician career path for you. Scroll through the pages and read.

Budget Analyst

Budget analysis, in a nutshell, entails thoroughly analyzing the details of a financial budget. The budget analysis aims to better understand and manage revenue. Budget analysts assist in the achievement of financial targets, the preservation of profitability, and the pursuit of long-term growth for a business. Budget analysts generally have a bachelor's degree in accounting, finance, economics, or a closely related field. Knowledge of Financial Management is of prime importance in this career.

Underwriter

An underwriter is a person who assesses and evaluates the risk of insurance in his or her field like mortgage, loan, health policy, investment, and so on and so forth. The underwriter career path does involve risks as analysing the risks means finding out if there is a way for the insurance underwriter jobs to recover the money from its clients. If the risk turns out to be too much for the company then in the future it is an underwriter who will be held accountable for it. Therefore, one must carry out his or her job with a lot of attention and diligence.

Finance Executive

Product manager.

A Product Manager is a professional responsible for product planning and marketing. He or she manages the product throughout the Product Life Cycle, gathering and prioritising the product. A product manager job description includes defining the product vision and working closely with team members of other departments to deliver winning products.  

Operations Manager

Individuals in the operations manager jobs are responsible for ensuring the efficiency of each department to acquire its optimal goal. They plan the use of resources and distribution of materials. The operations manager's job description includes managing budgets, negotiating contracts, and performing administrative tasks.

Stock Analyst

Individuals who opt for a career as a stock analyst examine the company's investments makes decisions and keep track of financial securities. The nature of such investments will differ from one business to the next. Individuals in the stock analyst career use data mining to forecast a company's profits and revenues, advise clients on whether to buy or sell, participate in seminars, and discussing financial matters with executives and evaluate annual reports.

A Researcher is a professional who is responsible for collecting data and information by reviewing the literature and conducting experiments and surveys. He or she uses various methodological processes to provide accurate data and information that is utilised by academicians and other industry professionals. Here, we will discuss what is a researcher, the researcher's salary, types of researchers.

Welding Engineer

Welding Engineer Job Description: A Welding Engineer work involves managing welding projects and supervising welding teams. He or she is responsible for reviewing welding procedures, processes and documentation. A career as Welding Engineer involves conducting failure analyses and causes on welding issues. 

Transportation Planner

A career as Transportation Planner requires technical application of science and technology in engineering, particularly the concepts, equipment and technologies involved in the production of products and services. In fields like land use, infrastructure review, ecological standards and street design, he or she considers issues of health, environment and performance. A Transportation Planner assigns resources for implementing and designing programmes. He or she is responsible for assessing needs, preparing plans and forecasts and compliance with regulations.

Environmental Engineer

Individuals who opt for a career as an environmental engineer are construction professionals who utilise the skills and knowledge of biology, soil science, chemistry and the concept of engineering to design and develop projects that serve as solutions to various environmental problems. 

Safety Manager

A Safety Manager is a professional responsible for employee’s safety at work. He or she plans, implements and oversees the company’s employee safety. A Safety Manager ensures compliance and adherence to Occupational Health and Safety (OHS) guidelines.

Conservation Architect

A Conservation Architect is a professional responsible for conserving and restoring buildings or monuments having a historic value. He or she applies techniques to document and stabilise the object’s state without any further damage. A Conservation Architect restores the monuments and heritage buildings to bring them back to their original state.

Structural Engineer

A Structural Engineer designs buildings, bridges, and other related structures. He or she analyzes the structures and makes sure the structures are strong enough to be used by the people. A career as a Structural Engineer requires working in the construction process. It comes under the civil engineering discipline. A Structure Engineer creates structural models with the help of computer-aided design software. 

Highway Engineer

Highway Engineer Job Description:  A Highway Engineer is a civil engineer who specialises in planning and building thousands of miles of roads that support connectivity and allow transportation across the country. He or she ensures that traffic management schemes are effectively planned concerning economic sustainability and successful implementation.

Field Surveyor

Are you searching for a Field Surveyor Job Description? A Field Surveyor is a professional responsible for conducting field surveys for various places or geographical conditions. He or she collects the required data and information as per the instructions given by senior officials. 

Orthotist and Prosthetist

Orthotists and Prosthetists are professionals who provide aid to patients with disabilities. They fix them to artificial limbs (prosthetics) and help them to regain stability. There are times when people lose their limbs in an accident. In some other occasions, they are born without a limb or orthopaedic impairment. Orthotists and prosthetists play a crucial role in their lives with fixing them to assistive devices and provide mobility.

Pathologist

A career in pathology in India is filled with several responsibilities as it is a medical branch and affects human lives. The demand for pathologists has been increasing over the past few years as people are getting more aware of different diseases. Not only that, but an increase in population and lifestyle changes have also contributed to the increase in a pathologist’s demand. The pathology careers provide an extremely huge number of opportunities and if you want to be a part of the medical field you can consider being a pathologist. If you want to know more about a career in pathology in India then continue reading this article.

Veterinary Doctor

Speech therapist, gynaecologist.

Gynaecology can be defined as the study of the female body. The job outlook for gynaecology is excellent since there is evergreen demand for one because of their responsibility of dealing with not only women’s health but also fertility and pregnancy issues. Although most women prefer to have a women obstetrician gynaecologist as their doctor, men also explore a career as a gynaecologist and there are ample amounts of male doctors in the field who are gynaecologists and aid women during delivery and childbirth. 

Audiologist

The audiologist career involves audiology professionals who are responsible to treat hearing loss and proactively preventing the relevant damage. Individuals who opt for a career as an audiologist use various testing strategies with the aim to determine if someone has a normal sensitivity to sounds or not. After the identification of hearing loss, a hearing doctor is required to determine which sections of the hearing are affected, to what extent they are affected, and where the wound causing the hearing loss is found. As soon as the hearing loss is identified, the patients are provided with recommendations for interventions and rehabilitation such as hearing aids, cochlear implants, and appropriate medical referrals. While audiology is a branch of science that studies and researches hearing, balance, and related disorders.

An oncologist is a specialised doctor responsible for providing medical care to patients diagnosed with cancer. He or she uses several therapies to control the cancer and its effect on the human body such as chemotherapy, immunotherapy, radiation therapy and biopsy. An oncologist designs a treatment plan based on a pathology report after diagnosing the type of cancer and where it is spreading inside the body.

Are you searching for an ‘Anatomist job description’? An Anatomist is a research professional who applies the laws of biological science to determine the ability of bodies of various living organisms including animals and humans to regenerate the damaged or destroyed organs. If you want to know what does an anatomist do, then read the entire article, where we will answer all your questions.

For an individual who opts for a career as an actor, the primary responsibility is to completely speak to the character he or she is playing and to persuade the crowd that the character is genuine by connecting with them and bringing them into the story. This applies to significant roles and littler parts, as all roles join to make an effective creation. Here in this article, we will discuss how to become an actor in India, actor exams, actor salary in India, and actor jobs. 

Individuals who opt for a career as acrobats create and direct original routines for themselves, in addition to developing interpretations of existing routines. The work of circus acrobats can be seen in a variety of performance settings, including circus, reality shows, sports events like the Olympics, movies and commercials. Individuals who opt for a career as acrobats must be prepared to face rejections and intermittent periods of work. The creativity of acrobats may extend to other aspects of the performance. For example, acrobats in the circus may work with gym trainers, celebrities or collaborate with other professionals to enhance such performance elements as costume and or maybe at the teaching end of the career.

Video Game Designer

Career as a video game designer is filled with excitement as well as responsibilities. A video game designer is someone who is involved in the process of creating a game from day one. He or she is responsible for fulfilling duties like designing the character of the game, the several levels involved, plot, art and similar other elements. Individuals who opt for a career as a video game designer may also write the codes for the game using different programming languages.

Depending on the video game designer job description and experience they may also have to lead a team and do the early testing of the game in order to suggest changes and find loopholes.

Radio Jockey

Radio Jockey is an exciting, promising career and a great challenge for music lovers. If you are really interested in a career as radio jockey, then it is very important for an RJ to have an automatic, fun, and friendly personality. If you want to get a job done in this field, a strong command of the language and a good voice are always good things. Apart from this, in order to be a good radio jockey, you will also listen to good radio jockeys so that you can understand their style and later make your own by practicing.

A career as radio jockey has a lot to offer to deserving candidates. If you want to know more about a career as radio jockey, and how to become a radio jockey then continue reading the article.

Choreographer

The word “choreography" actually comes from Greek words that mean “dance writing." Individuals who opt for a career as a choreographer create and direct original dances, in addition to developing interpretations of existing dances. A Choreographer dances and utilises his or her creativity in other aspects of dance performance. For example, he or she may work with the music director to select music or collaborate with other famous choreographers to enhance such performance elements as lighting, costume and set design.

Social Media Manager

A career as social media manager involves implementing the company’s or brand’s marketing plan across all social media channels. Social media managers help in building or improving a brand’s or a company’s website traffic, build brand awareness, create and implement marketing and brand strategy. Social media managers are key to important social communication as well.

Photographer

Photography is considered both a science and an art, an artistic means of expression in which the camera replaces the pen. In a career as a photographer, an individual is hired to capture the moments of public and private events, such as press conferences or weddings, or may also work inside a studio, where people go to get their picture clicked. Photography is divided into many streams each generating numerous career opportunities in photography. With the boom in advertising, media, and the fashion industry, photography has emerged as a lucrative and thrilling career option for many Indian youths.

An individual who is pursuing a career as a producer is responsible for managing the business aspects of production. They are involved in each aspect of production from its inception to deception. Famous movie producers review the script, recommend changes and visualise the story. 

They are responsible for overseeing the finance involved in the project and distributing the film for broadcasting on various platforms. A career as a producer is quite fulfilling as well as exhaustive in terms of playing different roles in order for a production to be successful. Famous movie producers are responsible for hiring creative and technical personnel on contract basis.

Copy Writer

In a career as a copywriter, one has to consult with the client and understand the brief well. A career as a copywriter has a lot to offer to deserving candidates. Several new mediums of advertising are opening therefore making it a lucrative career choice. Students can pursue various copywriter courses such as Journalism , Advertising , Marketing Management . Here, we have discussed how to become a freelance copywriter, copywriter career path, how to become a copywriter in India, and copywriting career outlook. 

In a career as a vlogger, one generally works for himself or herself. However, once an individual has gained viewership there are several brands and companies that approach them for paid collaboration. It is one of those fields where an individual can earn well while following his or her passion. 

Ever since internet costs got reduced the viewership for these types of content has increased on a large scale. Therefore, a career as a vlogger has a lot to offer. If you want to know more about the Vlogger eligibility, roles and responsibilities then continue reading the article. 

For publishing books, newspapers, magazines and digital material, editorial and commercial strategies are set by publishers. Individuals in publishing career paths make choices about the markets their businesses will reach and the type of content that their audience will be served. Individuals in book publisher careers collaborate with editorial staff, designers, authors, and freelance contributors who develop and manage the creation of content.

Careers in journalism are filled with excitement as well as responsibilities. One cannot afford to miss out on the details. As it is the small details that provide insights into a story. Depending on those insights a journalist goes about writing a news article. A journalism career can be stressful at times but if you are someone who is passionate about it then it is the right choice for you. If you want to know more about the media field and journalist career then continue reading this article.

Individuals in the editor career path is an unsung hero of the news industry who polishes the language of the news stories provided by stringers, reporters, copywriters and content writers and also news agencies. Individuals who opt for a career as an editor make it more persuasive, concise and clear for readers. In this article, we will discuss the details of the editor's career path such as how to become an editor in India, editor salary in India and editor skills and qualities.

Individuals who opt for a career as a reporter may often be at work on national holidays and festivities. He or she pitches various story ideas and covers news stories in risky situations. Students can pursue a BMC (Bachelor of Mass Communication) , B.M.M. (Bachelor of Mass Media) , or  MAJMC (MA in Journalism and Mass Communication) to become a reporter. While we sit at home reporters travel to locations to collect information that carries a news value.  

Corporate Executive

Are you searching for a Corporate Executive job description? A Corporate Executive role comes with administrative duties. He or she provides support to the leadership of the organisation. A Corporate Executive fulfils the business purpose and ensures its financial stability. In this article, we are going to discuss how to become corporate executive.

Multimedia Specialist

A multimedia specialist is a media professional who creates, audio, videos, graphic image files, computer animations for multimedia applications. He or she is responsible for planning, producing, and maintaining websites and applications. 

Quality Controller

A quality controller plays a crucial role in an organisation. He or she is responsible for performing quality checks on manufactured products. He or she identifies the defects in a product and rejects the product. 

A quality controller records detailed information about products with defects and sends it to the supervisor or plant manager to take necessary actions to improve the production process.

Production Manager

A QA Lead is in charge of the QA Team. The role of QA Lead comes with the responsibility of assessing services and products in order to determine that he or she meets the quality standards. He or she develops, implements and manages test plans. 

Process Development Engineer

The Process Development Engineers design, implement, manufacture, mine, and other production systems using technical knowledge and expertise in the industry. They use computer modeling software to test technologies and machinery. An individual who is opting career as Process Development Engineer is responsible for developing cost-effective and efficient processes. They also monitor the production process and ensure it functions smoothly and efficiently.

AWS Solution Architect

An AWS Solution Architect is someone who specializes in developing and implementing cloud computing systems. He or she has a good understanding of the various aspects of cloud computing and can confidently deploy and manage their systems. He or she troubleshoots the issues and evaluates the risk from the third party. 

Azure Administrator

An Azure Administrator is a professional responsible for implementing, monitoring, and maintaining Azure Solutions. He or she manages cloud infrastructure service instances and various cloud servers as well as sets up public and private cloud systems. 

Computer Programmer

Careers in computer programming primarily refer to the systematic act of writing code and moreover include wider computer science areas. The word 'programmer' or 'coder' has entered into practice with the growing number of newly self-taught tech enthusiasts. Computer programming careers involve the use of designs created by software developers and engineers and transforming them into commands that can be implemented by computers. These commands result in regular usage of social media sites, word-processing applications and browsers.

Information Security Manager

Individuals in the information security manager career path involves in overseeing and controlling all aspects of computer security. The IT security manager job description includes planning and carrying out security measures to protect the business data and information from corruption, theft, unauthorised access, and deliberate attack 

ITSM Manager

Automation test engineer.

An Automation Test Engineer job involves executing automated test scripts. He or she identifies the project’s problems and troubleshoots them. The role involves documenting the defect using management tools. He or she works with the application team in order to resolve any issues arising during the testing process. 

Applications for Admissions are open.

Aakash iACST Scholarship Test 2024

Aakash iACST Scholarship Test 2024

Get up to 90% scholarship on NEET, JEE & Foundation courses

JEE Main Important Chemistry formulas

JEE Main Important Chemistry formulas

As per latest 2024 syllabus. Chemistry formulas, equations, & laws of class 11 & 12th chapters

SAT® | CollegeBoard

SAT® | CollegeBoard

Registeration closing on 19th Apr for SAT® | One Test-Many Universities | 90% discount on registrations fee | Free Practice | Multiple Attempts | no penalty for guessing

TOEFL ® Registrations 2024

TOEFL ® Registrations 2024

Thinking of Studying Abroad? Think the TOEFL® test. Register now & Save 10% on English Proficiency Tests with Gift Cards

Resonance Coaching

Resonance Coaching

Enroll in Resonance Coaching for success in JEE/NEET exams

NEET 2024 Most scoring concepts

NEET 2024 Most scoring concepts

Just Study 32% of the NEET syllabus and Score upto 100% marks

Everything about Education

Latest updates, Exclusive Content, Webinars and more.

Download Careers360 App's

Regular exam updates, QnA, Predictors, College Applications & E-books now on your Mobile

student

Cetifications

student

We Appeared in

Economic Times

Onlymyenglish.com

Onlymyenglish.com

Learn English

My Best Friend Essay in English (100, 200, 300, 500 Words)

A best friend is a special and unforgettable person in our lives and will stay longer than other common friends. We share most of the things, conversations, and important talks and support them anytime in our lives.

In this topic, we are discussing the best friend and the memories that we all spent with our friends and best friends. 

We have covered an essay pattern in various paragraphs of around 100 words, 200 words, 300 words, and 500 words, respectively, that helps many of the children or students of class 2 to 12th to understand the short and descriptive essay pattern of the best friend.

Table of Contents

My Best Friend Essay 100 Words

I always thank God that he sent Rahul into my life as my best friend, and I also wish that everyone has a friend like Rahul. Rahul and I met on the first day of school after the summer vacation when we were studying in the 5th standard.

I also remember an incident when our class teacher asked him about his previous school and the place from where he came. He is a good speaker, and he gave an interesting answer to everyone in his introduction in class. 

He is good at studies and also a good athlete. He loves running and singing too, and his handwriting is also very neat and clean. I feel happy to become his friend, and he also loves my company, and we spend most of our time together.

My Best Friend Essay 200 Words

I have had a lot of friends since childhood, but Raghav is one of the kindest and most trustworthy friends for me. I must say that Rohan has been my best friend since childhood. He is a very good person and a true friend because he has a good manner that he never lies to anyone, and hates people who lie to him. He is a kind boy and also a sincere student. We both live in the same building, and our apartments are also in front of each other. 

My parents also met my friend in the school at the parents-teachers meeting, and they also like Raghav and his sincerity. We both have been in the same class from the 3rd standard until now. We are in the 10th standard now, and we both help each other in the preparation for Board exams, which will be held in the month of March. 

He always invites me to his house to play video games with him. Every Sunday, we both enjoy playing video games with popcorn and juice together. Sometimes, our school teachers also wonder about our true friendship and the strong bond between us. He has a set of badminton rackets and a shuttle, and we also play together in the evening near our building. We both love each other’s company.

My Best Friend Essay 300 Words

Everyone has at least a single friend who is more than just a friend to them. Getting a friend is common, but getting a true friend is very rare and a bit special. It is like a big achievement for people to get a trustworthy and lifelong best friend. I also had a best friend in my life too since childhood. His name is Ganaraj, and his mother is Telugu. We are neighbors too and also classmates. We always sit together in school and also spend most of the time together. 

He is a very talented person and always supports me in my studies. We both like mathematics, and also we love to solve maths numerical problems. I like to play games, and we both always play games together and participate in the sports that are held in school. Our favorite sport is Cricket, and we both are good all-rounders on our school cricket team. Our class teacher always suggests and supports us to play cricket even better and also helps in education to achieve success in life.

He is very valuable to me, and I always value his friendship as I value my parents. He is like my family, as a brother from another mother. Whenever I need his help and support, my best friend is there for me to hold me. We both live in the precious moment and create memories that will stay with me forever. Our friendship is a kind of beautiful relationship, and I hope any kind will never break these mistakes. Every Sunday, we go together to a playground near our locality, and we spend most of our time there. My parents also like Ganaraj to be my friend. Everyone is happy with our friendship and has a strong bond that never goes down in any situation.

My Best Friend Essay 500 Words

My best friend’s name is Siddhart Jadhav. We have been friends since class 7th A in Alfred Nobel High School. We both studied in the same school in childhood but not in the same class as our sections are different. Later that time, all the students from all the sections are sorted according to the previous academics’ percentages and grades and separated into four different sections. Due to this separation, I met Siddhart in the 7th A, and we became friends at that time. Later, time goes by, and our friendship bond becomes stronger, and we become best friends with each other and spend most of our time together in school, tuition, and extra classes. We also sit on the same bench in the classroom. 

Our likes and dislikes are also common, and we also love to dance and sing. In every annual gathering and other function that is held in our school, we both participate and give our best performances. We never wanted to win the competitions, our intention was to enjoy the gathering. Some of our school teachers don’t like our togetherness and friendship, but some of them loved and always blessed our strong bonded friendship to stay longer and longer. Siddharth and I always talked in the running classroom, and most of the time, our teacher also punished both of us by standing outside the classroom. We always tried to irritate the lecturer in the chemistry lectures by asking tons of doubts and questions. We eat tiffin boxes sitting on the last benches.

Apart from this naughtiness, Siddharth is very punctual, and he is never late for coming to school and attending classes. He always completes his homework at a given time and being with him, I also start studying very well and completing my homework on time. He keeps his books and copies very clean. His writing is very nice and encourages me to write cleanly and clearly for better understanding. My parents also compliment my friend that being with him, I also become responsible and a good student.

Siddharth and I are both excellent football players and athletes. When we both start playing the football game, the opponent team never wins. Our sports teacher always motivates us and tells us that we will become good football players one day. My parents also know Siddharth very much, and they like his pleasant behavior. Feel free when Siddharth and I stay together, whether for playing games, video games, study, or for going out to have fun with other classmates. Siddharth is my best friend, my first friend. He is the one who offers me help in my studies when I need it, supports me and always shows love to me, defends me, and stands by my side in any situation no matter what. 

In academics, my best friend, Siddharth, is chosen to be awarded the best student of the year in the 10th class. He is one of the brilliant students of our school and also won many of the competitions that were held in school. He is like a well-wisher, and I always enjoyed his company. He, too, feels secure and relieved by spending time with me as well. He is like a problem-solving friend to me. I never wanted to lose him in my life.

  • Global Warming Essay
  • Mahatma Gandhi Essay
  • Essay on Holi
  • Independence Day Essay
  • My Family Essay
  • My School Essay

You might also like

Importance of education essay, water pollution essay in english, child labour essay in english for students, essay on swami vivekananda in english for students, my country india essay for students and children in english, morning walk essay in english.

Results for my best friend essay translation from English to Bengali

Human contributions.

From professional translators, enterprises, web pages and freely available translation repositories.

Add a translation

my best friend essay book

আমার সেরা বন্ধু প্রবন্ধ বই

Last Update: 2019-10-29 Usage Frequency: 1 Quality: Reference: Anonymous

my friend essay

আমার বন্ধু প্রবন্ধ

Last Update: 2019-12-15 Usage Frequency: 1 Quality: Reference: Anonymous

my best friend

my best friend essay

Last Update: 2017-02-20 Usage Frequency: 1 Quality: Reference: Anonymous

tree is our best friend essay

গাছ আমাদের সেরা বন্ধু প্রবন্ধ

Last Update: 2021-08-11 Usage Frequency: 1 Quality: Reference: Anonymous

trees are our best friend essay

গাছ আমাদের সেরা বন্ধু রচনা

Last Update: 2021-07-26 Usage Frequency: 1 Quality: Reference: Anonymous

books are my best friend

Last Update: 2022-02-13 Usage Frequency: 1 Quality: Reference: Anonymous

i miss you my dear best friend

আমি তোমাকে মিস করি আমার সেরা বন্ধু

Last Update: 2023-09-20 Usage Frequency: 1 Quality: Reference: Anonymous

books are our best friend essay in bengali

বই বাংলায় আমাদের শ্রেষ্ঠ বন্ধু প্রবন্ধ হয়

Last Update: 2017-06-10 Usage Frequency: 1 Quality: Reference: Anonymous

book our best friend

আমাদের সেরা বন্ধু বুক

Last Update: 2022-11-20 Usage Frequency: 1 Quality: Reference: Anonymous

my best friend doesn't count

Last Update: 2022-03-07 Usage Frequency: 1 Quality: Reference: Anonymous

your care for best friend

Last Update: 2023-10-02 Usage Frequency: 1 Quality: Reference: Anonymous

books are our best friend

বই আমাদের সেরা বন্ধু

Last Update: 2023-11-26 Usage Frequency: 4 Quality: Reference: Anonymous

i wish i had a best friend

আমার ইচ্ছা আমার মতো বন্ধু থাকলে

Last Update: 2021-10-02 Usage Frequency: 1 Quality: Reference: Anonymous

think of me as your best friend

তোমার পূরা নাম কী

Last Update: 2022-06-10 Usage Frequency: 1 Quality: Reference: Anonymous

i tried my best

Last Update: 2021-05-05 Usage Frequency: 1 Quality: Reference: Anonymous

books are our best friend paragraph in bengali

বাংলায় বই আমাদের সেরা বন্ধু অনুচ্ছেদ

tanzanians gonna really miss you our best friend.

আমাদের সেরা বন্ধু, তানজানিয়া আপনার অভাব অনুভব করবে।

Last Update: 2016-02-24 Usage Frequency: 1 Quality: Reference: Anonymous

i'm trying my best

আমি চেষ্টা করতেছি

Last Update: 2021-07-13 Usage Frequency: 1 Quality: Reference: Anonymous

i will try my best to success

আমি আমার সাধ্যমত চেষ্টা করব সফল হতে

Last Update: 2022-12-30 Usage Frequency: 1 Quality: Reference: Anonymous

i havn not a best feiend i have a gang of best friend

আমি তো একটি স্পেসপিক নয়

Last Update: 2021-12-18 Usage Frequency: 1 Quality: Reference: Anonymous

Get a better translation with 7,719,521,407 human contributions

Users are now asking for help:.

IMAGES

  1. friendship day bengali images in 2020

    essay on my best friend in bengali

  2. 101 Short Bengali Friendship Quotes for Best Friends

    essay on my best friend in bengali

  3. write a paragraph on friends in bengali in 10 lines

    essay on my best friend in bengali

  4. Bengali Friendship Quotes in Bengali Font-Whats App Sharing Bengali

    essay on my best friend in bengali

  5. Famous Bengali Friendship Quotations-Friendship Messages in Bengali

    essay on my best friend in bengali

  6. Top 100 Bangla Friendship Sms

    essay on my best friend in bengali

VIDEO

  1. essay on my best friend/best friend essay in english/essay writing

  2. My best friend in english

  3. Essay on my best friend

  4. My Best Friend Essay

  5. বাংলা রচনা আমার জীবনের লক্ষ্য

  6. essay My best friend

COMMENTS

  1. Bengali Essay on "My Best friend", "আমার ...

    Bengali Essay on "My Best friend", "আমার প্রিয় বন্ধু রচনা" for Class 5, 6, 7, 8, 9 & 10: ববি আমার ...

  2. আমার প্রিয় বন্ধু অনুচ্ছেদ, Bangla essay on my best friend

    আমার প্রিয় বন্ধু অনুচ্ছেদ, Bengali essay on my best friend Written by Oindrila Banerjee in বাংলা রচনা Last Updated November 19, 2023

  3. বাংলায় আমার সেরা বন্ধু রচনা বাংলায়

    বাংলায় আমার সেরা বন্ধু রচনা বাংলায় | My Best Friend Essay In Bengali - 2100 শব্দসমূহে. By Webber রচনা 1 বছর আগে 29. বন্ধুত্ব এমন একটি সম্পর্ক যা পরিবার বা রক্তের ...

  4. || আমার প্রিয় বন্ধু দশ লাইন রচনা ||10 lines essay on my best friend in

    || আমার প্রিয় বন্ধু দশ লাইন রচনা ||10 lines essay on my best friend in bengali ||#mybestfriends #essay # ...

  5. my best friend essay in bengali/রচনা-আমার ...

    my best friend essay in bengali/রচনা-আমার প্রিয় বন্ধু/best friend rachana bangla/best friend essay..Your Queries:-my best friend essay in bengaliরচনা ...

  6. ৮০+ সেরা বন্ধু এবং বন্ধুত্ব নিয়ে উক্তি (Friend & Friendship Quotes In

    বন্ধুত নিয়ে সেরা ২০টি বাণী ও উক্তি l Important Quotes About Friends. Watch on. #৬১. সময় পার হওয়ার সাথে সাথে প্রকৃত বন্ধুত্ব ভেঙে দেয়া উচিত নয় এবং স্থান ...

  7. আমার সবথেকে ভাল বন্ধু বাংলা রচনা Essay on My Best Friend in Bengali

    বন্ধুরা জীবনের সত্যিই একটি গুরুত্বপূর্ণ অংশ। আমাদের সবার ...

  8. বেস্ট ফ্রেন্ড, বন্ধুত্ব ও প্রিয় বন্ধু নিয়ে স্ট্যাটাস ছবি উক্তি

    আশা করি আজকের প্রতিবেদন 'প্রিয় বন্ধু নিয়ে স্ট্যাটাস বাংলা Best Friendship Quotes in Bengali' পরে আপনি আপনার বেস্ট ফ্রেন্ডকে পাঠানোর জন্য পছন্দের ...

  9. সেরা বন্ধুত্ব নিয়ে কবিতা

    April 7, 2022. Bengali Friendship Poem - নমস্কার বন্ধু, আজ আমরা এই পোস্টের মাধ্যমে আপনাদের কাছে কিছু সেরা বন্ধুত্ব নিয়ে কবিতা এবং বন্ধুত্ব নিয়ে কিছু ...

  10. Best Friend Paragraph

    Get ready to reflect on your own friendships and see what makes them truly special. 1. Trust and Loyalty. Build trust by being honest, reliable, and consistent. Demonstrate loyalty by standing by your friend, especially during difficult times. 2. Good Communication.

  11. 101 Short Bengali Friendship Quotes for Best Friends

    R 2may chara bondhutto hoi na..!". "Beche Thakar Anuprerona Tumi, Mon Chute Jai Tomar Proti, Akasher dike Takiye boli Tumi amar Sei Priyo Bondhuti.". "Life is very simple, Love is no matter, Fillingin is just time, Missing is one time, But Friendship is all time" Don't break it any time…*".

  12. 450+ Best Friend Caption Bangla (সেরা বন্ধু ক্যাপশন)

    These "best friend caption Bangla" offer myriad options to capture your friendship's essence. Let's explore some delightful friends caption Bangla that will resonate with your best friend and evoke a sense of warmth and nostalgia. When expressing the depth of our friendship, using the right words can make a significant impact.

  13. Friendship Quotes in Bengali

    Bangla Quotes for Friend - বন্ধুত্বের উক্তি. "বন্ধু সে নয়, যে অন্যের কথা. শুনে তােমাকে সন্দেহ করবে।. বন্ধু হলো সে,যে তোমার উপর. সন্দেহ করা তাে দূরের ...

  14. My Friend Essay in English & Bengali for Class 3

    My Friend Essay in English & Bengali for Class 3. Posted on 5th Feb 2022 12:59:35 AM Essay, Composition. Introduction : I am student in Class Three. I have a friend. He also reads in my class. His name is Mahmud. Mahmud is one of the best friends of mine. Qualities : Mahmud is a good student.

  15. My Best Friend paragraph

    My Best Friend paragraph | Paragraph about my best friend with Bangla meaning | essay on my best friendAbout video-In this video we will learn how to write p...

  16. বিভিন্ন বিষয়ের উপর বাংলা রচনা

    14 Best Answers 2,117 Points View Profile. Hridoy. 2021-03-16T12:06:30+05:30 Added an answer on March 16, 2021 at 12:06 pm . বাংলা রচনা: 1. বিজ্ঞান মনস্কতা | Scientific Attitude Essay. 2. ... Essay on my family in bengali; Join us on Telegram.

  17. Essay on My Best Friend for Students & Children

    A.2 A best friend should be understanding. One must be able to share anything with them without the fear of being judged. They should be supportive and encouraging of one another. Subsequently, one must always look out for their best friends in times of need. Q.3.

  18. FRIENDSHIP in Bengali

    FRIENDSHIP translate: বন্ধুত্ব. Learn more in the Cambridge English-Bengali Dictionary.

  19. My Best Friend Essay in English

    100 Words Essay on My Best Friend. When two people connect on a deep level, they become friends and become a constant in each other's life. My best friend, Prerna and I are compatible in mind, taste, and temperament and that is essential for true friendship. My life has improved in many ways by having a best friend like her.

  20. 10 Lines About Your Best Friend In Bengali

    10 Lines About Your Best Friend In Bengali Tomaar Priyo Bondhu Somporke 10 Line Lekho 10 lines essay in Bengaliআপনার সেরা বন্ধু সম্পর্কে 10 টি ...

  21. My Best Friend Essay in English (100, 200, 300, 500 Words)

    My Best Friend Essay in English (100, 200, 300, 500 Words) April 3, 2022. A best friend is a special and unforgettable person in our lives and will stay longer than other common friends. We share most of the things, conversations, and important talks and support them anytime in our lives. In this topic, we are discussing the best friend and the ...

  22. Translate my best friend essay in Bengali with examples

    Users are now asking for help: Contextual translation of "my best friend essay" into Bengali. Human translations with examples: be, i tried my best, আমি চেষ্টা করতেছি, তোমার পূরা নাম কী.

  23. My Best Friend 10 lines

    My Best Friend 10 lines | My Best friend paragraph with bangla meaning#10linesonmybestfriend#essay_writing_in_english#10_line_essay_on_my_best_friend#my_best...